Submitted by arpita pramanik on Mon, 10/08/2012 - 21:06

তাপ (Heat) :

তাপ সম্বন্ধে আমাদের সকলেরই একটা ধারণা আছে । গরম জলে হাত দিলে গরম লাগে আবার বরফে হাত দিলে ঠান্ডা লাগে । যে বাহ্যিক কারণে আমাদের গরম বা ঠাণ্ডার অনুভূতি হয় তাকে তাপ বলে ।

পদার্থের মতো তাপের কোন বর্ণ গন্ধ আকার-আয়তন কিংবা ভর নেই । কোন পদার্থের তাপ প্রয়োগ করলে বস্তুটি গরম হয় আবার তা বর্জন করলে বস্তুটি ঠান্ডা হয় । তাই বলা যায়, যা গ্রহণ করলে কোন বস্তু গরম হয় এবং বর্জন করলে ঠান্ডা হয় তাকে তাপ বলে ।

সংজ্ঞা (Definition) :  তাপ এক প্রকার শক্তি, যা গ্রহণ করলে কোন বস্তু গরম হয়ে ওঠে এবং বর্জন করলে ঠান্ডা হয়ে যায় তাকে তাপ বলে ।

তাপ পরিমাপের একক (Units of measurement of heat ) : C.G.S   পদ্ধতিতে তাপ পরিমাপের একক ক্যালোরি (Calorie) এবং SI পদ্ধতিতে জুল (Joule) ।

ক্যালোরি : 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1°C বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে ।

নিম্নলিখিত তাপ সম্পর্কিত বিষয়গুলি বিস্তারিত আলোচনা করা হয়েছে

► তাপের স্বরূপ (Nature of Heat), তাপ এক ধরনের শক্তি (Heat is a form of energy), উষ্ণতা বা তাপমাত্রা (Temperature), তাপ ও উষ্ণতার মধ্যে পার্থক্য (Difference between Heat and Temperature).

► উষ্ণতার পরিমাপ (Measurement of Temperature)

•  পারদ থার্মোমিটারের গঠন 

•  ডাক্তারি থার্মোমিটার

•  সুবেদী থার্মোমিটারের বৈশিষ্ট্য 

► থার্মোমিটার স্কেল [Thermometric Scale]

•  নিম্ন-স্থিরাঙ্ক [Lower fixed point] 

•  ঊর্ধ্ব-স্থিরাঙ্ক [Upper fixed point]

•  প্রাথমিক অন্তর [Fundamental interval]

[a] সেলসিয়াস স্কেল [Celsius Scale]

[b] ফারেনহাইট স্কেল [Farenheit Scale]

► সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক 

► তাপ পরিমাপের একক [Unit of measurement of heat]

• ক্যালোরি [Calorie]

• জুল [joule]

► তাপের পরিমাপ নির্ণায়ক বিষয়সমূহ [Factors determining the quantities of heat]

• ভরের উপর নির্ভরশীলতা 

• উষ্ণতার উপর নির্ভরশীলতা

• বস্তুর প্রকৃতির উপর নির্ভরশীলতা

► আপেক্ষিক তাপ [Specific heat]

[ক] CGS পদ্ধতিতে আপেক্ষিক তাপের সংজ্ঞা

[খ] SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের সংজ্ঞা

► ক্যালোরিমিতির মূলনীতি [Principle of Calorimetry]

► বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ 

► বস্তুর তাপগ্রাহিতা বা তাপধারকত্ব [Thermal capacity of a body]

[ক] CGS পদ্ধতিতে

[খ] SI পদ্ধতিতে 

► বস্তুর জলসম [Water equivalent of a body]

[ক] CGS পদ্ধতিতে, বস্তুর জলসম W = ms গ্রাম ।

[খ] SI পদ্ধতিতে, বস্তুর জলসম কেজি ।

► তাপগ্রাহিতা ও জলসমের পার্থক্য

*****

Comments

Related Items

হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার

রসায়নাগারে হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই প্রয়োজনীয় বিকারক । ক্লোরিনের শিল্পোত্পাদনে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার হয় । অ্যাকুয়া রিজিয়া (অম্লরাজ) প্রস্তুতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার হয়, যা সোনা গলাতে দরকার হয় । রঞ্জন শিল্পে, চর্ম শিল্পে, লোহার ওপর দস্তা ...

হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ

সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অদ্রাব্য সিলভার ক্লোরাইডের থকথকে সাদা অধঃক্ষেপ পাওয়া যায় । এই অধঃক্ষেপ নাইট্রিক অ্যাসিড -তে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সিড -এ দ্রাব্য । হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে ক্লোরিন এবং হাইড্রোজেন ...

হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ধর্ম

হাইড্রোজেন ক্লোরাইড বর্ণহীন, শ্বাসরোধী, ঝাঁঝালো গন্ধযুক্ত, অম্লস্বাদ বিশিষ্ট গ্যাস । হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বাতাসের চেয়ে প্রায় 1.3 গুণ ভারী, এর বাষ্পীয় ঘনত্ব 18.25। এই গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য, 0°C উষ্ণতায় এবং প্রমাণ চাপে 1 সিসি জলে 450 সিসি হাইড্রোজেন ক্লোরাইড ...

হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতি

HCl -এর জলীয় দ্রবণ অর্থাৎ, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতি: গ্যাসীয় অবস্থায় HCl -কে হাইড্রোজেন ক্লোরাইড বলে । এই গ্যাসের জলীয় দ্রবণকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে । উত্পন্ন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে জলে দ্রবীভূত করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় । ...

হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড

1648 খ্রিস্টাব্দে বিজ্ঞানী গ্লোবার রক সল্ট ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করেন । বিজ্ঞানী প্রিস্টলী 1772 খ্রিস্টাব্দে সমুদ্রের লবণ থেকে হাইড্রোজেন ক্লোরাইড প্রস্তুত করেন । তিনিএই অ্যাসিডের নাম দেন সামুদ্রিক অ্যাসিড ...