প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন ?

Submitted by avimanyu pramanik on Sun, 10/24/2021 - 22:00

প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন ?

চাঁদ তার কক্ষপথে ২৭ ½ দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে । তাই পৃথিবীর একবার আবর্তনের সময়ে চাঁদ তার কক্ষপথে প্রায় ১৩° (৩৬০°÷২৭) পথ এগিয়ে যায় । এই পথ অতিক্রম করতে পৃথিবীর সময় লাগে (১৩°× ৪) ৫২ মিনিট । তাই পৃথিবীর কোনো স্থানে একবার মুখ্য জোয়ার ও তার পরবর্তী মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান হয় ২৪ ঘন্টা ৫২ মিনিট । এই কারণে পৃথিবীর কোনো স্থানে প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না ।

*****

Comments

Related Items

বায়ুমণ্ডল কী ? গঠন বিন্যাসের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণিবিন্যাস কর ।

প্রশ্ন :- বায়ুমণ্ডল কী ? গঠন বিন্যাসের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণিবিন্যাস কর ।

অবঘর্ষ (Abrasion) কী ?

প্রশ্ন : অবঘর্ষ (Abrasion) কী ?

অবঘর্ষ হল এক রকমের ক্ষয়সাধনকারী প্রক্রিয়া । এই ক্ষয়সাধনকারী প্রক্রিয়া (ক) নদী,  (খ) হিমবাহ এবং (গ) বায়ুর ক্ষয়কাজের দ্বারা হতে পারে ।

স্বাভাবিক বাঁধ কাকে বলা হয় ?

প্রশ্ন : স্বাভাবিক বাঁধ কাকে বলা হয় ?

থর মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় কাজ সবচেয়ে বেশি হয় কেন ?

প্রশ্ন : থর মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় কাজ সবচেয়ে বেশি হয় কেন ?

প্রধানত মরুভূমি অঞ্চলেই বায়ুর ক্ষয়কাজ সবচেয়ে বেশি হয় । এর কারণ হল—

নদী উপত্যকার সঙ্গে হিমবাহ উপত্যকার পার্থক্য লেখ এবং নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার আকৃতির পার্থক্যের কারণ কী ?

প্রশ্ন :- নদী উপত্যকার সঙ্গে হিমবাহ উপত্যকার পার্থক্য লেখ এবং নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার আকৃতির পার্থক্যের কারণ কী ?

নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য —