5. Short Questions and Answer

Submitted by administrator on Wed, 04/03/2013 - 08:13

প্রশ্ন:- শেষ মৌর্যসম্রাট কে ছিলেন ?

উত্তর:- শেষ মৌর্যসম্রাট ছিলেন বৃহদ্রথ

প্রশ্ন:- মৌর্য সাম্রাজ্যের পতন কবে হয় ?

উত্তর:- খ্রিষ্টপূর্ব ১৮৫ অব্দে মৌর্য সাম্রাজ্যের পতন হয় ।

প্রশ্ন:- মৌর্য সাম্রাজ্যের পতন কে ঘটান ?

উত্তর:- মৌর্য সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান ।

প্রশ্ন:- সারনাথ স্তম্ভের শীর্ষে কী মূর্তি রয়েছে ?

উত্তর:- সারনাথ স্তম্ভের শীর্ষে সিংহমূর্তি রয়েছে ।

প্রশ্ন:- সারনাথ স্তম্ভের শীর্ষে কী চক্র আছে ?

উত্তর:- সারনাথ স্তম্ভের শীর্ষে অশোকচক্র আছে ।

প্রশ্ন:- সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর:- সিমুক সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ।

প্রশ্ন:- কণিষ্কের রাজধানীর নাম কী ছিল ?

উত্তর:- কণিষ্কের রাজধানীর নাম ছিল পুরুষপুর

প্রশ্ন:- কণিষ্কের শ্রেষ্ঠ শিল্পকীর্তি কোনটি  ?

উত্তর:- কণিষ্কের শ্রেষ্ঠ শিল্পকীর্তি হল পেশোয়ারে নির্মিত ৬৩৮ ফুট উচ্চতা বিশিষ্ট বৌদ্ধ মঠ

প্রশ্ন:- কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে ?

উত্তর:- কুষাণ রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে ।

প্রশ্ন:- কুষাণযুগে কোন শিল্পরীতির প্রসার ঘটে ?

উত্তর:- কুষাণযুগে গান্ধার শিল্পরীতির প্রসার ঘটে ।

প্রশ্ন:- গান্ধার শিল্পরীতি কোন কোন শিল্পরীতির সংমিশ্রণ ?

উত্তর:- গান্ধার শিল্পরীতি ছিল গ্রিক, রোমান ও ভারতীয় শিল্পরীতির সংমিশ্রণ ।

প্রশ্ন:- গৌতমীপুত্র সাতকর্ণী কোন শক রাজাকে পরাজিত করেন ?

উত্তর:- গৌতমীপুত্র সাতকর্ণী শক্তিশালী শক  ক্ষত্রপ নহপান-কে পরাজিত করেন ।

প্রশ্ন:- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে  ?

উত্তর:- গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত , মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত 

প্রশ্ন:- শকারি উপাধি কে গ্রহন করেছিলেন ?

উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি উপাধি গ্রহন করেছিলেন ।

প্রশ্ন:- শকারি কাকে বলা হয় ?

উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে শকারি বলা হয় ।

প্রশ্ন:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে কেন শকারি বলা হয় ?

উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারি বলা হয় কারণ তিনি পশ্চিম ভারত থেকে শক আধিপত্যের অবসান ঘটান

প্রশ্ন:- কোন ভারতীয় সম্রাটকে কিংবদন্তির বিক্রমাদিত্য হিসেবে মেনে নেওয়া হয়  ?

উত্তর:- গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কিংবদন্তির বিক্রমাদিত্য হিসেবে মেনে নেওয়া হয় ।

প্রশ্ন:- খ্রিস্টীয় পঞ্চম শতাব্দিতে কোন বিদেশি জাতি ভারত আক্রমণ করে ?

উত্তর:- খ্রিস্টীয় পঞ্চম শতাব্দিতে হুন জাতি ভারত আক্রমণ করে ।

প্রশ্ন:- ফা-হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন ?

উত্তর:- ফা-হিয়েন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন  ।

প্রশ্ন:- ফা-হিয়েন কে ছিলেন ?

উত্তর:- ফা-হিয়েন চীনদেশীয় পরিব্রাজক ছিলেন  ।

প্রশ্ন:- ফা-হিয়েন-এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম কী ?

উত্তর:- ফা-হিয়েন-এর ভারত সংক্রান্ত গ্রন্থটির নাম ফো-কুও-কি

প্রশ্ন:- গুপ্ত বংশের শেষ গুপ্ত সম্রাটের নাম কী ?

উত্তর:- গুপ্ত বংশের শেষ গুপ্ত সম্রাটের নাম দ্বিতীয় জীবিত গুপ্ত ।

প্রশ্ন:- কোন গুপ্ত সম্রাট পরাক্রমাঙ্ক উপাধি গ্রহন করেন ?

উত্তর:- গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত পরাক্রমাঙ্ক উপাধি গ্রহন করেন  ।

প্রশ্ন:- কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় ?

উত্তর:- গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কে ভারতের নেপোলিয়ান বলা হয় ।

প্রশ্ন:- এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?

উত্তর:- সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণ এলাহাবাদ প্রশস্তি রচনা করেন ।

প্রশ্ন:- এলাহাবাদ প্রশস্তিতে কিসের বর্ণনা আছে  ?

উত্তর:- এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের রাজ্যজয়ের বর্ণনা আছে ।

প্রশ্ন:- কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত ?

উত্তর:-  গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কবিরাজ নামে খ্যাত ।

প্রশ্ন:- কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ?

উত্তর:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্ত  হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ।

প্রশ্ন:- ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয় ?

উত্তর:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় ।

প্রশ্ন:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে কেন ভারতের রক্ষাকারী রাজা বলা হয়  ?

উত্তর:- গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় কারণ তিনি হুন আক্রমণ প্রতিরোধে সমর্থ হন ।

প্রশ্ন:- বিশাখদত্ত রচিত নাটক দেবীচন্দ্রগুপ্তম থেকে কী জানা যায় ?

উত্তর:- বিশাখদত্ত রচিত নাটক দেবীচন্দ্রগুপ্তম থেকে সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্তের মধ্যবর্তী সম্রাট রামগুপ্ত প্রসঙ্গে জানা যায়

প্রশ্ন:- বুদ্ধচরিতের রচয়িতা কে ?

উত্তর:- বুদ্ধচরিতের রচয়িতা হল অশ্বঘোষ

প্রশ্ন:- বিশাখদত্ত রচিত নাটকটির নাম কী  ?

উত্তর:- বিশাখদত্ত রচিত নাটকটির নাম দেবীচন্দ্রগুপ্তম

প্রশ্ন:- হর্ষবর্ধন দাক্ষিনাত্যের কোন রাজার কাছে পরাজিত হয়েছিলেন ?

উত্তর:- হর্ষবর্ধন দাক্ষিনাত্যের চালুক্যরাজ দ্বিতীয় পুলাকেশীর কাছে পরাজিত হয়েছিলেন ।

প্রশ্ন:- গৌড় সার্বভৌম রাজ্যটির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- গৌড় সার্বভৌম রাজ্যটির প্রতিষ্ঠাতা ছিলেন গৌড়রাজ শশাংক

প্রশ্ন:- বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন ?

উত্তর:- গৌড়রাজ শশাংক বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন ।

প্রশ্ন:- থানেশ্বর রাজ্য কে স্থাপন করেন ?

উত্তর:- প্রভাকরবর্ধন থানেশ্বর রাজ্য স্থাপন করেন ।

প্রশ্ন:- হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল ?

উত্তর:- হর্ষবর্ধনের রাজধানী ছিল কনৌজ

প্রশ্ন:- মিহিরকুল কে ছিলেন ?

উত্তর:- মিহিরকুল ছিলেন একজন হুন নেতা

প্রশ্ন:- হিউয়েন-সাঙ কে ছিলেন  ?

উত্তর:- হিউয়েন-সাঙ ছিলেন চিনদেশীয় পরিব্রাজক যিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন ।

প্রশ্ন:- প্রাচীন ভারতে উত্তরাপথের সর্বাধিনায়ক বা সকল উত্তরপথনাথ কাকে বলা হত ?

উত্তর:- হর্ষবর্ধন কে প্রাচীন ভারতে উত্তরাপথের সর্বাধিনায়ক বা সকল উত্তরপথনাথ বলা হত ।

প্রশ্ন:- হিউয়েন-সাঙ রচিত বিবরণীর নাম কী ?

উত্তর:- হিউয়েন-সাঙ রচিত বিবরণীর নাম সি-ইউ-কি

প্রশ্ন:- প্রয়াগের মেলা কি নামে পরিচিত ছিল ?

উত্তর:- প্রয়াগের মেলা মহামোক্ষ ক্ষেএ নামে পরিচিত ছিল ।

প্রশ্ন:- হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চিনদেশীয় পরিব্রাজক ভারতে আসেন ?

উত্তর:- হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন-সাঙ ভারতে আসেন ।

প্রশ্ন:- হর্ষচরিত কে রচনা করেন ?

উত্তর:- বাণভট্ট হর্ষচরিত রচনা করেন ।

প্রশ্ন:- ত্রি-শক্তি সংগ্রাম কোন কোন রাজ্যের মধ্যে হয়েছিল ?

উত্তর:- ত্রি-শক্তি সংগ্রাম পাল, প্রতিহার,ও রাষ্ট্রকুট বংশের মধ্যে হয়েছিল ।

প্রশ্ন:- মাৎস্যন্যায়ের যুগ বলতে কি বোঝায় ?

উত্তর:- বাংলার শশাঙ্কের পরবর্তী যুগের অরাজকতাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিকে  মাৎস্যন্যায়ের যুগ বলে 

প্রশ্ন:- বাংলার প্রথম নির্বাচিত নরপতি কে ?

উত্তর:- গোপালদেব বাংলার প্রথম নির্বাচিত নরপতি ।

প্রশ্ন:- সেন বংশের শেষ রাজা কে ছিলেন ?

উত্তর:- সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেন মতান্তরে কেশব সেন ।

প্রশ্ন:- তুঙ্গভদ্রা নদী কোথায় অবস্থিত ?

উত্তর:- দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ অঞ্চলে তুঙ্গভদ্রা নদী অবস্থিত ।

Related Items

12. Short Questions and Answer

প্রশ্ন:- সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে ?

উত্তর:- ১৭৬৩ খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে ।

প্রশ্ন:- বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয় ?

11. Short Questions and Answer

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন ?

উত্তর:- ১৬১৫ খিস্টাব্দে  স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয় ?

উত্তর:- ১৬৯০ খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়।

10. Short Questions and Answer

প্রশ্ন:-  কবি ফিরদৌসি কার সভা অলংকৃত করে ছিলেন ?

উত্তর:- কবি ফিরদৌসি গজনির সুলতান মামুদের সভা অলংকৃত করে ছিলেন ।

প্রশ্ন:-  খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- আমির খসরু খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা ।

Short Questions and Answer

প্রশ্ন:- সুলেহ কুল শব্দের অর্থ কী ?

উত্তর:- সুলেহ কুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা

প্রশ্ন:- জাহাঙ্গীর কে ছিলেন ?

উত্তর:- জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র ও পরবর্তীকালে মোগল সম্রাট ।

প্রশ্ন:- জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন ?

8. Short Questions and Answer

প্রশ্ন:- ইলতুৎমিস কে ছিলেন ?

উত্তর:- ইলতুৎমিস ছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবকের জামাতা , পরবর্তীকালে দিল্লীর সুলতান

প্রশ্ন:- ইলতুৎমিসের রজত্বের সময়কাল কী ছিল ?