ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল

Submitted by avimanyu pramanik on Tue, 12/16/2014 - 19:10

ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল : এশিয়া মহাদেশের ভূমধ্যসাগরের নিকটবর্তী অতি সামান্য অঞ্চল যেমন— তুরস্ক, লেবানন, সিরিয়া, এবং ইস্রাইলে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায় ।

ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য—

(১) শীতকালীন বৃষ্টিপাত সাধারণত ২৪ সেমি. থেকে ৭৫ সেমি হয়,

(২) বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল এবং নাতিশীতোষ্ণ মৃদু জলবায়ু । গ্রীষ্মকালীন তাপমাত্রা ২১° থেকে ২৭° সেলসিয়াস এবং শীতকালীন তাপমাত্রা ৫° থেকে ১০° সেলসিয়াস হল এই জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য ।

*****

Related Items

প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের স্রোতের সাদৃশ্য বর্ণনা কর ।

প্রশ্ন : প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের স্রোতের সাদৃশ্য বর্ণনা কর ।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতের বর্ণনা দাও ।

প্রশ্ন : দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতের বর্ণনা দাও

উত্তর প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতসমূহের পরিচয় দাও ।

প্রশ্ন : উত্তর প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতসমূহের পরিচয় দাও

বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝায় ?

প্রশ্ন : বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝায় ?

নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ কী ?

প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ কী ?

(১) নিরক্ষরেখার উভয় পাশে ৫ - ১০ উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সূর্য প্রায় সারা বছর ধরে লম্বভাবে প্রখর কিরণ দেয় ।