স্পেনে বিদ্রোহ (Spanish Civil War)

Submitted by avimanyu pramanik on Mon, 04/23/2012 - 22:20

স্পেনে বিদ্রোহ (Spanish Civil War) :

প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে স্পেনের রাজতন্ত্রী, প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী প্রভৃতি দলগুলি রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য স্পেনে যে গৃহ যুদ্ধ শুরু করে তা ‘স্পেনের গৃহযুদ্ধ’ নামে পরিচিত । স্পেনের গৃহযুদ্ধের অন্যতম নেতা ছিলেন জেনারেল ফ্রাঙ্কো । জেনারেল ফ্রাঙ্কো রুশ সাহায্যপুষ্ট স্পেনের প্রজাতন্ত্রী সরকারের বিরুদ্ধে ১৯৩৬ খ্রিস্টাব্দে বিদ্রোহ ঘোষণা করলে জার্মানি ও ইটালি জেনারেল ফ্রাঙ্কোর পক্ষ অবলম্বন করে তাকে সাহায্য করতে এগিয়ে আসে । কিন্তু ইংল্যান্ড ও ফ্রান্স নিষ্ক্রিয় ভুমিকা পালন করে । গৃহযুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো জয়লাভ করলে স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর অধিনায়কত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় ও জার্মানির হাত শক্ত হয় ।

স্পেনের গৃহযুদ্ধ শুধু স্পেনের ভিতরেই সীমাবদ্ধ ছিল না, আন্তর্জাতিক ক্ষেত্রে এর গুরুত্ব ছিল অপরিসীম, যেমন—

(ক) জেনারেল ফ্রাঙ্কোর অধিনায়কত্বে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে হিটলার ও মুসোলিনি জোটের শক্তি ও প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পায় ।

(খ) স্পেনে গণতান্ত্রিক সরকারের পরাজয়ের মাধ্যমে আদর্শগত দ্বন্দ্বে গণতন্ত্র সাময়িকভাবে পিছু হটে এবং ফ্যাসিবাদী শক্তি জয়যুক্ত হয় ।

(গ) স্পেনের গৃহযুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশ ও ফরাসি সরকারের হিটলার ও মুসোলিনিকে তোষণ করবার নীতি অত্যন্ত ঘৃণ্যভাবে প্রকটিত হয় ।

(ঘ) স্পেনের গৃহযুদ্ধের ফলে সবচেয়ে লাভবান হয় জার্মানি, কারণ—

(i) স্পেনের গৃহযুদ্ধের ফলে একদিকে যেমন ব্রিটেন, ফ্রান্স ও অন্যান্য গণতান্ত্রিক দেশগুলির রাজনৈতিক ও কূটনৈতিক পরাজয় ঘটে, অন্যদিকে স্পেনে ইটালির ব্যস্ততার সুযোগ নিয়ে হিটলার দক্ষিণ-পূর্ব ইউরোপে জার্মানির প্রভাব বিস্তারের সুযোগ পেয়ে যান ।

(ii) স্পেনের গৃহযুদ্ধের মধ্য দিয়ে হিটলার তাঁর স্থল, বিমান ও নৌবাহিনীর দক্ষতা এবং বিভিন্ন মারণাস্ত্রের ক্ষমতা যাচাই করার সুযোগ পেয়ে যান । সেই অনুসারে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপযোগী অস্ত্রশস্ত্র তৈরি করার দিকে মননিবেশ করেন । স্পেনের গৃহযুদ্ধের সমস্ত দিক বিচার বিবেচনা করে একথা বলা যায় যে, এই গৃহযুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি মহড়া (Stage rehearsal of the Second World War) বিশেষ ।

*****

Related Items

গোরা (Gora)

গোরা (Gora) of Rabindranath Tagore :-

ঔপনিবেশিক শাসনকালে ভারতবাসীদের মধ্যে জাতীয়তাবাদের বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯১০ খ্রিস্টাব্দে রচিত গোরা উপন্যাসটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এই  উপন্যাসের কয়েকটি মুখ্য চরিত্র হল— গোরা, আনন্দময়

বর্তমান ভারত (Bartaman Bharat)

বর্তমান ভারত (Bartaman Bharat) :-

'বর্ত্তমান ভারত' স্বামী বিবেকানন্দের লেখা একটি প্রবন্ধ । ১৮৯৭ সালে বিদেশ থেকে ফিরে আসার পর স্বামী বিবেকানন্দ ভারতের বিভিন্ন রাজ্য ভ্রমণ করেন । তারপর ১৮৯৯ সালের জানুয়ারি মাসে তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের বাংলা মু

আনন্দমঠ (Anandamath)

আনন্দমঠ (Anandamath):-

ঊনিশ শতকে ভারতীয় জাতীয়তাবোধের বিকাশে যেসমস্ত ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম । তিনি তাঁর 'আনন্দমঠ' উপন্যাস রচনার মধ্য দিয়ে ভারতবাসীর মধ্যে জাতী

লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ : বৈশিষ্ট্য ও বিশ্লেষণ (Expression of Nationalism in Literary Works and Paintings):-

ভারতীয়দের জাতীয়তাবোধের বিকাশের সঙ্গে সঙ্গে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরোধিতা শুরু হয় ও ক্রমে ব্রিটিশ শাসনের অবসান ঘটে । স

হিন্দু মেলা (Hindu Mela)

হিন্দু মেলা (Hindu Mela) :-

ঊনিশ শতকে বাংলায় যেসমস্ত রাজনৈতিক ও সামাজিক সংগঠন গড়ে ওঠে তাদের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল 'হিন্দুমেলা' । পণ্ডিত রাজনারায়ণ বসুর অনুপ্রেরণা ও সহযোগিতায় নবগোপাল মিত্র ১৮৬৭ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে চৈত্রসংক্রান্তির