Submitted by avimanyu pramanik on Fri, 04/20/2012 - 21:38

প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ (First Anglo-Mysore War)

হায়দর আলির সঙ্গে ইংরেজদের খুব একটা ভাল সম্পর্ক ছিল না । হায়দর আলির শক্তি বৃদ্ধিতে ইংরেজরাও ঈর্ষান্বিত হয়েছিলেন । হায়দর আলি ফরাসিদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতেন । তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সময় হায়দর ৪,০০০ অশ্বারোহী সৈন্য দিয়ে ফরাসিদের সাহায্য করেছিলেন এবং চাঁদ সাহেবের পুত্র রাজা সাহেবকে তাঁর অধীনে চাকুরী দিয়েছিলন । এই ফরাসিরা ছিল ইংরেজদের প্রধান প্রতিপক্ষ । এজন্য ইংরেজরা হায়দর আলির উপর ভীষণ রেগে ছিল ও তাদের শত্রু বলে মনে করত । বস্তুত ফরাসিদের সঙ্গে হায়দর আলির ঘনিষ্ট সম্পর্ক -ই হল প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অন্যতম কারণ । ১৭৬৬ খ্রিস্টাব্দে মাদ্রাজে ইংরেজগণ হায়দার আলির বিরূদ্ধে হায়দরাবাদের নিজামকে [Nizam of Hyderabad] সামরিক সাহায্য দানের প্রতিশ্রুতি দিয়েছিলেন । অবশ্য ইংরেজরা নিজামের কাছ থেকে উত্তর সরকার নামক ভুখন্ড লাভ করেছিলেন । ১৭৬৭ খ্রিস্টাব্দে ইংরেজ ও নিজামের মিলিত বাহিনী মহীশূর আক্রমণ করে । কিন্তু হায়দর আলি এই যুদ্ধে ইংরেজ ও নিজামের মিলিত বাহিনীকে পরাজিত করে ইংরেজ অধিকৃত মাদ্রাজ অধিকার করতে উদ্যত হন । এই যুদ্ধকেই প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ বলা হয় । অগত্যা ১৭৬৯ খ্রিস্টাব্দে মাদ্রাজের ইংরেজ কাউন্সিলার হায়দর আলির সঙ্গে মাদ্রাজ চুক্তি [Treaty of Madras] স্বাক্ষর করতে বাধ্য হন । এই চুক্তির শর্ত অনুসারে ইংরেজ ও মহীশূর পরস্পরের বিজিত স্থানসমূহ প্রত্যর্পণ এবং বন্দি বিনিময় করেন । আরও ঠিক হয়, অন্য কোনো শক্তি মহীশূর আক্রমণ করলে ইংরেজগণ মহীশূরকে সাহায্য দানে বাধ্য থাকবেন । এই ভাবেই প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধের অবসান হয় ।

*****

Related Items

'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?

প্রশ্ন : 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?

স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ?

প্রশ্ন : স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ?

দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখ ।

প্রশ্ন : দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখ ।

কারিগরি শিক্ষার বিকাশে 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' -এর কী ভূমিকা ছিল ?

প্রশ্ন : কারিগরি শিক্ষার বিকাশে 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' -এর কী ভূমিকা ছিল ?

ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ কর ।

প্রশ্ন : ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ কর ।