আয়ন ও ক্যাটায়ন (Anion and Cation) :
► আয়ন (Ions) : সাধারণ অবস্থায় যে-কোনো পরমাণু নিস্তড়িৎ । অর্থাৎ পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা = ইলেকট্রন সংখ্যা । যখন কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন গৃহিত হয়, তখন ওই পরমাণুটি তড়িৎগ্রস্থ কণায় পরিণত হয় । এই তড়িৎগ্রস্থ পরমাণুকে আয়ন বলে । পরমাণুর চেয়ে আয়ন বেশি সুস্থিত ।
• ক্যাটায়ন (Cation) : কোনো পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জিত হলে পরমাণুটি ধনাত্মক তড়িৎগ্রস্থ হয়ে ক্যাটায়নে পরিণত হয় । যেমন— Na - e → Na+ ; Ca - 2e → Ca++ ইত্যাদি ।
• অ্যানায়ন (Anion) : কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক তড়িৎগ্রস্থ হয়ে অ্যানায়নে পরিণত হয় । যেমন— Cl + e → Cl- ; S + 2e → S= ইত্যাদি ।
• মূলক আয়নের উদাহরণ : একাধিক পরমাণুর সমষ্টি অর্থাৎ, মূলক তড়িৎগ্রস্থ হতে পারে । যেমন— অ্যামোনিয়াম (NH+4) আয়ন, নাইট্রেট (NO-3) আয়ন ইত্যাদি ।
*****
- 13748 views