শাহজাহানের রাজত্বকাল (The Reign of Shahjahan)

Submitted by avimanyu pramanik on Wed, 09/10/2014 - 20:17

শাহজাহানের রাজত্বকাল (১৬২৮ - ৫৮)

The Reign of Shahjahan

মুঘল সম্রাট জাহাঙ্গিরের পরবর্তী মুঘল সম্রাট হলেন তাঁর পুত্র শাহজাহান । শাহজাহান ১৬২৮ খ্রিস্টাব্দ থেকে ১৬৫৮ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । শাহজাহানের আমলে মুঘল সাম্রাজ্যবাদী নীতি অব্যাহত ছিল । তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব হল দাক্ষিণাত্য বিজয় । পিতা ও পিতামহের অসম্পূর্ণ কাজ তিনি সম্পূর্ণ করেন । সুন্নি মতাবলম্বী ও শাহজাহানের কাছে শিয়া মতাবলম্বী দাক্ষিণাত্যের রাজ্যগুলির অস্তিত্ব অসহনীয় ছিল । তাঁর আমলে ১৬৩৩ খ্রিস্টাব্দে আহমদ নগরের স্বাধীনতা বিলুপ্ত হয় । এরপর তিনি বিজাপুর ও গোলকুণ্ডা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন । ১৬৩৬ খ্রিস্টাব্দে বিজাপুরের আদিল শাহি বংশের আদিল শাহ ও গোলকুণ্ডার কুতুব শাহি বংশের আবদুল্লাহ কুতুব শাহ তাঁর বশ্যতা স্বীকার করে । শাহজাহানের দাক্ষিণাত্য বিজয়ের ক্ষেত্রে পুত্র ঔরঙ্গজেবের গুরুত্বপূর্ণ অবদান ছিল । উত্তর-পশ্চিম সীমান্তে অবশ্য শাহজাহান কান্দাহার দখল করতে ব্যর্থ হন । তাঁর মধ্য এশিয়া জয়ের স্বপ্নও ব্যর্থতায় পর্যবসিত হয় । শাহজাহানের রাজত্বকালে পর্তুগিজ জলদস্যুরা বাংলা ও গুজরাটের শান্তি বিঘ্নিত করে । শাহজাহান তাদের শায়েস্তা করতে সক্ষম হন ।

*****

Related Items

ফিরোজ শাহ তুঘলক (Firuz Shah Tughluq)

মহম্মদ বিন তুঘলকের পর তাঁর খুড়তুতো ভাই ফিরোজ শাহ তুঘলক সিংহসনে বসেন । তিনি আমির, ওমরাহ এবং ধর্মীয় নেতাদের অনুরোধে দিল্লীর সিংহাসনে আরোহণ করেন । কিন্তু বিজেতা বা শাসক হিসাবে তিনি যোগ্যতার পরিচয় দিতে পারেনি । মানুষ হিসাবে তিনি ছিলেন ন্যায় পরায়ণ,..

মহম্মদ বিন তুঘলক

খলজি বংশের অবসানের পর তুঘলকি আমল শুরু হয় । তুঘলকি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াস উদ্দিন তুঘলক । গিয়াস উদ্দিনের পুত্র মহম্মদ বিন তুঘলক (১৩২৫-১৩৫১) ছিলেন এই বংশের শ্রেষ্ঠ সুলতান । সম্ভবত তিনি তাঁর পিতাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন ...

খলজি বংশ ও আলাউদ্দিন খলজি

১২৮৭ খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন বলবনের মৃত্যু হয় । তারপর তাঁর উত্তরাধিকারীদের হত্যা করে প্রধান সেনাপতি জালালউদ্দিন খলজি ১২৯০ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন । জালালউদ্দিন খলজির দিল্লি দখলের সঙ্গে সঙ্গে দাস বংশের অবসান ঘটে ও খলজি বংশের সূচনা হয় । ...

গিয়াসউদ্দিন বলবন (Ghias-ud-din Balban)

গিয়াসউদ্দিন বলবন ১২৬৩ খ্রিস্টাব্দ থেকে ১২৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । ইলতুৎমিসের মৃত্যুর পর ইলবেরি তুর্কিজাত সুলতানদের মধ্যে গিয়াসউদ্দিন বলবনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । সিংহাসনে আরোহণ করার পরে গিয়াসউদ্দিন বলব্ন এক জটিল পরিস্থিতির সম্মুখীন হন ...

সুলতানা রাজিয়া (Razia)

ইলতুৎমিসের মৃত্যুর পর তাঁর কন্যা রাজিয়া দিল্লির সিংহাসনে আরোহণ করেন । রাজিয়া ১২৩৬ খ্রিস্টাব্দ থেকে ১২৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । ইলতুৎমিসের পুত্ররা অযোগ্য বিবেচিত হওয়ায় ইলতুৎমিস নিজেই কন্যা রিজিয়াকে দিল্লির সুলতান পদে মনোনীত করেন । তাঁর সিংহাসন লাভ ...