ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি , জাতীয় আইনি পরিসেবা দিবস ৯ নভেম্বর ২০১০
দেশব্যাপী রাজ্য , জেলা ও তালুকে আইনি পরিসেবা অথরিটি / কমিটি মারফত আইনি সহায়তার মাধ্যমে সকলকে সমান সুযোগ-সুবিধা ও সমান ন্যায়বিচার প্রদানের সুনিশ্চিতর লক্ষ্যে পুনরায় উৎসর্গ করছে ।
-সকলের ন্যায় বিচার পাওয়ার অধিকার
* লোক আদালত
* লক্ষ্য :
- " অর্থনৈতিক বা অন্য কোনও অপারগতার কারণে কাউকে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত না করা । "
- আইনি সচেতনতা
- বিনা ব্যায়ে আইনি সহায়তা
- লোক আদালত
* এন এ এল এস এ - এর অনুশাসন :
--- নিম্নোক্তগনকে বিনাব্যায়ে আইনি পরিষেবা-
- মহিলা ও শিশু
- ত: জ: এবং ত: উ: সদস্যগন
- শ্রমিক - হেফাজতে ও মানসিক হাসপাতালে থাকা ব্যক্তি
- মানুষ পাচারের শিকার - দুর্যোগ , জাতিদাঙ্গা , জাতিভিত্তিক অত্যাচার , বন্যা , খরা , ভুমিকম্প বা শিল্প দুর্ঘটনার শিকার
- ১৯৯৫ এর ডিজএবিলিটিজ আইন অনুসারে পঙ্গু ব্যাক্তি - যাঁদের বার্ষিক আয় ৫০,০০০ টাকার বেশি নয় ( সুপ্রিম কোর্টে )
* বিনা ব্যয়ে আইনি পরিষেবার মধ্যে আছে :---
- আডভোকেটের পরিষেবা
- কোর্ট ফি
- পিটিশন / কাগজ-পত্র টাইপ ও প্রস্তুতের খরচ
- সাক্ষিকে সমন করার খরচ
- আইনি মোকদ্দমা সংক্রান্ত অন্যান্য খরচ
* প্রতিরোধমূলক ও কৌশলগত আইনি সহায়তা :
- আইনি সচেতনতার কর্মসূচি
- আইনি মোকদ্দমা-মুক্ত গ্রাম
- আইনি সহায়তা ক্লিনিক
- আধা-আইনি স্বেচ্ছাসেবী
* যে সব বিষয় নিস্পতির জন্য লোক আদালতের আয়োজন করা হয় :
- বিবাহ সংক্রান্ত মোকদ্দমা
- মোটর দুর্ঘটনা সংক্রান্ত মোকদ্দমা
- দেওয়ানি মোকদ্দমা
- ফৌজদারি ( ক্ষমা যোগ্য অপরাধ ) মোকদ্দমা
- প্রবীন নাগরিকদের অভিযোগ
- শ্রম-বিরোধ
- ব্যাঙ্ক রিকভারি মোকদ্দমা
- মোবাইল সেলুলার কোম্পানির সঙ্গে বিবাদ
- জমি অধিগ্রহনের মোকদ্দমা
- পেনসন সংক্রান্ত মোকদ্দমা
- কর্মীদের ক্ষতিপূরণ বিষয়
- গ্রাহকদের অভিযোগ সংক্রান্ত মোকদ্দমা
- আবাসন ও বস্তি অপসারণের মোকদ্দমা
- বিদ্যুত সংক্রান্ত বিষয়
- টেলিফোন বিল সংক্রান্ত বিবাদ
- গৃহ কার সংক্রান্ত মোকদ্দমা
-সহ মিউনিসিপ্যাল বিষয়
- এমজিএনআরইজিএ বিষয়ে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের অভিযোগ
- ভারতের সুপ্রিম কোর্টে ও হাই কোর্টে বিচারাধীন ক্ষমাযোগ্য ফৌজদারি
- মোকদ্দমা ও দেওয়ানি মোকদ্দমা ।
আরও বিবরণের জন্য যোগাযোগ করূন : মেম্বার সেক্রেটারি , এনএএলএসএ , ১২/১১ জামনগর হাউস , শাহাজান রোড, নয়া দিল্লি - ১১০০১১ ,
ফোন - ০১১-২৩৩৮৬১৭৬, ২৩৩৮২৭৭৮
যোগাযোগ : মেম্বার সেক্রেটারি অব স্টেট লিগাল সার্ভিসেস অথরিটিজ
পশ্চিম বঙ্গের জন্য ফোন নং - ০৩৩-২২৪৮৪২৩৪
সুপ্রিম কোর্ট লিগাল সার্ভিসেস কমিটি - ০১১-২৩৩৮৮৩১৩ ****
Source:- collected from ABP dated 9th, Nov,2010