লম্ব প্রিজম (Right Prism)

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 15:37

লম্ব প্রিজম (Right Prism)

সূচনা (Introduction) :- আয়তঘন ও ঘনকের তল আয়তন (ঘনফল) পরিমাপ সম্মন্ধে এর আগে আমরা জেনেছি । এই অধ্যায়ে প্রিজম ঘন বস্তুটি সম্পর্কে আমরা আলোচনা করব । 

প্রিজম সম্পর্কে আলোচনা করার আগে আমাদের বহুতল সম্পর্কে আলোচনা করা দরকার । কয়েকটি সমতল দ্বারা সীমাবদ্ধ বস্তুকে বহুতলক (Polyhedron) বলে । সমতলগুলিকে বহুতলটির তল (Surface or face) বলা হয় । দুটি তল যে সরলরেখায় ছেদ করে তাকে প্রান্তিকী বা প্রান্তরেখা (Edge) বলা হয় । প্রান্তিকী গুলি যে বিন্দুতে মিলিত হয় শীর্ষ (Vertex) বলা হয় । ভিন্ন তলে অবস্থিত এমন দুটি শীর্ষের সংযোগ রেখাকে বলা হয় কর্ণ (Diagonal) বলে । 

প্রিজমের সংজ্ঞা (Defination of Prism) :- কোনো বহুতলকের র্শ্বতল (Side face) গুলি সামান্তরিক এবং প্রান্ততল (End face) দুটি সমান্তরাল ও সর্বসম হলে তাকে প্রিজম (Prism) বলে । দুটি পার্শ্বতলের ছেদ রেখাকে পার্শ্বপ্রান্তিকী (Side edge) বলা হয় । যে প্রিজমের পার্শ্বতল গুলি আয়তক্ষেত্র তাকে লম্ব প্রিজম (Right Prism) বলে । অন্যথায় তির্যক প্রিজম বলে । এর পরে আমরা লম্ব প্রিজম সম্মন্ধে আলোচনা করব । লম্ব প্রিজমের পার্শ্বপ্রান্তিকীকে প্রিজমের উচ্চতা (Height) বলে । ওই পার্শ্বপ্রান্তিকী প্রান্ততলদ্বয়ের সংলগ্ন বহু দুটির উপরে লম্ব হয় । প্রান্ততল দুটির মধ্যে যে প্রান্ততলের উপরে প্রিজমটি দন্ডায়মান থাকে তাকে প্রিজমের ভূমি (Base) বলে । যেকোনো প্রান্ততলকে ভূমি ধরা হয় । প্রিজমের ভূমি ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি হলে প্রিজমটিকে যথাক্রমে ত্রিভুজাকার প্রিজম, চতুর্ভুজাকার প্রিজম বলে । আয়তঘন হল আয়তকার ভূমি বিশিষ্ট প্রিজম । বর্গাকার ভূমি বিশিষ্ট কোনো প্রিজমের উচ্চতা ভূমির বাহুর সমান হলে প্রিজমটি ঘনক হয় । প্রিজমের বাহুর সংখ্যা n হলে প্রিজমের পার্শ্বতলের সংখ্যা n পার্শ্বপ্রান্তিকীর সংখ্যা n , সমগ্র তলের সংখ্যা n + 2 , সমগ্র প্রান্তিকীর সংখ্যা 3n এবং শীর্ষের সংখ্যা 2n হয় । 

Prism

প্রিজমের তল ও আয়তন পরিমাপ সংক্রান্ত সূত্রাবলি :

1. পার্শ্বতলসমূহের ক্ষেত্রফল =(ভূমির পরিসীমা [tex] \times [/tex] উচ্চতা) বর্গ একক 

2. সমগ্রতলের ক্ষেত্রফল = (পার্শ্বতলগুলির ক্ষেত্রফল + 2 [tex] \times [/tex] ভূমির ক্ষেত্রফল) বর্গ একক 

3. আয়তন বা ঘনফল = (ভূমির ক্ষেত্রফল [tex] \times [/tex] উচ্চতা) ঘন একক 

উদাহরণ 1. একটি প্রিজমের ভূমি 6 সেমি , 8 সেমি ও 10 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ এবং উচ্চতা 5 সেমি । প্রিজমটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো । 

সমাধান : ভূমির পরিসীমা = ( 6 + 8 + 10 ) সেমি = 24 সেমি 

অর্ধ পরিসীমা = ( [tex]24 \div 2[/tex] ) সেমি = 12 সেমি 

ভূমির ক্ষেত্রফল

= [tex]\sqrt {12\left( {12 - 6} \right)\left( {12 - 8} \right)\left( {12 - 10} \right)} [/tex] বর্গসেমি 

= [tex]\sqrt {12 \times 6 \times 4 \times 2} [/tex] বর্গসেমি

= [tex]4 \times 2 \times 3[/tex] বর্গসেমি

= 24 বর্গসেমি

পার্শ্বতলসমূহের ক্ষেত্রফল

= (ভূমির পরিসীমা [tex] \times [/tex] উচ্চতা) বর্গ একক 

= (24 [tex] \times [/tex] 5) বর্গসেমি

= 120 বর্গসেমি। 

সমগ্রতলের ক্ষেত্রফল

= (পার্শ্বতলগুলির ক্ষেত্রফল + 2 [tex] \times [/tex] ভূমির ক্ষেত্রফল) বর্গ একক 

= (120 + 2 [tex] \times [/tex] 24) বর্গসেমি 

= (120 + 48) বর্গসেমি 

= 168 বর্গসেমি 

আয়তন 

= (ভূমির ক্ষেত্রফল [tex] \times [/tex] উচ্চতা) ঘন একক 

= (24 [tex] \times [/tex] 5) ঘনসেমি 

= 120 ঘনসেমি

Related Items

ত্রিকোণমিতি (Trigonometry)

ত্রিকোণামিতি (Trigonometry)

কোণের পরিমাপ

যেহেতু ত্রিকোণমিতি নামক গণিতের এই বিশেষ শাখা প্রধানত সমকোণী ত্রিভুজের সূক্ষকোণ দুটির পরিপেক্ষিতে বাহুগুলির অনুপাতের উপর প্রতিষ্ঠিত তাই প্রথমেই কোণ সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজন ।

লম্ব-বৃত্তাকার চোঙ

লম্ব-বৃত্তাকার চোঙ (Right-circular Cylinder)