উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি

Submitted by avimanyu pramanik on Wed, 11/12/2014 - 23:42

উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি :

(ক) উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল :- উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অংশে মেঘালয় বাদে ভারত ও মায়ানমার সীমান্ত বরাবর উত্তর-দক্ষিণে বিস্তৃত অনেকগুলি সমান্তরাল পর্বতশ্রেণি রয়েছে, এদের একসঙ্গে উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাচল বলে । এই পর্বতশ্রেণিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মিশমি পাহাড়, পাটকই পাহাড়, বুম, নাগা পাহাড়, কোহিমা পাহাড়, বরাইল পর্বতশ্রেণি, উত্তর কাছাড় পাহাড়, মণিপুর পাহাড়, মিজো পাহাড় ও ত্রিপুরা পাহাড় । এখানকার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত লকটক হ্রদ নিসর্গ সৌন্দর্যের জন্য বিখ্যাত ।

(খ) মেঘালয় মালভূমি : মেঘালয় প্রদেশে অবস্থিত গারো, খাসি, জয়ন্তিয়া ও মিকিরের পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত মেঘালয় মালভূমি প্রকৃতপক্ষে দাক্ষিণাত্যের মালভূমিরই একটি বিচ্ছিন্ন অংশ । এই মালভূমির পশ্চিমে অবস্থিত গারো পাহাড় । গারো পাহাড়ের সর্ব্বোচ্চ শৃঙ্গ নকরেক এবং এর উচ্চতা ১৪১২ মিটার । উত্তরে বিস্তৃত রয়েছে শিলং পাহাড়, উত্তর-পূর্ব দিকে বিস্তৃত রয়েছে মিকির পাহাড়ি অঞ্চল, মধ্যভাগে অবস্থিত রয়েছে খাসিজয়ন্তিয়া পাহাড় । এদের উচ্চতা ১৫০০ থেকে ২০০০ মিটার । শিলং মালভূমির দক্ষিণে চেরা মালভূমি অবস্থিত । এটি চুনাপাথরে গঠিত । এই মালভূমিতে চুনাপাথরের বহু গুহা দেখা যায় ।   

*****

Related Items

মেঘমুক্ত রাত্রি থেকে মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উত্তপ্ত হয় কেন ?

প্রশ্ন : মেঘমুক্ত রাত্রি থেকে মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উত্তপ্ত হয় কেন ?

থর মরুভূমিতে শীত ও গ্রীষ্মের পার্থক্য খুব বেশি কেন ?

প্রশ্ন : থর মরুভূমিতে শীত ও গ্রীষ্মের পার্থক্য খুব বেশি কেন ?

নিম্নলিখিত কারণগুলির জন্য মরুভূমি অঞ্চলে শীত ও গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য বেশি হয়—

ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন ?

প্রশ্ন : ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন ?

ভূ-পৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে যায়, কারণ—

অক্ষাংশের তারতম্যে পৃথিবীপৃষ্ঠে উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা কর ।

প্রশ্ন :- অক্ষাংশের তারতম্যে পৃথিবীপৃষ্ঠে উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা কর

ভূপৃষ্ঠের সব স্থানে এবং সব সময়ে বায়ুমণ্ডলের উষ্ণতা একই রকম থাকে না । অক্ষাংশ ভেদে পৃথিবীপৃষ্ঠে উষ্ণতার তারতম্য ঘটে, যেমন—

একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে বরফ জমে না, অথচ ল্যাব্রাডর উপকূলে বরফ জমে — এর কারণ কী ?

প্রশ্ন : একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে বরফ জমে না, অথচ ল্যাব্রাডর উপকূলে বরফ জমে — এর কারণ কী ?