লোয়েস সমভূমি (Loess Plain) : বায়ুপ্রবাহের বহন ও সঞ্চয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, লোয়েস সমভূমি হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । জার্মান শব্দ লোয়েস কথার অর্থ 'সূক্ষ্ম পলি' । মরু অঞ্চলে বায়ুতাড়িত হালকা হলুদ রঙের অতি সূক্ষ্ম ও তীক্ষ্ণ বালিকণাকে লোয়েস বলে । চুনময় লোয়েস সাধারণত ক্যালসাইট, কোয়ার্টজ, ফেলসপার প্রভৃতি খনিজ সমৃদ্ধ হয় । প্রবল বায়ুপ্রবাহ দ্বারা পরিবাহিত হয়ে লোয়েস কণা বহুদূরে গিয়ে অন্যত্র সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি বলে । লোয়েস দ্বারা গঠিত সমভূমির মাটি খুবই উর্বর । মধ্য এশিয়ার গোবি মরুভূমি থেকে শীতকালীন উত্তর-পূর্ব মৌসুমি বায়ু বাহিত হয়ে বিপুল পরিমাণে লোয়েস কণা উড়ে গিয়ে উত্তর চিনের হোয়াং হো নদীর অববাহিকার হোয়াংতু অঞ্চলে দীর্ঘ দিন ধরে সঞ্চিত হয়ে সেখানে পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি গঠন করেছে ।
****