নিউক্লিয়াসের গঠন ও নিউক্লীয় বল

Submitted by arpita pramanik on Sun, 01/06/2013 - 20:02

নিউক্লিয়াসের গঠন ও নিউক্লীয় বল (Structure of Atomic Nucleus and Nuclear force)

নিউক্লিয়াসের গঠন (Structure of Nucleus)

[i] সমগ্র পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তন খুবই ছোটো । পরমাণুকে একটি গোলক কল্পনা করলে এর ব্যাসার্ধ প্রায় 10-10 মিটার, যেখানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ প্রায় 10-14; অর্থাৎ পরমাণুর ব্যাসার্ধের প্রায় 1/1000.00 ভাগ ।

[ii] নিউট্রন কণা আবিষ্কারের পর জানা যায় যে, পরমাণুর নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দিয়ে গঠিত । নিউক্লিয়াসে কোনো ইলেকট্রন থাকে না ।

[iii] নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের সংখ্যা বিভিন্ন মৌলের ক্ষেত্রে বিভিন্ন । তবে হাইড্রোজেন নিউক্লিয়াসে কেবলমাত্র একটি প্রোটন আছে, কোনো নিউট্রন নেই ।

[iv] নিউক্লিয়াসের মূল কণাগুলিকে (প্রোটন ও নিউট্রন) সাধারণভাবে নিউক্লিয়ন (nucleon) বলা হয় ।

[v] প্রোটন ও নিউট্রনের মোট ভর হল ওই নিউক্লিয়াসের ভর । আবার ইলেকট্রনের ভর প্রোটন বা নিউট্রনের ভরের তুলনায় নগণ্য হওয়ায় নিউক্লিয়াসের ভরই প্রকৃতপক্ষে সমগ্র পরমাণুটির ভরের সমান ।

[vi] নিউক্লিয়াসের ভর সামান্য হলেও এর আয়তন খুব ছোটো হওয়ায় নিউক্লিয়াসের ঘনত্ব খুব বেশি ।

[vii] নিউক্লিয়াসের প্রোটনগুলির মোট ধনাত্মক আধানই হল নিউক্লিয়াসের আধান ।

[viii] নিউক্লিয়াস হল পরমাণুর সবচেয়ে সুস্থিত (stable) অংশ ।

নিউক্লীয় বল (Nuclear force)

পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনগুলি দৃঢ়ভাবে জোটবদ্ধ অবস্থায় থাকে । কিন্তু সমজাতীয় ধনাত্মক আধানযুক্ত প্রোটনগুলি পরস্পর বিকর্ষিত না হয়ে এক জায়গায় রয়েছে । এটা ব্যাখ্যা করতে ধরা হয় যে, নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের মধ্যে প্রতিনিয়ত পারস্পরিক রূপান্তর ঘটছে । এই রূপান্তরের ফলে তাদের মধ্যে স্বল্পপাল্লার (দুরত্ব = 10-12 সেমি. প্রায়) বিশেষ এক তীব্র আকর্ষণ জনিত বলের উদ্ভব হয় । এই আকর্ষণ বলের নাম নিউক্লীয় বল । এই আকর্ষণ বলের প্রভাবেই সমধর্মী প্রোটন কণা এবং নিস্তড়িৎ নিউট্রন কণা পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে জোট বেঁধে থাকতে পারে এবং নিউক্লিয়াস স্থায়ী এবং সুস্থিত হয় ।

নিউক্লীয় বলের প্রকৃতি:- 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী য়ুকাওয়া (Yukawa) নিউক্লীয় বলের প্রকৃতি নির্ধারণে মেসন তত্ত্বের (Meson theory) উদ্ভাবন করেন । এই তত্ত্ব অনুসারে, প্রোটন ও নিউট্রনের নিজ নিজ সত্বা স্থায়ী নয় । নিউক্লিয়াসের ভিতরে প্রোটন-নিউট্রনের মধ্যে আধানযুক্ত মেসন কণার (π+ ও π-) ভর ইলেকট্রনের ভরের 273 গুণ, পারস্পরিক আদান-প্রদানের ফলে সর্বদা নিউট্রন → প্রোটনে এবং প্রোটন → নিউট্রনে রূপান্তরিত হয় (নিউট্রন → প্রোটন + π- এবং প্রোটন → নিউট্রন + π+) এবং এর ফলে উদ্ভুত তীব্র আকর্ষণ বলের প্রভাবে প্রোটন ও নিউট্রন একজোটে আবদ্ধ থাকে । আবার প্রোটন → প্রোটনকে কিংবা নিউট্রন → নিউট্রনকে আবদ্ধ করার জন্য দায়ী নিস্তড়িৎ মেসন কণার (πo) বিনিময় (প্রোটন → প্রোটন + πo এবং নিউট্রন → নিউট্রন + πo) । 1943 খ্রিস্টাব্দে পরীক্ষায় এইসব মেসন কণার অস্তিত্ব স্বীকৃত হয়েছে ।

ভর, আধান, ব্যাসার্ধ এবং অবস্থানের পরিপেক্ষিতে পরমাণুর মূল তিনটি কণার মধ্যে তুলনা:-

কণার নামও চিহ্ন

ভর

(গ্রাম)

আধানের প্রকৃতি

আধানের পরিমাণ

ব্যাসার্ধ (সেমি.)

অবস্থান

ইলেকট্রন

(e বা 1e0)

9.11 x 10-28

ঋণাত্মক

আধানযুক্ত

4.8 x 10-10 e.s.u. বা

1.602 x 10-19 কুলম্ব

2.8 x 10-13

নিউক্লিয়াসের বাইরে

বিভিন্ন কক্ষে

প্রোটন

(p বা 1H1)

1.6725 x 10-24

ধনাত্মক

আধানযুক্ত

4.8 x 10-10 e.s.u. বা

1.602 x 10-19 কুলম্ব

1.2 x 10-13

পরমাণুর কেন্দ্রে

অর্থাৎ নিউক্লিয়াসে

নিউট্রন

(n বা 0n1)

1.675 x 10-24 নিস্তড়িৎ  0 (শুন্য) 1.2 x 10-13

পরমাণুর কেন্দ্রে

অর্থাৎ নিউক্লিয়াসে

*****

Related Items

সমযোজ্যতা (Covalent)

সমযোজ্যতা: অনেকক্ষেত্রে দুটি পরমাণু সংযোগের সময় প্রত্যেক পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ থেকে একটি করে ইলেকট্রন এসে ইলেকট্রন জোড় সৃষ্টি করে । এই রকম এক বা একাধিক ইলেকট্রন জোড় উভয় পরমাণুর মধ্যে সাধারণভাবে থেকে যৌগ গঠন করে । এই ধরনের যৌগ তৈরি হওয়ার ...

রাসায়নিক বন্ধনী

দুই বা ততোধিক মৌলের রাসায়নিক সংযোগে যৌগ গঠিত হয় । রাসায়নিক বিক্রিয়ায় মৌলের পরমাণুগুলিই অংশগ্রহণ করে । সকল যৌগের রাসায়নিক সংস্থিতি সুনির্দিষ্ট এবং এতে বিভিন্ন মৌলের পরমাণুগুলি সরল অনুপাতে যুক্ত থাকে । অপর মৌলের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠনের ...

আধুনিক দীর্ঘ পর্যায়-সারণি

IUPAC - এর সুপারিশ অনুযায়ী উপশ্রেণি A এবং উপশ্রেণি B -এর অবস্থান নিয়ে পূর্বে যে মতবাদ ছিল তা দূর করে দীর্ঘ পর্যায়-সারণির আধুনিক রূপটি প্রকাশ করা হয়েছে । আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে ক্রমবর্ধমান পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলগুলিকে মোট 7টি ...

মেন্ডেলিফের পর্যায়-সারণিতে কতকগুলি মৌলের অবস্থান

মেন্ডেলিফের পর্যায়-সারণি ত্রুটি মুক্ত নয় । তবুও এর অবদান অনেক । মেন্ডেলিফের পর্যায়-সারণিতে H2 -এর স্থান সুনির্দিষ্ট নয় । হাইড্রোজেন একযোজী এবং একদিকে যেমন IA -শ্রেণির অন্তর্ভুক্ত Li, Na, K....ইত্যাদি ক্ষার ধাতুগুলির মতো ব্যবহার করে, আবার অন্যদিকে VIIB-শ্রেণির অন্তর্ভুক্ত ...

পর্যায় এবং শ্রেণিতে মৌলসমূহের ধর্মের পর্যাবৃত্ততা এবং তাদের পরিবর্তনশীলতা

পর্যায় এবং শ্রেণিতে মৌলসমূহের ধর্মের পর্যাবৃত্ততা এবং তাদের পরিবর্তনশীলতা

Periodic properties and their variation inPeriods and Groups

পর্যায়-সারণিতে একই শ্রেণির একই উপশ্রেণিভুক্ত মৌলদের ধর্মের মিল এবং অমিল দেখা যায় যেমন— হাইড্রোজেন ছাড়া উপশ্রেণি IA -এর সব মৌলগুলির উচ্চ পরা-তড়