ভাঙার গান — কাজী নজরুল ইসলাম

Submitted by avimanyu pramanik on Wed, 06/30/2021 - 22:42

ভাঙার গান — কাজী নজরুল ইসলাম

**************************************

কারার ওই লৌহ-কপাট

ভেঙ্গে ফেল, কররে লোপাট

                    রক্ত-জমাট

শিকল-পূজোর পাষাণ-বেদী !

ওরে ও তরুণ ঈশান !

বাজা তোর প্রলয়-বিষাণ

               ধ্বংস-নিশান,

উড়ুক প্রাচী'র প্রাচীর ভেদি ।

গাজনের বাজনা বাজা !

কে মালিক ?  কে সে রাজা ?

              কে দেয় সাজা

মুক্ত স্বাধীন সত্যকে রে ?

হা হা হা পায় যে হাসি,

ভগবান পরবে ফাঁসি ?

                সর্বনাশী

     শিখায় এ হীন তথ্য কে রে ?

ওরে ও পাগল ভোলা

দে রে দে প্রলয়-দোলা

            গারদগুলা

   জোরসে-ধরে হেঁচকা টানে !

মার হাঁক হৈদরী হাঁক,

কাঁধে নে দুন্দুভি ঢাক,

ডাক ওরে ডাক

      মৃত্যুকে ডাক জীবন পানে !

নাচে ওই কাল-বোশেখি,

কাটাবি কাল বসে কি ?

           দেরে দেখি

    ভীম কারার ওই ভিত্তি নাড়ি !

লাথি মার, ভাঙরে তালা !

যত সব বন্দি-শালায়—

           আগুন জ্বালা,

আগুন জ্বালা, ফেল উপাড়ি !

*****

 

Comments

Related Items

চন্দ্রনাথ — তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

চন্দ্রনাথ — তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

নিরুদ্দেশ — প্রেমেদ্র মিত্র

নিরুদ্দেশ — প্রেমেদ্র মিত্র

রাধারাণী — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

রাধারাণী — বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

চিঠি — স্বামী বিবেকানন্দ

চিঠি — স্বামী বিবেকানন্দ                                                                                                        আলমোড়া, ২৯ জুলাই, ১৮৯৭

কল্যাণীয়া মিস নোবল

রচনাধর্মী প্রশ্নোত্তর - ধীবর-বৃত্তান্ত

প্রশ্ন : ১. 'ধীবর-বৃত্তান্ত' নাট্যাংশে রাজশ্যালকের ভূমিকা নির্দেশ কর ।

উত্তর:-