WBJEE 2010 Physics and Chemistry Question Paper [Beng]

Submitted by administrator on Mon, 05/19/2014 - 14:29

WEST BENGAL JOINT ENTRANCE EXAM ,2010

PHYSICS AND CHEMISTRY

 

1. পরীক্ষা করে দেখা গেছে যে সূর্য বিকিরণের প্রাবল্য সর্বাপেক্ষা বেশী হচ্ছে দৃশ্য বর্ণালীর 480 nm তরঙ্গ দৈর্ঘ্যে । তাহলে সূর্য-পৃষ্ঠের তাপমাত্রা নির্ধারণ কর । (দেওয়া আছে ওয়েনের ধ্রুবক b = 2.88 × 10–3mK)

(A) 4000 K       (B) 6000 K       (C) 8000 K       (D) 106 K

 

2.  একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা 120 K থেকে বাড়িয়ে 480 K করা হল । যদি 120 K তাপমাত্রায় মূল গড় গতিবেগ v হয় তাহলে 480 K তাপমাত্রায় মূল গড় গতিবেগ হবে

(A) 4v       (B) 2v      (C) v2       (D) v4

 

3. θ° কোণে আনত দুটি দর্পণ একটি বিন্দুর 5 টি প্রতিবিম্ব উত্পন্ন করে । θ থেকে θ° – 30° কমালে উত্পন্ন প্রতিবিম্বের সংখ্যা

(A) 9       (B) 10       (C) 11       (D) 12

 

4. 12 মিটার গভীর জলাশয়ের তলদেশ থেকে একটি মাছ ঊর্ধ্বমুখে যে আলোক বৃত্ত দেখে তার ব্যাসার্ধ মিটার এককে ( জলের প্রতিসরাঙ্ক = 4/3 )

(A) 367        (B) 367       (C) 365       (D) 45

 

5.  ইয়ং -এর যুগ্ম রেখাছিদ্র পরীক্ষায় ঝালরের প্রস্থ β ।  সমগ্র যন্ত্রটিকে n প্রতিসরাঙ্কের তরলে নিমজ্জিত করলে ঝালরের প্রস্থ হবে :

(A) n β       (B) βn+1        (C) βn1       (D) βn

 

6.  একটি সমোত্তল লেন্সের (ƒ = 20 cm) সমতল পৃষ্ঠে রুপার প্রলেপ দিলে ওর ফোকাস দৈর্ঘ্য হবে :

(A) 20 cm       (B) 40 cm       (C) 30 cm        (D) 10 cm

 

7. 9 : 1 অনুপাতের তীব্রতাসম্পন্ন দুটি আলোকতরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত হবে

(A) 3 : 1       (B) 4 : 1       (C) 25 : 9       (D) 81 : 1

 

8.  লেন্সের সরণ পদ্ধতিতে যদি বস্তুর বিবর্ধিত ও হ্রাসপ্রাপ্ত প্রতিবিম্বের আকার যথাক্রমে x1 ও x2 হয়, তবে বস্তুর প্রকৃত আকার হবে :

(A) x1x2        (B) x1x2        (C) x21x2       (D) x1x22

 

9.  একটি আধান বিন্দু যার আধান +q একটি ঘনকের কেন্দ্রে রাখা আছে । ঘনকের পার্শ্বের দৈর্ঘ্য L । ঘনকের মধ্যে থেকে যে বৈদ্যুতিক ফ্লাক্স বেরোবে তার মান হল

(A) qε0        (B) Zero      (C) 6qL2ε0        (D) q6L2ε0

 

10.  নিম্নে বর্ণিত চিত্রে প্রতিটি ধারকের ধারকত্ব 3 μF । A ও B বিন্দুর মধ্যে কার্যকর ধারকত্ব হবে

(A) 34μF        (B) 3μF       (C) 6μF       (D) 5μF

 

11.  একই রকমের n বিন্দুর প্রতিটি v volt -এ আহিত করে একটি বড় বিন্দুতে পরিণত করলে, বড় বিন্দুর বিভব হবে

(A) n2/3v       (B) n1/3v        (C) nv        (D) v/n

 

12.  নিম্নলিখিত চিত্রে অ্যামমিটারে পাঠ হবে

(A) 0.8 A        (B) 0.6 A       (C) 0.4 A        (D) 0.2 A

 

13. R -রোধের একটি তারকে টেনে n গুণ দৈর্ঘ্যের সুষম তারে রুপান্তরিত করা হল । এই তারের রোধ

(A) nR       (B) n2R       (C) 2nR       (D) 2n2R

 

14.  একটি বৃত্তাকার তড়িৎবাহী লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র ও চৌম্বক ভ্রামকের মানের অনুপাত x ।  লুপটির ব্যাসার্ধ ও প্রবাহমাত্রা উভয়কে দ্বিগুণ করলে অনুপাতটি হবে

(A) x/8       (B) x/4       (C) x/2       (D) 2x

 

15.  L = 2mH আবেশাঙ্কের কোনো কুন্ডলীতে t সময়ে প্রবাহমাত্রা I = t2e–t । কতক্ষণ বাদে তড়িৎচালক বল শূন্য হবে ?

(A) 1 s       (B) 2 s       (C) 3 s        (D) 4 s

 

16.  10 Ω রোধ বিশিষ্ট একটি কুন্ডলীর সঙ্গে সংযুক্ত চৌম্বক প্রবাহের সমীকরণ φ = 5t2 – 4t + 1 ওয়েবার । 0.2 সেকেন্ডে বর্তনীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান

(A) 0.4 A        (B) 0.2 A        (C) 0.04 A        (D) 0.02 A

 

17.  বাইনারি (11010.101)2 সংখ্যাটির দশমিক মান

(A) 9.625       (B) 25.265       (C) 26.625         (D) 26.265

 

18.  একটি ট্রানজিস্টরের β = 50 এবং সাধারণ নিঃসারক সংযোগ ব্যবস্থায় ইনপুট রোধ 1 kΩ । ইনপুটে 0.01 V শীর্ষমানের a.c. বিভব প্রয়োগ করলে সংগ্রাহক প্রবাহের শীর্ষমান হবে

(A) 0.01 μA        (B) 0.25 μA       (C) 100 μA        (D) 500 μA

 

19.  একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবন কাল 20 minute  । 20% ও 80% -র বিঘটনের মধ্যবর্তী সময় :

(A) 20 min        (B) 30 min        (C) 40 min         (D) 25 min

 

20.  একটি ইউরেনিয়াম পরমাণুর বিভাজনে যে শক্তি নির্গত হয় তা হল 200 MeV । 3.2 W ক্ষমতা পাওয়ার জন্য এক সেকেন্ডে কতকগুলি ইউরেনিয়াম পরমাণুর বিভাজন প্রয়োজন ? (ধর 1 eV = 1.6 × 10-19 J)

(A) 107        (B) 1010        (C) 1015         (D) 1011

 

21.  একটি বস্তুকে u m/s বেগে পৃথিবী পৃষ্ঠের সঙ্গে β কোণে ছোঁড়া হইল । সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি হবে, প্রারম্ভিক গতিবেগের 3/4 অংশ ।  β এর মান হবে :

(A) 30°        (B) 45°       (C) 60°       (D) 120°

 

22.  একটি বলকে 19.6 m উচ্চতা বিশিষ্ট কোনও বাড়ির ওপর থেকে অনুভূমিক 5 m/s গতিবেগে ছোঁড়া হল । বলটি মাটিতে পড়তে কত সময় নেবে ।

(A) √2 s        (B) 2 s        (C) √3 s          (D) 3 s

 

23.  একটি প্রস্তরকে স্থিতাবস্থা থেকে নীচে ছেড়ে দেওয়া হল । তার গতিকালের প্রথম তিন সেকেন্ডে সে যা পথ অতিক্রম করে তা শেষ 1 সেকেন্ডে অতিক্রান্ত পথের সঙ্গে সমান । তাহলে প্রস্তরটির শূন্যে অবস্থানের মোট সময়

(A) 6 সেকেন্ড         (B) 5 সেকেন্ড        (C) 7 সেকেন্ড        (D) 4 সেকেন্ড

 

24.  একটি ঘর্ষণহীন টেবিলে 2 kg এবং 1 kg ভর সম্পন্ন দুটি ব্লক সংস্পর্শে রয়েছে । যদি 2 kg ব্লকে 3 N বল প্রয়োগ করা হয় তাহলে তাদের মধ্যে সংস্পর্শ জনিত বল হবে

(A) 0 N       (B) 1 N      (C) 2 N       (D) 3 N

 

25.  যদি ভর বেগ 20% বৃদ্ধি হয় তা হলে গতিশক্তি বৃদ্ধি পাবে

(A) 48%        (B) 44%      (C) 40%        (D) 36%

 

26. 40 kg ওজন সম্পন্ন একটি বালক স্তম্ভ বরাবর উলম্ব দিকে স্থির গতিতে উঠছে । যদি বালকটির তালুর সঙ্গে স্তম্ভের ঘর্ষণ গুণাঙ্ক 0.8 এবং g = 10 m/s2 হয় তাহলে বালকটির স্থম্ভের উপর অনুভূমিক দিকে কি বল প্রয়োগ করেছে ?

(A) 300 N        (B) 400 N       (C) 500 N        (D) 600 N

 

27.  দুটি ভেক্টর রাশি a=5ˆi+λˆj+ˆk এবং b=ˆi2ˆj+ˆk পরস্পরের উপর লম্ব হলে ‘λ’ এর মান

(A) 2        (B) – 2        (C) 3         (D) – 3

 

28.  যদি a+b=c এবং a + b = c হয় , তবে a এবং b -এর মধ্যবর্তী কোণ

(A) 90°       (B) 180°        (C) 120°        (D) Zero

 

29.  যদি R পৃথিবীর ব্যাসার্ধ হয় তাহলে পৃথিবীর পৃষ্ঠতল থেকে কোন উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান তার পৃথিবীর পৃষ্ঠতলের মানের 1% হবে ?

(A) 8 R       (B) 9 R        (C) 10 R       (D) 20 R

 

30.  একটি m ভর সম্পন্ন বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে nR উচ্চতায় তোলা হল, সেখানে R হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ । তাহলে বস্তুটির মহাকর্ষীয় স্থিতিশক্তিতে যে পরিবর্তন হবে তা হল

(A) (nn+1)mgR       (B) (nn1)mgR        (C) nmgR      (D) mgRn

 

31.  ‘k’ স্প্রীং ধ্রুবক এবং একই প্রকারের তিনটি ভরহীন স্প্রীং কে একটি কণা যার ভর 'm' তার সঙ্গে চিত্রানুসারে লাগানো আছে । ওই কণার উলম্ব কম্পনের পর্যায় কাল

(A) 2πmk        (B) 2πm2k        (C) 2πm3k        (D) πmk

 

32.  k বলধ্রুবক সম্পূর্ণ স্প্রিংকে তিনটি সমান টুকরো করলে প্রত্যেক অংশের বলধ্রুবক হবে

(A) k3        (B) 3k       (C) k      (D) 2k

 

33.  একটি বস্তু তার আয়তনের 40% জলের বাইরে রেখে জলে ভাসমান অবস্থায় থাকে । বস্তুটি যখন তৈল পদার্থে ভাসে তখন তার আয়তনের 60% তৈলের বাইরে থাকে । তাহলে তৈল পদার্থটির আপেক্ষিক ঘনত্ব হল

(A) 0.9       (B) 1.2       (C) 1.5       (D) 1.8

 

34.  একটি লম্বা নলকে চিত্র বর্ণিত R ব্যাসার্ধের বৃত্তাকার করে উলম্বতলে রাখা হল । দুইটি একই আয়তন কিন্তু ρ এবং δ ঘনত্ব যুক্ত তরল দিয়ে ওই নলের অর্ধেক পূর্ণ করা হলে θ এর মান

(A) tan1(pδp+δ)        (B) tan1pδ        (C)tan1δp         (D) tan1(p+δpδ)

 

35.  M এবং 8 M ভরের একই ধাতুর দুটি নিরেট গোলককে একই সাথে একটি সান্দ্রতাযুক্ত তরলে ফেললে ওদের প্রান্তিক বেগ v এবং nv হয় , তবে n এর মান

(A) 16       (B) 8        (C) 4       (D) 2

 

36.  একটি বস্তুর সরলরেখায় সরল সমঞ্জস গতির বিস্তার হল A ; গতির কেন্দ্র থেকে কত দূরত্বে বস্তুটির শক্তি অর্ধেক স্থিতিশক্তি এবং অর্ধেক গতিশক্তি হবে ?

(A) A4       (B) A2        (C) A2        (D) A3

 

37.  কোনো ক্রমবর্ধিত তরঙ্গের সমীকরণ y = 4 sin (4πt – 0.04 x + π/3) যেখানে x মিটারে এবং t সেকেন্ডে প্রকাশিত । তরঙ্গের বেগ

(A) 100π m/s        (B) 50π m/s        (C) 25π m/s        (D) π m/s

 

38.  একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নিম্নলিখিত সম্পর্ক মেনে চলে x = x0 sin 2π(nt – x/λ) । সর্বোচ্চ কণার বেগ তরঙ্গের বেগের চার গুণ হবে যদি :

(A) λ=πx04        (B) λ=2πx0       (C) λ=πx02        (D) λ=4πx0

 

39. –20°C তাপমাত্রায় একখন্ড বরফকে তাপ প্রয়োগে ধীরে ধীরে 100°C তাপমাত্রায় বাষ্পে পরিণত করা হল । যে লেখ চিত্রটি এই ঘটনাকে সর্বাপেক্ষা সুচারুভাবে প্রকাশ করে সেটি হল

 

40.  সম্পূর্ণরূপে বায়ু নিষ্কাশিত 27°C তাপমাত্রায় প্রকোষ্ঠে দুটি কৃষ্ণ বস্তুকে যাদের তাপমাত্রা যথাক্রমে 327°C ও 427°C রাখা হয় তাহলে বস্তুদ্বয় দ্বারা তাপাঙ্ক হারের অনুপাত হবে :

(A) 67       (B) (67)2       (C) (67)3        (D) 243464

 

41.  সম উষ্ণতা ও চাপে H2 গ্যাস, CnH2n–2 আণবিক সংকেত বিশিষ্ট একটি হাইড্রোকার্বনের তুলনায় 33 গুণ হারে ব্যাপিত হয় । ‘n’ -এর মান কত ?

(A) 1      (B) 4      (C) 3       (D) 8

 

42.  এর দ্বিমেরু ভ্রামক 1.5D হলে,  এর দ্বিমেরু ভ্রামক হবে

(A) 1.5 D      (B) 2.25 D        (C) 1 D      (D) 3 D

 

43.  নিম্নের তাপগতীয় সম্পর্কগুলির মধ্যে কোনটি সঠিক ?

(A) dG = VdP – SdT       (B) dE = PdV + TdS       (C) dH = – VdP + TdS        (D) dG = VdP + SdT

 

44.  অত্যধিক বেশী পরিমাণ জলের উপস্থিতিতে একটি জৈব ক্লোরাইডের আদ্র বিশ্লেষণে, RCI + H2O → ROH +HCl

(A) বিক্রিয়ার আণবিকতা এবং ক্রম উভয়েই 2

(B) বিক্রিয়ার আণবিকতা 2 কিন্তু ক্রম 1

(C) বিক্রিয়ার আণবিকতা 1 কিন্তু ক্রম 2

(D) বিক্রিয়ার আণবিকতা এবং ক্রম উভয়ই 1

 

45.  pH = 10 এ একটি হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব

(A) 0.59 V       (B) 0.00 V        (C) – 0.59 V       (D) – 0.059 V

 

46.  নিম্নলিখিত সাম্যটিতে Kc -র মান গণনা কর যদি Kp = 167 এবং T = 800°C হয় CaCO3(s)CaO(s)+CO2(g)

(A) 1.95       (B) 1.85       (C) 1.89        (D) 1.60

 

47.  একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়াটি তাপ উদ্গীরক হলে কোনটি ঠিক ?

(A) বিপরীত বিক্রিয়াটির সক্রিয়ন শক্তি সম্মুখ বিক্রিয়ার চেয়ে বেশী হবে ।

(B) বিপরীত ও সম্মুখ বিক্রিয়ার সক্রিয়ন শক্তি একই হবে ।

(C) বিপরীত বিক্রিয়াটির সক্রিয়ন শক্তি সম্মুখ বিক্রিয়ার চেয়ে কম ।

(D) কোন সক্রিয়ন শক্তির প্রয়োজন নাই কারণ বিক্রিয়াটিতে শক্তি নির্গত হয় ।

 

48.  সমারফেল্ড-কৃত বোর তত্ত্বের সংশোধনীতে হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রনের গতিপথ হয়

(A) একটি নির্ভুল উপবৃত্ত       

(B) একটি বদ্ধ উপবৃত্তাকার বক্ররেখা, যার একটি দিক (নিউক্লিয়াসের নিকটস্থ দিক) অপেক্ষাকৃত সরু এবং অপরদিক (নিউক্লিয়াসের থেকে দূরের দিক) চওড়া

(C) একটি গোলকের তলে অবস্থিত একটি বদ্ধ লুপ

(D) একটি রোজেট

 

49.  জলীয় দ্রবণে সোডিয়াম থায়োসালফেট ও আয়োডিনের বিক্রিয়ায় সোডিয়াম থায়োসালফেটের তুল্যাংকভার হবে

(A) সোডিয়াম থায়োসালফেটের আণবিক গুরুত্বের সমান

(B) সোডিয়াম থায়োসালফেট ও I2 এর আণবিক গুরুত্বের গড়

(C) সোডিয়াম থায়োসালফেটের আণবিক গুরুত্বের অর্ধেক

(D) সোডিয়াম থায়োসালফেটের আণবিক গুরুত্ব x 2

 

50.  একটি 0.1 (M) HCI এবং 0.1 (M) H2SO4 দ্রবণের প্রতিটি থেকে 2ml নিয়ে মিশ্রিত করে তার মধ্যে 2ml আয়তনের 0.01 (N) NaCl দ্রবণ মিশিয়ে মোট আয়তন 6 ml করা হল । মিশ্রণের pH হবে

(A) 1.17       (B) 1.0        (C) 0.3        (D) log 2 – log 3

 

51.  4 g NaOH 250 ml জলে দ্রবীভূত করলে দ্রবণের গ্রাম আণবিকতা হবে

(A) 0.4 M        (B) 0.8 M        (C) 0.2 M        (D) 0.1 M

 

52. 16 টি প্রোটন, 18 টি ইলেকট্রন ও 16 নিউট্রন সম্বলিত বস্তুর চার্জসহ সনাক্তকরণ কর ।

(A) S1–      (B) Si2–      (C) P3–       (D) S2–

 

53. পর্যায় সারণীতে অক্সাইডগুলির ক্ষারীয় চরিত্র পরিবর্তিত হয়

(A) বাম দিক থেকে ডানদিকে বাড়ে এবং উপর থেকে নীচের দিকে কমে

(B) ডান দিক থেকে বামদিকে কমে এবং উপর থেকে নীচের দিকে বাড়ে

(C)বাম দিক থেকে ডানদিকে কমে এবং উপর থেকে নীচের দিকে বাড়ে

(D) বাম দিক থেকে ডানদিকে কমে এবং নীচ থেকে উপরের দিকে বাড়ে

 

54. নীচের মধ্যে কোনটিতে P – O – P বন্ধন আছে ?

(A) হাইপো ফসফরাস অ্যাসিড        (B) ফসফরাস অ্যাসিড       (C) পাইরো ফসফরিক অ্যাসিড        (D) অর্থোফসফরিক অ্যাসিড

 

55.  নিম্নলিখিত আয়নন শক্তির ক্রমগুলির কোনটি সঠিক ?

(A) N > O > F        (B) N < O < F        (C) N > O < F        (D) N < O < F

 

56.  ওজোন সম্পর্কীয় কোন বক্তব্যটি সঠিক নয় ?

(A) ওজোন অণুর আকৃতি কৌণিক       

(B) ওজোন দুইটি গঠনাকৃতির সংস্পন্দন         

(C) ওজোনের অক্সিজেন-অক্সিজেন বন্ধন দূরত্ব অক্সিজেন অণুর ঐ বন্ধন দূরত্বের সহিত সমান

(D) ওজোন জীবাণুনাশক এবং বায়ু পরিশোধক

 

57.  P4O10 কোন অ্যাসিডটির নিরদক ?

(A) H3PO2       (B) H3PO3        (C) H3PO4        (D) H4P2O7

 

58.  নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে পৃথিবীপৃষ্ঠে কোনটির প্রাচুর্য্য বেশী ?

(A) অ্যালুমিনিয়াম       (B) ক্যালসিয়াম        (C) ম্যাগনেসিয়াম         (D) সোডিয়াম

 

59.  নিম্নলিখিত কক্ষগুলির কোনটিতে yz তলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবতা শূন্য ?

(A) Px       (B) Py       (C) Pz        (D) dyz

 

60.  PCl5 -এ P -এর কক্ষগুলির কি ধরণের সংকরায়ণ করা হয় ?

(A) sp3d        (B) dsp3        (C) sp3d2        (D) d2sp3

 

61.  কোন মৌলটির ক্ষেত্রে নিষ্ক্রিয় ইলেকট্রন জোড়ের প্রভাব দেখা যাবে না ?

(A) Sn        (B) Fe       (C) Pb        (D) In

 

62.  নীচের কোন অণুতে হাইড্রোজেন ব্রীজ বন্ড উপস্থিত আছে ?

(A) জল        (B) অজৈব বেঞ্জিন         (C) ডাইবোরেন       (D) মিথাইল

 

63.  একটি ম্যাঙ্গনাস লবণকে KNO3 এবং কঠিন NaOH সহ উত্তাপে বিগলিত করলে Mn এর জারণ সংখ্যা +2 থেকে পরিবর্তিত হয়ে হয়

(A) +4       (B) +3       (C) +6        (D) +7

 

64.  হিমোগ্লোবিনে যে ধাতব আয়ন উপস্থিত সেটি হল

(A) Fe2+       (B) Zn2+       (C) Co2+        (D) Cu2+

 

65. অর্থো ও প্যারা হাইড্রোজেনের আছে

(A) একই রাসায়নিক ধর্ম - কিন্তু আলাদা ভৌত ধর্ম

(B) একই রাসায়নিক ও ভৌত ধর্ম

(C) একই ভৌত ধর্ম - কিন্তু আলাদা রাসায়নিক ধর্ম

(D) আলাদা ভৌত ও রাসায়নিক ধর্ম

 

66.  CO অণুর বন্ধন ক্রম হচ্ছে -

(A) 2        (B) 2.5       (C) 3       (D) 3.5

 

67.  ভিটামিন C হল

(A) সাইট্রিক অ্যাসিড        (B) ল্যাকটিক অ্যাসিড        (C) প্যারাসিটামল         (D) অ্যাসকর্বিক অ্যাসিড

 

68.  একটি অ্যালকেনকে ক্লোরিন -এর সঙ্গে মিশ্রিত অবস্থায় অতিবেগুনী রশ্মি দ্বারা বিক্রিয়া করায় একটিমাত্র ক্লোরিন প্রতিস্থাপিত যৌগ পাওয়া গেল । অ্যালকেনটি হল

(A) প্রোপেন        (B) পেন্টেন        (C) আইসোপেন্টেন        (D) নিওপেন্টেন

 

69.  কিটো-এনোল টটোমেরিসম দেখা যায় না যার মধ্যে

(A) C6H5COC6H5        (B) C6H5COCH=CH2        (C) C6H5COCH2COCH3         (D) CH3COCH2COCH3

 

70.  যখন নাইট্রোবেঞ্জিনকে ক্রমান্বয়ে বিক্রিয়া করানো হয় ক্রমান্বয়ে (i) NH4Cl/Zn dust এবং (ii) H2SO4/Na2Cr2O7 এর সাথে তখন কি উত্পন্ন হয় ?

(A) মেটা-ক্লোরো নাইট্রোবেঞ্জিন        (B) প্যারা ক্লোরো নাইট্রোবেঞ্জিন       (C) নাইট্রোসোবেঞ্জিন       (D) বেঞ্জিন

 

71.  উত্তপ্ত জল C6H5N2+Cl- এর সাথে বিক্রিয়ায় উত্পন্ন করে

(A) অ্যানিলিন        (B) বেঞ্জাইল অ্যামিন        (C) ফেনল      (D) বেঞ্জাল ডিহাইড

 

72.  অ্যাসপিরিন হল

(A) অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড

(B) বেঞ্জয়েল স্যালিসাইলিক অ্যাসিড

(C) ক্লোরো বেঞ্জয়িক অ্যাসিড

(D) অ্যানথ্রানিলিক অ্যাসিড

 

73.  XPCl5C2H5Cl

YPCl5CH3COCl

X ও Y হল

(A) (C2H5)2O এবং CH3CO2H

(B) C2H5I এবং C2H5CHO

(C) C2H5OH এবং CH3CO2H

(D) C2H5OH এবং C2H5CHO

 

74.  নিম্নলিখিত যৌগগুলির কোনটিতে সবচেয়ে বেশী হাইড্রোজেন বন্ধনের প্রমাণ পাওয়া যায় ?

(A) প্রপান –1–অল        (B) প্রপান –2–অল        (C) প্রপান –1, 2 - ডাইঅল       (D) প্রপান-1,2,3 – ট্রাইঅল

 

75.  KCN -এর সাথে AgCl -এর বিক্রিয়া ঘটানো হলে

(A) Ag অধঃক্ষিপ্ত হয়        (B) জটিল যৌগ তৈরি হয়       (C) double decomposition ঘটে        (D) কোনো বিক্রিয়া হয় না

 

76.  অ্যাসিটোনকে HCl গ্যাস দ্বারা সম্পৃক্ত করে বিক্রিয়া করালে যে যৌগ উত্পন্ন হয় সেটি নীচের কোনটি ?

(A) অ্যাসিটোন অ্যালকোহল         (B) ফোরন        (C) মেসিটাইল অক্সাইড       (D) বেঞ্জিন

 

77.  নিম্নের কোনটি কো-পলিমার (co-polymer) -এর উদাহরণ ?

(A) বুনা-এস      (B) টেফলন        (C) পিভিসি        (D) পলিপ্রপিলিন

 

78.  [A] ও [B] সনাক্ত কর নিম্নের পরিবর্তনে 22789Acβ[A]α[B]αRn

(A) Po, Rn        (B) Th, Po        (C) Ra, Th       (D) Th, Ra

 

79.  একটি মৃদু অ্যাসিড (যার বিয়োজন ধ্রুবক 10–5 ) কে জলীয় NaOH দ্রবণ দ্বারা টাইট্রেশন করা হচ্ছে । অ্যাসিডটির এক-তৃতীয়াংশ যখন প্রশমিত হয়েছে, তখন মিশ্রণটির pH হবে

(A) 5 + log 2 – log 3        (B) 5 – log 2       (C) 5 – log 3        (D) 5 – log 6

 

80.  একটি নমুনার (z=22) তেজষ্ক্রিয়তা 10 বছরে 90% হ্রাস পায় । উক্ত অর্ধায়ুকাল কত ?

(A) 5 বছর        (B) 2 বছর        (C) 3 বছর       (D) 10 বছর

***

Comments

Related Items

WBJEE Biology Question Paper 2010(Eng)

WBJEE - 2010 - Biology

1.  First Genetically modified plant commercially released in India is :

(A) Golden rice       (B) Slow ripening tomato       (C) Bt-brinjal       (D) Bt-Cotton

 

2.   Quiescent centre is found in plants at :