প্রথম গোলটেবিল বৈঠক (The FIrst Round Table Conference)

Submitted by avimanyu pramanik on Sat, 07/13/2013 - 17:39

প্রথম গোলটেবিল বৈঠক (The First Round Table Conference) :

১৯৩০ খ্রিস্টাব্দের ২৭শে মে সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড সাইমন কমিশনের রিপোর্ট বিচার বিবেচনার জন্য ১৯৩০ খ্রিস্টাব্দের ১২ই নভেম্বর ভারতের রাজনৈতিক দলের প্রতিনিধিদের এক বৈঠক আহ্বান করেন । কংগ্রেস ব্যতীত দেশীয় রাজ্যের প্রতিনিধিগণ এই বৈঠকে যোগদান করেছিলেন । যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে ছিলেন স্যার তেজবাহাদুর সাপ্রু, জয়াকর, মহম্মদ আলি জিন্না, আগা খান, বি.আর. আম্বেদকর প্রমুখ । বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড কতকগুলি প্রস্তাব করেছিলেন,যথা—

(১) ভারতের জন্য যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন,

(২) প্রদেশগুলিতে দায়িত্বশীল সরকারের প্রবর্তন এবং ক্ষেত্র বিশেষে কেন্দ্রীয় সরকারকে আংশিক দায়িত্ব প্রদান প্রভৃতি ।

সাম্প্রদায়িক স্বার্থ সংরক্ষণের বিষয়ে প্রতিনিধিবৃন্দের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছিল । মহম্মদ আলি জিন্নার নেতৃত্বে মুসলিম লিগ এবং ডঃ আম্বেদকর তপশিলি সম্প্রদায়ের স্বার্থে পৃথক নির্বাচকমন্ডলীর দাবি করেছিলেন । কিন্তু ভারতের বৃহত্তম জনসংখ্যার প্রতিনিধি জাতীয় কংগ্রেস এই গোলটেবিল বৈঠকে অনুপস্থিত থাকায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় নি । কেবল ব্রিটিশ প্রধানমন্ত্রী র‍্যামসে ম্যাকডোনাল্ড আশা প্রকাশ করেন যে, সংবিধান রচনায় কংগ্রেস পরবর্তী বৈঠকসমূহে যোগ দেবে । সেই আশায় পরবর্তী অধিবেশন পর্যন্ত গোলটেবিল বৈঠক মুলতুবি রাখা হয় ।

*****

Related Items

সগৌলির সন্ধির গুরুত্ব বর্ণনা করুন ।

প্রশ্ন:- সগৌলির সন্ধির গুরুত্ব বর্ণনা করুন ।

অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ? এর প্রধান শর্তগুলি কি ছিল ? কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম এবং কারা কারা এটি গ্রহণ করেছিল ?

 

প্রশ্ন:- অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ? এর প্রধান শর্তগুলি কি ছিল ? কোন দেশীয় রাজ্য সর্বপ্রথম এবং কারা  কারা এটি গ্রহণ করেছিল ?

অমৃতসরের সন্ধির গুরুত্ব বর্ণনা করুন ।

প্রশ্ন:- অমৃতসরের সন্ধির গুরুত্ব বর্ণনা করুন ।

শ্রীরঙ্গপত্তমের সন্ধির গুরুত্ব বর্ণনা করুন ।

প্রশ্ন:-  শ্রীরঙ্গপত্তমের সন্ধির গুরুত্ব বর্ণনা করুন ।

১৭৬৫ খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার বর্ণনা কর ।

প্রশ্ন:- ১৭৬৫ খ্রিস্টাব্দে ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের বিস্তার বর্ণনা কর ।