বিশ শতকের ভারতে শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্য

Submitted by avimanyu pramanik on Tue, 02/02/2021 - 23:13

বিশ শতকের ভারতে শ্রমিক আন্দোলনের বৈশিষ্ট্য (Working Class Movement in the Twentieth Century):-

দীর্ঘ চার বছর ধরে প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা চলার পর ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ই নভেম্বর জার্মানি আত্মসমর্পণ করলে প্রথম বিশ্বযুদ্ধের অবসান  ঘটে । বিশ শতকের ভারতে ব্রিটিশ-বিরোধী আন্দোলনগুলির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ চারটি জাতীয় আন্দোলন হল—(i) ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশি আন্দোলন, (ii) ১৯২০ খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন, (iii) ১৯৩০ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন, (iv) ১৯৪২ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন । এই চারটি আন্দোলনের সময় ভারতে শ্রমিক আন্দোলনও যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে । প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করলে এর কয়েকটি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় । যেমন—

(i) ভারতীয় শ্রমিকদের অধিকাংশই অশিক্ষিত ও নিরক্ষর হলেও, তাদের নিজস্ব স্বাভাবিক চেতনা দিয়ে তারা তাদের সমস্যা উপলব্ধি করে তা প্রতিকারের উপায় খুঁজে বার করতেন । তাদের আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত এবং মানসিক দৃঢ়তা ও ঐক্যবোধ ছিল প্রশংসার যোগ্য ।

(ii) শ্রমিক আন্দোলনের নেতৃত্বে ছিলেন শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষ । এইসব নেতাদের ওপরই শ্রমিক আন্দোলনের গতিপ্রকৃতি নির্ভরশীল থাকত । নেতাদের মধ্যে অনৈক্যের জন্য কখনো কখনো শ্রমিকরা ক্ষতিগ্রস্থ হতেন । এসব সত্ত্বেও ভারতের শ্রমিক সংগ্রামের ইতিহাসে তাদের ভূমিকা ও অবদান ছিল প্রশংসনীয় । কংগ্রেসের মধ্যে নানা মতভেদ, কমিউনিস্টদের পরিবর্তনশীল নীতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের রাশিয়া অভিযান প্রভৃতি শ্রমিক আন্দোলনের গতিবিধি নিয়ন্ত্রণ করেছিল ।

(iii) ভারতের শ্রমিকরা শান্তিপূর্ণ আন্দোলন মাধ্যমে তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতেন । দাবি আদায়ের জন্য শ্রমিকরা হিংসার আশ্রয় নিতেন না । কমিউনিস্ট নেতারাও শ্রমিকদের নিয়ে তেমন কোনো জঙ্গি আন্দোলন গড়ে তোলেননি ।

(iv) ধর্ম ও বর্ণের বিভেদ এবং আঞ্চলিক বৈষম্যের ফলে ভারতের শ্রমিক আন্দোলন দুর্বল হয়ে পড়েছিল । শ্রমিকরা শ্রেণিগত দাবি ও সমস্যা নিয়ে না ভেবে বেশির ভাগ সময় ধর্মীয় ও গোষ্ঠীবদ্ধ স্বার্থের ওপর গুরুত্ব দিতেন । মুসলিম শ্রমিকরা ঈদ বা মহরমের ছুটি দাবি করলে হিন্দুরা রথযাত্রা বা অন্যান্য হিন্দুধর্মের উৎসবে ছুটির দাবি করতেন । অনেক সময় উভয় সম্প্রদায়ের শ্রমিকেরা সামগ্রিকভাবে শ্রমিক শ্রেণির অর্থনৈতিক দাবিদাওয়ার কথা ভুলে গিয়ে সাম্প্রদায়িক সংঘর্ষে জড়িয়ে পড়তেন । ১৮৯৬-৯৭ খ্রিস্টাব্দে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এই ধরণের সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামা হয়েছিল ।

(v) শ্রমিকরা নিজেদের অর্থনৈতিক দাবিগুলি নিয়ে সংগ্রাম করার পাশাপাশি জাতীয় আন্দোলনের মূল স্রোতেও অংশ নিয়েছিলেন । ব্রিটিশ সরকারও শ্রমিকদের ব্রিটিশ-বিরোধী ভূমিকায় যথেষ্ট উদ্বেগের মধ্যে ছিল । জাতীয় নেতারা অনেক সময় শ্রমিকদের সঙ্গে সংঘবদ্ধ সংগ্রামে অনিচ্ছুক ছিলেন । কখনো কখনো জাতীয় নেতাদের অবাঞ্ছিত হস্তক্ষেপে শ্রমিক আন্দোলন মাঝপথে বন্ধ হয়ে যেত ।

*****

Comments

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - উত্তর ঔপনিবেশিক ভারত (১৯৪৭-১৯৬৪)

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - উত্তর ঔপনিবেশিক ভারত:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের রাজনীতিতে 'লৌহ মানব' বলে পরিচিত ছিলেন—        [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন—          [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. একা আন্দোলনের নেতা ছিলেন—     [মাধ্যমিক-২০১৭]

স্যাডলার কমিশন (Sadler Commission)

১৯০৪ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাশ হবার পর দেশে উচ্চশিক্ষার প্রসার ক্রমশ বৃদ্ধি পায় । উচ্চশিক্ষাকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে ১৯১৭ খ্রিস্টাব্দে বড়লাট চেমসফোর্ডের সময় স্যার মাইকেল স্যাডলারের সভাপতিত্বে 'স্যাডলার কমিশন' গঠন করা হয় । স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই কমিশনের সদস্য ছিলেন ...