চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া

Submitted by arpita pramanik on Sun, 01/27/2013 - 22:08

চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া (Action of electric current on magnet) :

কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় । ওই তারের কাছে একটি  চুম্বক শলাকা থাকলে শলাকাটি বিক্ষিপ্ত হয় । একে চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া বলে । 1820 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওরস্টেড সর্বপ্রথম চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের এই ফল লক্ষ করেন ।

ওরস্টেডের পরীক্ষা : একটি পরিবাহী তার XY একটি ফ্রেমে আটকানো আছে । তারটির নীচে একটি চুম্বক শলাকা NS রাখা আছে । শলাকাটি অনুভূমিক তলে নিজের অক্ষের চারিদিকে বাধাহীনভাবে ঘুরতে পারে । অতএব মুক্ত অবস্থায় শলাকাটি উত্তর-দক্ষিণ বরাবর থাকবে । ফ্রেমটি ঘুরিয়ে XY তারকে শলাকার সমান্তরাল করা হল । ছবিতে ডট ডট রেখা দিয়ে ওই অবস্থান দেখানো হয়েছে ।

পর্যবেক্ষণ : তারটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে সঙ্গে সঙ্গে শলাকাটি বিক্ষিপ্ত হয় । যদি তারটি শলাকার নীচু দিয়ে যায় তবে শলাকার বিক্ষেপ উল্টো দিকে হবে । অথবা তড়িৎ-প্রবাহের অভিমুখ X থেকে Y -এর দিকে না করে উল্টে Y থেকে X -এর দিকে করলে শলাকার বিক্ষেপ উল্টো দিকে হবে । শলাকার বিভিন্ন অবস্থা পাশের চিত্রে (i) অবস্থান,  (ii) অবস্থান,  (iii) অবস্থান দেখানো হয়েছে যখন পরিবাহী চুম্বকের ওপরে রাখা হয় এবং  (iv) অবস্থান, (v) অবস্থান, (vi) অবস্থান দেখানো হয়েছে যখন পরিবাহী চুম্বকের নীচে রাখা হয় । আবার, তারকে যদি পূর্ব-পশ্চিমে অর্থাৎ, চুম্বক শলাকার লক্ষের লম্বভাবে রেখে প্রবাহ পাঠানো হয়, তাহলে শলাকার কোনো বিক্ষেপ হবে না

তারের অবস্থান, তড়িৎপ্রবাহের অভিমুখ ও শলাকার উত্তর মেরুর বিক্ষেপের অভিমুখ সম্পর্কে ওরস্টেডের পরীক্ষার ফল নীচের তালিকায় দেখানো হল ।

পরিবাহী তারের অবস্থান তড়িৎ-প্রবাহের অভিমুখ   শলাকার উত্তর মেরুর বিক্ষেপের
১. চুম্বক শলাকার ওপরে দক্ষিণ থেকে উত্তরে  A → B পশ্চিমদিকে
২. চুম্বক শলাকার ওপরে উত্তর থেকে দক্ষিণে  B → A পূর্বদিকে
৩. চুম্বক শলাকার নীচে  দক্ষিণ থেকে উত্তরে  A → B পূর্বদিকে
৪. চুম্বক শলাকার নীচে উত্তর থেকে দক্ষিণে  B → A পশ্চিমদিকে

৫. চুম্বক শলাকার ওপরে বা নীচে

পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে বিক্ষেপ নেই

 

চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ নির্ণয়ের নিয়ম (Rule for the direction of deflection of a magnetic needle) : তড়িৎপ্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ কোন দিকে হবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দ্বারা তা প্রকাশ করা যায় ।

অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম (Ampere’s swimming rule) : একজন লোক তড়িৎবাহী তার বরাবর তড়িৎপ্রবাহের অভিমুখে দুহাত দুদিকে ছড়িয়ে এমনভাবে সাঁতার কেটে যাচ্ছে যেন তার মুখ সর্বদা চুম্বকের দিকে আছে । এই অবস্থায়, লোকটির বামহাত যেদিকে ছাড়ানো থাকে, সেই দিকেই চুম্বক শলাকার উত্তর মেরুটি বিক্ষিপ্ত হবে, অর্থাৎ দক্ষিণ মেরুটি ওই ব্যক্তির ডানহাতের দিকে বিক্ষিপ্ত হবে ।

*****

Comments

Related Items

ব্লিচিং পাউডার বা বিরঞ্জক চূর্ণ

ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরো-হাইপোক্লোরাইট । ব্লিচিং পাউডার থেকে ক্লোরিনের ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় । ব্লিচিং পাউডার জলীয় বাষ্প শোষণ করে, জলের সঙ্গে আংশিক বিক্রিয়া করে ক্যালশিয়াম ক্লোরাইড ও ক্যালশিয়াম হাইপো-ক্লোরাইট উত্পন্ন করে । ...

সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচা সোডা

সোডিয়াম কার্বনেট হল নর্মাল লবণ ও অজৈব যৌগ । সোডিয়াম কার্বনেট, কঠিন, গন্ধহীন এবং সাদা স্ফটিকাকার পদার্থ । সোডিয়াম কার্বনেট -এর গলাঙ্ক হল 786°C । সোডিয়াম কার্বনেট কেলাস উদ্ত্যাগী পদার্থ, জামা কাপড় পরিষ্কার করার জন্য প্রাচীনকাল থেকে সোডিয়াম কার্বনেটের ...

দূষণ, বায়ুদূষণ, অ্যাসিড বৃষ্টি

গোল্ডস্মিথ নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে সোনার মধ্যে মিশে থাকা ক্ষারকীয় ধাতুগুলিকে দ্রবীভূত করে সোনার পরিশোধন করে । ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় । এই গ্যাসটিকে বায়ুতে নির্গত করলে পারিপার্শ্বিক অঞ্চল দূষিত হবে । আবার যদি জলে ...

হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ

হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড কে সনাক্ত করার জন্য বিভিন্ন বিকারক দ্রবণে দ্রবীভূত করলে যে যে ঘটনা গুলি দেখা যায় সেই গুলো পর্যবেক্ষণ করলে অ্যাসিড গুলিকে শনাক্ত করা যায় ...

সালফিউরিক অ্যাসিডের ব্যবহার

সালফিউরিক অ্যাসিডকে জারক, বিশোষক পদার্থ হিসাবে ব্যবহার হয় । অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অফ লাইম প্রস্তুতিতে, পেট্রোলিয়াম পরিশোধনে বিভিন্ন অজৈব অ্যাসিড তৈরি করতে, স্টোরেজ ব্যাটারিতে, বিস্ফোরক দ্রব্য, গ্লুকোজ, ইথার, অ্যালকোহল, কৃত্রিম রেশম প্রস্তুতিতে ...