"আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।

Submitted by avimanyu pramanik on Fri, 08/27/2021 - 12:31

প্রশ্ন:- "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।

উত্তর:- 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধে লেখক শ্রীপান্থ তাঁর ফেলে আসা শৈশবের কথা স্মৃতিচারণ করেছেন । লেখার জন্য কালি তাঁদের নিজেদের তৈরি করতে হত । কালি তৈরি করার পদ্ধতিটি বেশ জাঁকজমকপূর্ণ ছিল । কাঠের উনুনে রান্না করার সময়ে লোহার কড়াই এর তলায় যে কালি পড়ত, তা লাউপাতা দিয়ে ঘষে তুলে একটি পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে হত । অনেকে আবার সেই জলে হরীতকী ঘসত । আবার কখনো আতপচাল ভেজে পুড়িয়ে তা ভালো করে গুড়ো করে কালির জলে মেশানো হত । তারপর খুন্তির গোড়া পুড়িয়ে লাল করে তাতে ছ্যাঁকা দিতে হত । এরপর পাতলা কাপড়ে ছেঁকে তৈরি হত কালি । লেখক শ্রীপান্থ কালি তৈরির এই অপরূপ পদ্ধতির বর্ণনা এই প্রবন্ধে তুলে ধরেছেন ।

Comments

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - প্রলয়োল্লাস

১. 'প্রলয়োল্লাস' কবিতাটির কবির নাম কী ? (ক) সৈয়দ আলাওল (খ) জয়্ গোস্বামী (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) শঙ্খ ঘোষ ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অস্ত্রের বিরুদ্ধে গান

১. জয় গোস্বামীর লেখা একটি কবিতা হল — (ক) 'অসুখী একজন' (খ) 'আফ্রিকা' (গ) 'অভিষেক' (ঘ) 'অস্ত্রের বিরুদ্ধে গান' ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অদল বদল

১. হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ? — [মাধ্যমিক-২০১৭] (ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে (গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - পথের দাবী

১. 'দয়ার সাগর ! পরকে সেজে দি, নিজে খাইনে ।'— বক্তা হলেন - [মাধ্যমিক - ২০১৮] (ক) জগদীশবাবু (খ) নিমাইবাবু (গ) অপূর্ব (ঘ) গিরীশ মহাপাত্র

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বহুরূপী

১. বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় — [মাধ্যমিক - ২০১৭] (ক) আট টাকা দশ আনা (খ) আট টাকা আট আনা (গ) দশ টাকা চার আনা (ঘ) দশ টাকা দশ আনা ।