"আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।

Submitted by avimanyu pramanik on Fri, 08/27/2021 - 12:31

প্রশ্ন:- "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।

উত্তর:- 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধে লেখক শ্রীপান্থ তাঁর ফেলে আসা শৈশবের কথা স্মৃতিচারণ করেছেন । লেখার জন্য কালি তাঁদের নিজেদের তৈরি করতে হত । কালি তৈরি করার পদ্ধতিটি বেশ জাঁকজমকপূর্ণ ছিল । কাঠের উনুনে রান্না করার সময়ে লোহার কড়াই এর তলায় যে কালি পড়ত, তা লাউপাতা দিয়ে ঘষে তুলে একটি পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে হত । অনেকে আবার সেই জলে হরীতকী ঘসত । আবার কখনো আতপচাল ভেজে পুড়িয়ে তা ভালো করে গুড়ো করে কালির জলে মেশানো হত । তারপর খুন্তির গোড়া পুড়িয়ে লাল করে তাতে ছ্যাঁকা দিতে হত । এরপর পাতলা কাপড়ে ছেঁকে তৈরি হত কালি । লেখক শ্রীপান্থ কালি তৈরির এই অপরূপ পদ্ধতির বর্ণনা এই প্রবন্ধে তুলে ধরেছেন ।

Comments

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - নদীর বিদ্রোহ

১. 'ট্রেনটি নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল' — কোন ট্রেনটি ? (ক) ৭নং ডাউন প্যাসেঞ্জার (খ) ৬নং ডাউন প্যাসেঞ্জার (গ) ৫নং ডাউন প্যাসেঞ্জার (ক) ৮নং ডাউন প্যাসেঞ্জার ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - আয় আরো বেঁধে বেঁধে থাকি

'আয় আরো বেঁধে বেঁধে থাকি' — কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? [মাধ্যমিক - ২০১৮] (ক) 'নিহিত পাতাল ছায়া' (খ) 'পাঁজরে দাঁড়ের শব্দ' (গ) 'দিনগুলি রাতগুলি' (ঘ) 'জলই পাষাণ হয়ে আছে' ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অভিষেক

১. ইন্দ্রজিতের স্ত্রীর নাম— (ক) ইন্দিরা (খ) সরমা (গ) নিকষা (ঘ) প্রমীলা । ২. ইন্দ্রজিতের কাছে ছদ্মবেশে কে এসেছিলেন ? — (ক) জনক সুতা (খ) পাঞ্চাল সুতা (গ) দানব সুতা (ঘ) অম্বুরাশি-সুতা ।

Answer for Madhyamik Examination (WBBSE) - 2019 Bengali (First Language)

১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ? (ক) ধ্রুবতারা (খ) শুকতারা (গ) সন্ধ্যাতারা (ঘ) রংমশাল

Madhyamik Examination (WBBSE) - 2019 Bengali (First Language)

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭ x ১ = ১৭ ১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ? (ক) ধ্রুবতারা (খ) শুকতারা (গ) সন্ধ্যাতারা (ঘ) রংমশাল