সমুদ্রস্রোতের গতি ও দিক কয়েকটি বিষয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়, যথা —
(১) সমুদ্রস্রোত নিয়ত বায়ুপ্রবাহের দিকে বয়ে চলে ।
(২) ফেরেলের সুত্র অনুযায়ী পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ুপ্রবাহের মত সমুদ্রস্রোতও উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে প্রবাহিত হয় ।
(৩) সমুদ্রস্রোত প্রবাহিত হওয়ার সময়ে মহাদেশের কোনো অংশে অথবা কোনও দ্বীপ বা দ্বীপপুঞ্জে বাধাপ্রাপ্ত হলে সমুদ্রস্রোতের গতি পরিবর্তিত হয় ।
(৪) সমুদ্রের বিভিন্ন অংশে জলের আপেক্ষিক গুরুত্বের পার্থক্যের ফলেও সমুদ্রস্রোত দিক পরিবর্তন করে ।
(৫) উষ্ণস্রোত সমুদ্রের ওপর দিয়ে পৃষ্ঠস্রোত রূপে এবং শীতল স্রোত সমুদ্রের জলরাশির কিছু নীচে দিয়ে আন্তঃপ্রবাহ রূপে প্রবাহিত হয় ।
*****
- 2883 views