বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ :
মনে করি কোনো বস্তুর ভর = m গ্রাম, আপেক্ষিক তাপ = s, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞানুযায়ী CGS পদ্ধতিতে—
1 গ্রাম বস্তুর 1oC উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপ = s ক্যালোরি
m গ্রাম বস্তুর 1oC উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপ = ms ক্যালোরি
সুতরাং, m গ্রাম বস্তুর toC উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপ = mst ক্যালোরি
অতএব, গৃহীত বা বর্জিত তাপ H = mst ক্যালোরি ।
অর্থাৎ, গৃহীত বা বর্জিত তাপ = বস্তুর ভর x আপেক্ষিক তাপ x উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ।
SI পদ্ধতি : বস্তুর ভর = m kg, আপেক্ষিক তাপ = s J/kgK এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস = TK হলে, বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ H = msT জুল (joule) ।
*****
- 3929 views