ভাঙার গান — কাজী নজরুল ইসলাম

Submitted by avimanyu pramanik on Wed, 06/30/2021 - 22:42

ভাঙার গান — কাজী নজরুল ইসলাম

**************************************

কারার ওই লৌহ-কপাট

ভেঙ্গে ফেল, কররে লোপাট

                    রক্ত-জমাট

শিকল-পূজোর পাষাণ-বেদী !

ওরে ও তরুণ ঈশান !

বাজা তোর প্রলয়-বিষাণ

               ধ্বংস-নিশান,

উড়ুক প্রাচী'র প্রাচীর ভেদি ।

গাজনের বাজনা বাজা !

কে মালিক ?  কে সে রাজা ?

              কে দেয় সাজা

মুক্ত স্বাধীন সত্যকে রে ?

হা হা হা পায় যে হাসি,

ভগবান পরবে ফাঁসি ?

                সর্বনাশী

     শিখায় এ হীন তথ্য কে রে ?

ওরে ও পাগল ভোলা

দে রে দে প্রলয়-দোলা

            গারদগুলা

   জোরসে-ধরে হেঁচকা টানে !

মার হাঁক হৈদরী হাঁক,

কাঁধে নে দুন্দুভি ঢাক,

ডাক ওরে ডাক

      মৃত্যুকে ডাক জীবন পানে !

নাচে ওই কাল-বোশেখি,

কাটাবি কাল বসে কি ?

           দেরে দেখি

    ভীম কারার ওই ভিত্তি নাড়ি !

লাথি মার, ভাঙরে তালা !

যত সব বন্দি-শালায়—

           আগুন জ্বালা,

আগুন জ্বালা, ফেল উপাড়ি !

*****

 

Comments

Related Items

খেয়া — রবীন্দ্রনাথ ঠাকুর

খেয়া — রবীন্দ্রনাথ ঠাকুর

**************************

খেয়ানৌকা পারাপার করে নদীস্রোতে;

কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে ।

দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা,

সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা ।

আবহমান — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

আবহমান — নীরেন্দ্রনাথ চক্রবর্তী

*********************************

যা গিয়ে ওই উঠানে তোর দাঁড়া,

লাউমাচাটার পাশে ।

ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে, ফুল

সন্ধ্যার বাতাসে ।

 

কে এইখানে এসেছিল অনেক বছর আগে,

নোঙর — অজিত দত্ত

নোঙর — অজিত দত্ত

*********************

পাড়ি দিতে দূর সিন্ধুপারে

নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে ।

সারারাত মিছে দাঁড় টানি,

মিছে দাঁড় টানি ।

জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে,

আকাশে সাতটি তারা — জীবনানন্দ দাশ

আকাশে সাতটি তারা — জীবনানন্দ দাশ

************************************

আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি এই ঘাসে

বসে থাকি; কামরাঙা-লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো

গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে গেছে—আসিয়াছে শান্ত অনুগত

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি — মুকুন্দ চক্রবর্তী

কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি — মুকুন্দ চক্রবর্তী

**********************************

মেঘে কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার ।

দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার ।।

ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর ।

উত্তর পবনে মেঘ ডাকে দুর দুর ।।

নিমেষেকে জোড়ে মেঘ গগন-মন্ডল ।