চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া

Submitted by arpita pramanik on Sun, 01/27/2013 - 22:08

চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া (Action of electric current on magnet) :

কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় । ওই তারের কাছে একটি  চুম্বক শলাকা থাকলে শলাকাটি বিক্ষিপ্ত হয় । একে চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া বলে । 1820 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওরস্টেড সর্বপ্রথম চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের এই ফল লক্ষ করেন ।

ওরস্টেডের পরীক্ষা : একটি পরিবাহী তার XY একটি ফ্রেমে আটকানো আছে । তারটির নীচে একটি চুম্বক শলাকা NS রাখা আছে । শলাকাটি অনুভূমিক তলে নিজের অক্ষের চারিদিকে বাধাহীনভাবে ঘুরতে পারে । অতএব মুক্ত অবস্থায় শলাকাটি উত্তর-দক্ষিণ বরাবর থাকবে । ফ্রেমটি ঘুরিয়ে XY তারকে শলাকার সমান্তরাল করা হল । ছবিতে ডট ডট রেখা দিয়ে ওই অবস্থান দেখানো হয়েছে ।

পর্যবেক্ষণ : তারটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে সঙ্গে সঙ্গে শলাকাটি বিক্ষিপ্ত হয় । যদি তারটি শলাকার নীচু দিয়ে যায় তবে শলাকার বিক্ষেপ উল্টো দিকে হবে । অথবা তড়িৎ-প্রবাহের অভিমুখ X থেকে Y -এর দিকে না করে উল্টে Y থেকে X -এর দিকে করলে শলাকার বিক্ষেপ উল্টো দিকে হবে । শলাকার বিভিন্ন অবস্থা পাশের চিত্রে (i) অবস্থান,  (ii) অবস্থান,  (iii) অবস্থান দেখানো হয়েছে যখন পরিবাহী চুম্বকের ওপরে রাখা হয় এবং  (iv) অবস্থান, (v) অবস্থান, (vi) অবস্থান দেখানো হয়েছে যখন পরিবাহী চুম্বকের নীচে রাখা হয় । আবার, তারকে যদি পূর্ব-পশ্চিমে অর্থাৎ, চুম্বক শলাকার লক্ষের লম্বভাবে রেখে প্রবাহ পাঠানো হয়, তাহলে শলাকার কোনো বিক্ষেপ হবে না

তারের অবস্থান, তড়িৎপ্রবাহের অভিমুখ ও শলাকার উত্তর মেরুর বিক্ষেপের অভিমুখ সম্পর্কে ওরস্টেডের পরীক্ষার ফল নীচের তালিকায় দেখানো হল ।

পরিবাহী তারের অবস্থান তড়িৎ-প্রবাহের অভিমুখ   শলাকার উত্তর মেরুর বিক্ষেপের
১. চুম্বক শলাকার ওপরে দক্ষিণ থেকে উত্তরে  A → B পশ্চিমদিকে
২. চুম্বক শলাকার ওপরে উত্তর থেকে দক্ষিণে  B → A পূর্বদিকে
৩. চুম্বক শলাকার নীচে  দক্ষিণ থেকে উত্তরে  A → B পূর্বদিকে
৪. চুম্বক শলাকার নীচে উত্তর থেকে দক্ষিণে  B → A পশ্চিমদিকে

৫. চুম্বক শলাকার ওপরে বা নীচে

পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে বিক্ষেপ নেই

 

চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ নির্ণয়ের নিয়ম (Rule for the direction of deflection of a magnetic needle) : তড়িৎপ্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ কোন দিকে হবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দ্বারা তা প্রকাশ করা যায় ।

অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম (Ampere’s swimming rule) : একজন লোক তড়িৎবাহী তার বরাবর তড়িৎপ্রবাহের অভিমুখে দুহাত দুদিকে ছড়িয়ে এমনভাবে সাঁতার কেটে যাচ্ছে যেন তার মুখ সর্বদা চুম্বকের দিকে আছে । এই অবস্থায়, লোকটির বামহাত যেদিকে ছাড়ানো থাকে, সেই দিকেই চুম্বক শলাকার উত্তর মেরুটি বিক্ষিপ্ত হবে, অর্থাৎ দক্ষিণ মেরুটি ওই ব্যক্তির ডানহাতের দিকে বিক্ষিপ্ত হবে ।

*****

Comments

Related Items

জীবনক্রিয়ায় জৈব যৌগের ভুমিকা

প্রাণী বা উদ্ভিদের দেহের বেশির ভাগ অংশ জৈব যৌগ দিয়ে গঠিত । তাই জীব জগতে জৈব যৌগের দান অতুলনীয় । জীবন ক্রিয়ার সঙ্গে জৈব যৌগ গভীর ভাবে জড়িত । জীবদেহের জীবনক্রিয়া অব্যাহত রাখার জন্য জৈব যৌগের ভূমিকা অপরিসীম । জীবজগতে প্রত্যেক জৈবিক ক্রিয়ার কারণ ...

জৈব যৌগ ও জৈব রসায়ন

কার্বনের যে সমস্ত যৌগ প্রধানত জীবজগতে উত্পন্ন হয় এবং যে সমস্ত যৌগে কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে যুক্ত এবং বৃত্তাকার শৃঙ্খলে যুক্ত থেকে বিভিন্ন সমধর্মী যৌগের শ্রেণি গঠন করতে পারে, সেই সমস্ত যৌগকে সামগ্রিকভাবে জৈব যৌগ বলে ...

কয়েকটি বিশিষ্ট ধাতু-সংকর ও তার ব্যবহার

পিতল, কাঁসা, ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম-ব্রোঞ্জ, জার্মান সিলভার, ডুরালুমিন, ম্যাগনেলিয়াম, স্টেইনলেস স্টিল, বাসনপত্র, নল, টেলিস্কোপ, মূর্তি, ব্যারোমিটার, বিভিন্ন যন্ত্রের অংশ, তুলাদন্ড, বিমানের কাঠামো, জলের কল প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহার হয় । ...

ধাতু সংকর (Alloy)

দুই বা ততোধিক ধাতু পরস্পর মিশে যে সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ উত্পন্ন করে, সেই কঠিন ধাতব পদার্থকে ধাতু সংকর বা সংকর ধাতু বলে । যেমন - তামা ও টিনের মিশ্রণে উত্পন্ন কাঁসা হল একটি সংকর ধাতু । অনেক ক্ষেত্রে ধাতু-সংকরে অধাতু থাকতে পারে । ...

তামা বা কপার (Copper)

অতি প্রাচীন কাল থেকে তামা বা কপারের ব্যবহার চলে আসছে । কানাডার লেক সুপিরিয়রের কাছে এবং সাইবেরিয়ার পর্বতে মুক্ত অবস্থায় তামা বা কপার পাওয়া যায় । বেশির ভাগ ক্ষেত্রে কপারকে বিভিন্ন যৌগরূপে প্রকৃতিতে পাওয়া যায় । কপারের প্রধান আকরিকগুলি হল ...