উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল ও মেঘালয় মালভূমি :
(ক) উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাঞ্চল :- উত্তর-পূর্ব ভারতের পার্বত্য অংশে মেঘালয় বাদে ভারত ও মায়ানমার সীমান্ত বরাবর উত্তর-দক্ষিণে বিস্তৃত অনেকগুলি সমান্তরাল পর্বতশ্রেণি রয়েছে, এদের একসঙ্গে উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল বা পূর্বাচল বলে । এই পর্বতশ্রেণিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মিশমি পাহাড়, পাটকই পাহাড়, বুম, নাগা পাহাড়, কোহিমা পাহাড়, বরাইল পর্বতশ্রেণি, উত্তর কাছাড় পাহাড়, মণিপুর পাহাড়, মিজো পাহাড় ও ত্রিপুরা পাহাড় । এখানকার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত লকটক হ্রদ নিসর্গ সৌন্দর্যের জন্য বিখ্যাত ।
(খ) মেঘালয় মালভূমি : মেঘালয় প্রদেশে অবস্থিত গারো, খাসি, জয়ন্তিয়া ও মিকিরের পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত মেঘালয় মালভূমি প্রকৃতপক্ষে দাক্ষিণাত্যের মালভূমিরই একটি বিচ্ছিন্ন অংশ । এই মালভূমির পশ্চিমে অবস্থিত গারো পাহাড় । গারো পাহাড়ের সর্ব্বোচ্চ শৃঙ্গ নকরেক এবং এর উচ্চতা ১৪১২ মিটার । উত্তরে বিস্তৃত রয়েছে শিলং পাহাড়, উত্তর-পূর্ব দিকে বিস্তৃত রয়েছে মিকির পাহাড়ি অঞ্চল, মধ্যভাগে অবস্থিত রয়েছে খাসি ও জয়ন্তিয়া পাহাড় । এদের উচ্চতা ১৫০০ থেকে ২০০০ মিটার । শিলং মালভূমির দক্ষিণে চেরা মালভূমি অবস্থিত । এটি চুনাপাথরে গঠিত । এই মালভূমিতে চুনাপাথরের বহু গুহা দেখা যায় ।
*****
- 4511 views