Submitted by avimanyu pramanik on Tue, 12/16/2014 - 19:01

নিরক্ষীয় জলবায়ু অঞ্চল : নিরক্ষরেখার উভয় দিকে উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় নিরক্ষীয় জলবায়ু দেখা যায় ।

নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য :

(১) সারাবছর ধরেই অত্যধিক উত্তাপ ও বৃষ্টিপাত, অতিরিক্ত আর্দ্রতা এবং বার্ষিক তাপমাত্রার স্বল্প ব্যবধান হল এই অঞ্চলের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য,

(২) এই অঞ্চলের গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস । আকাশে মেঘ না থাকলে কখনও কখনও ৩৫ ডিগ্রি সেলসিয়াস হয় । শীতকালীন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস হয়, অর্থাৎ শীত ও গ্রীষ্মকালীন তাপমাত্রার পার্থক্য হয় মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস,

(৩) এই অঞ্চলে রোজ বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ ও ঝড়সহ তুমুল বৃষ্টিপাত হয় । এখানকার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল প্রায় ৩২৫ সেমি,

(৪) সেলসিয়াস স্কেলের হিসাবে এখানকার তাপমাত্রা বিরাট একটা বেশি না হলেও অতিরিক্ত আর্দ্রতার জন্য এখানকার জলবায়ু খুবই অস্বস্তিকর ।

*****

Related Items

ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে ও এর বৈশিষ্ট্যগুলি বর্ণনা কর এবং কীভাবে সৃষ্টি হয় ?

প্রশ্ন:- ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে ও এর বৈশিষ্ট্যগুলি বর্ণনা কর এবং কীভাবে সৃষ্টি হয় ?

পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে এবং কি ভাবে সৃষ্টি হয় ?

প্রশ্ন :- পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে এবং কি ভাবে সৃষ্টি হয় ?

মালভূমির বৈশিষ্ট্যগুলি কী ? মালভূমি সৃষ্টির কারণগুলি সংক্ষেপে বর্ণনা কর ।

প্রশ্ন:-  মালভূমির বৈশিষ্ট্যগুলি কী ? মালভূমি সৃষ্টির কারণগুলি সংক্ষেপে বর্ণনা কর ।

উত্তর:  সমুদ্র সমতল থেকে ৩০০ মিটার উঁচু, চারপাশে খাড়া ঢাল যুক্ত বিস্তীর্ণ ভূ-ভাগকে মালভূমি বলে ।

ক্ষয়জাত পর্বত কাকে বলে ? ক্ষয়জাত পর্বতের সঙ্গে আগ্নেয় পর্বতের কী কী পার্থক্য ?

প্রশ্ন: - ক্ষয়জাত পর্বত কাকে বলে ? ক্ষয়জাত পর্বতের সঙ্গে আগ্নেয় পর্বতের কী কী পার্থক্য ?

অগ্নুৎপাতের বৈশিষ্ট্য অনুসারে আগ্নেয় পর্বতের শ্রেণিবিভাগ কর ও আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি কী কী ?

প্রশ্ন:- অগ্নুৎপাতের বৈশিষ্ট্য অনুসারে আগ্নেয় পর্বতের শ্রেণিবিভাগ কর ও আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্যগুলি কী কী ?