কুতুবউদ্দিন আইবক (Qutb-ud-din Aibak)

Submitted by avimanyu pramanik on Mon, 05/07/2012 - 11:24

কুতুবউদ্দিন আইবক (Qutb-ud-din Aibak) :

১১৯১ খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে (The First Battle of Tarain) পৃথ্বীরাজ ভারতের অন্যান্য রাজপুত রাজাদের সাহায্য নিয়ে মহম্মদ ঘুরি -কে পরাস্ত করেন । এর প্রতিশোধ নিতে পরের বছর অর্থাৎ ১১৯২ খ্রিস্টাব্দে মহম্মদ ঘুরি বিশাল সৈন্যবাহিনী নিয়ে এসে তরাইনের দ্বিতীয় যুদ্ধে (The Second Battle of Tarain) পৃথ্বীরাজকে পরাজিত ও নিহত করে দিল্লী ও আজমীর দখল করেন । পরে মিরাট, বুলান্দগড়, এবং আলিগড় অধিকার করেন । পরের বার ভারত অভিযানে এসে মহম্মদ ঘোরী কনৌজ রাজ্যও জয় করে নেয় । ধীরে ধীরে গুজরাট, গোয়ালিয়র, বারাণসী, বুন্দেলখন্ড, প্রভৃতি অধিকার করেন । এমনকি বাংলা পর্যন্তও তাঁর অধিকার বিস্তৃত হয় । এই সব বিজিত স্থানের দায়িত্ব তিনি ১২০৬ খ্রিস্টাব্দে তাঁর বিশ্বস্ত অনুচর কুতুবউদ্দিন আইবক (Qutbuddin Aibek) -এর হাতে অর্পণ করে মহম্মদ ঘুরি দেশে ফিরে যান । মহম্মদ ঘুরির মৃত্যুর পর কুতুবউদ্দিন আইবক দিল্লির সিংহাসনে বসেন । তিনি মহম্মদ ঘুরির বিশ্বস্ত অনুচর ছিলেন । কুতুবউদ্দিন আইবক ১২০৬ খ্রিস্টাব্দ থেকে ১২১০ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন । ১২০৮ সালে তিনি সুলতান উপাধি গ্রহণ করেছিলেন । কুতুবউদ্দিনকেই দিল্লির প্রথম সুলতানের মর্যাদা দেওয়া হয়ে থাকে । তাঁর সময় থেকেই মুসলমানরা ভারতে অভিযান প্রেরণ করার পরিবর্তে স্থায়ীভাবে রাজ্যশাসনের দিকে নজর দেন । তিনি ও তাঁর উত্তরাধিকারীরা 'ইলবেরি তুর্কি' গোষ্ঠীভুক্ত ছিলেন বলে এদের রাজত্বকাল ইতিহাসে 'ইলবেরি তুর্কি' আমল হিসাবে পরিচিত । সুলতান কুতুবউদ্দিন নিজে এবং তাঁর পরবর্তী আরও দুই জন সুলতান প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন, তাই কুতুবউদ্দিন থেকে কায়েকাবাদ পর্যন্ত অর্থাৎ ১২০৬ খ্রিস্টাব্দ থেকে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির সুলতানদের দাসবংশ (Slave Dynasty) বলা হয়ে থাকে । ১২০৬ খ্রিস্টাব্দ থেকেই ভারতে দিল্লির সুলতানি যুগের সূচনা হয় । কুতুবউদ্দিনের মৃত্যুর পর ১২১০ খ্রিস্টাব্দে তাঁর পুত্র আরাম শাহ নিজেকে দিল্লির সুলতান ঘোষণা করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন । কিন্তু তার অপদার্থতা লক্ষ্য করে দিল্লির আমির-ওমরাহগণ ইলতুৎমিসকে দিল্লির সিংহাসন দখল করতে আহ্বান জানান । এই আবেদনে সাড়া দিয়ে ইলতুৎমিস আরাম শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন । কুতুবউদ্দিন আইবক দিল্লির বিখ্যাত কুতুবমিনার -এর নির্মাণ পরিকল্পনা ও নির্মাণকার্য শুরু করেন । কিন্তু এর নির্মাণ কাজ শেষ হয়েছিল ইলতুৎমিসের সময় । এই মিনার সুফি সন্ত খাজা কুতুবউদ্দিন কাকীর সম্মানে নির্মিত হয়েছিল । 

*****

Related Items

ছোটো প্রশ্ন ও উত্তর : ভারতীয় সভ্যতার বিবর্তন

ভারতীয় সভ্যতার বিবর্তন সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

ছোটো প্রশ্ন ও উত্তর : ভারতের ইতিহাসে ভৌগোলিক উপাদান ও তার প্রভাব

ভারতের ইতিহাসে ভৌগোলিক উপাদান ও তার প্রভাব সম্পর্কিত বিভিন্ন ছোট ছোট প্রশ্নের উত্তর ও আলোচনা বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আগত প্রশ্নপত্র এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এ আগত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর আলোচনা করা হলো ।

Study Materials for Indian History Class IX

Geographical factors of Indian History and Its influence, Evolution of Indian Civilisation, Islam and India, Fusion of culture during the Sultanate and Mughal era ...

ভারতে ঔপনিবেশিক শাসন

দাক্ষিণাত্যে ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দিতা, ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপট, প্রথম কর্ণাটকের যুদ্ধ, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ, ডুপ্লের মূল্যায়ন, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ, বাংলার রাজনৈতিক পট পরিবর্তন, পলাশির যুদ্ধ, ইংরেজদের সঙ্গে সিরাজের বিরোধ, নবাব সিরাজের সাফল্য ও ব্যর্থতা ...

মুঘল আমলে শিল্প ও বাণিজ্য

মুঘল যুগে শিল্প, কৃষিনির্ভর শিল্প, শর্করা শিল্প, অকৃষি শিল্প, শিল্পীদের জীবন, মুঘলযুগে বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য, অন্তর্বাণিজ্য, অন্তর্দেশীয় বাণিজ্য, . বহির্বাণিজ্য, ইউরোপীয় বণিকদের সঙ্গে সম্পর্ক, পর্তুগিজদের কার্যকলাপ , ওলন্দাজ বণিকদের কার্যকলাপ, ফরাসিদের কার্যকলাপ ...