হ্রদ অঞ্চলের কৃষিতে উন্নতির কারণ :- (১) তরঙ্গায়িত ও বিস্তীর্ণ সমতলভূমি, (২) নাতিশীতোষ্ণ ও আর্দ্র জলবায়ু, (৩) পরিমিত বৃষ্টিপাত ( ৫০ থেকে ৬০ সে.মি.), (৪) উর্বর কৃষ্ণ মৃত্তিকা এবং (৫) উন্নত যান্ত্রিক কৃষি ব্যবস্থার জন্য হ্রদ অঞ্চলে কৃষির বিশেষত ভুট্টা চাষের উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে । হ্রদ অঞ্চলের দক্ষিণাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের তথা পৃথিবীর শ্রেষ্ঠ ভুট্টা উৎপাদক অঞ্চল । একে হ্রদ অঞ্চলের ভুট্টা বলয় বলে । এই ভুট্টা প্রধানত পশুখাদ্যের জন্য ব্যবহৃত হয় । হ্রদ অঞ্চলে উত্তরাংশের তৃণভূমিতে পশু খাদ্যের জন্য ‘হে’ এবং অন্যান্য ঘাষের চাষ করা হয় । হ্রদ অঞ্চলের অন্যান্য ফসল হল— গম, যব, রাই, ওট, সয়াবিন, বিট প্রভৃতি । এছাড়া হ্রদের তীরবর্তী ঢালু জমিতে আঙ্গুর, আপেল, পীচ প্রভৃতি ফলের চাষ হয় ।
***
- 8176 views