পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

Submitted by avimanyu pramanik on Thu, 12/30/2021 - 09:35

প্রশ্ন :- পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সীমা পরিবর্তনের কারণ ও প্রভাব কী কী ?

উত্তর : সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ণ -এর ফলে ভূপৃষ্ঠের তাপবলয় ও বায়ুচাপ বলয়গুলি কিছুটা স্থান পরিবর্তন করে । যেমন সূর্যের উত্তরায়ণের সময় পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি ৫ - ১০ উত্তরে সরে যায় এবং দক্ষিণায়ণের সময় এরা ৫ - ১৫ দক্ষিণে সরে যায় । এই ঘটনাকে বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন বলা হয় ।

বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের প্রভাব :

(১) বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তনের ফলে নিয়তবায়ু প্রবাহেরও পরিবর্তন ঘটে ।

(২) বায়ু বলয়গুলির সঙ্গে বৃষ্টি বলয়গুলিও সরে যায় । গ্রীষ্মে আয়নবায়ুর প্রবাহ উত্তরে সরে গেলে সাভানা অঞ্চলে বৃষ্টি হয়, কিন্তু শীতে এই বায়ুপ্রবাহ দক্ষিণে সরে গেলে এর প্রভাবে সেখানে কোনও বৃষ্টিপাত হয় না ।

(৩) গ্রীষ্মকালে ৩০ - ৪০ অক্ষাংশের মধ্যবর্তী বায়ুচাপ বলয়গুলি সামান্য উত্তরে সরে যাওয়ায় এই অঞ্চল শুষ্ক আয়ন বায়ুর প্রভাবে আসে । আবার শীতকালে এই অঞ্চলের বায়ুচাপ বলয়গুলি সামান্য দক্ষিণে সরে যাওয়ায় এই অঞ্চলে আর্দ্র পশ্চিমাবায়ুর প্রভাব দেখা যায় । এইজন্য ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হলেও গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টিপাত হয় না ।

*****

Comments

Related Items

জোয়ার ভাটার সময়ের ব্যবধান

জোয়ার ভাটার সময়ের ব্যবধান : পৃথিবীর আবর্তন গতি ও পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের পরিক্রমণ গতির ওপর জোয়ার ভাটার উৎপত্তি নির্ভর করে । ভূপৃষ্ঠের যে স্থানে যখন মুখ্য জোয়ার হয়, তার প্রতিপাদস্থানে তখন গৌণ জোয়ার হয় । আবর্তন গতির ফলে পৃথিবীর যে স্থানে যখন মু

মুখ্য জোয়ার, গৌণ জোয়ার ও ভাটা (Primary Tide, Secondary Tide and Low Tide)

মুখ্য জোয়ার (Primary or Direct Tide) : পৃথিবী যেমন তার অক্ষ বা মেরুদণ্ডের ওপর আবর্তন করে তেমনিই চাঁদও পৃথিবীর চারদিকে সর্বদা পরিক্রমণ করছে । পৃথিবীর আবর্তনের ফলে পৃথিবী পৃষ্ঠের যে স্থান ঠিক চন্দ্রের সামনে এসে উপস্থিত হয়, সেখানে চন্দ্রে

জোয়ার ভাটা ও জোয়ার ভাটা সৃষ্টির কারণ (Tides and Causes of Tides)

জোয়ার ভাটা (Tides) : পৃথিবীর সাগর-মহাসাগরে সমুদ্রস্রোত ও সমুদ্রতরঙ্গ ছাড়া আরও একটি গতি রয়েছে । এই গতির ফলে সমুদ্রের জল প্রতিদিন কিছু সময়ের জন্য কোনো এক জায়গায় ফুলে ওঠে এবং অন্য কোনো জায়গায় নেমে যায় । মূলত চাঁদের আকর্ষণী শক্তির

সমুদ্রস্রোতের প্রভাব (Effects of Ocean Currents)

সমুদ্রস্রোতের প্রভাব (Effects of Ocean Currents) : ভৌগলিক পরিবেশ ও মানুষের কাজকর্মের ওপর পৃথিবীর বিভিন্ন সমুদ্রে প্রবাহিত সমুদ্রস্রোতের নানা রকম প্রভাব দেখা যায় । যেমন —

সমুদ্রস্রোত সৃষ্টির কারণ (Causes of Ocean Currents)

সমুদ্রস্রোত সৃষ্টির কারণ (Causes of Ocean Currents) : সমুদ্রস্রোত বিভিন্ন কারণে সৃষ্টি হয়ে থাকে । এই কারণগুলি হল— (১) পৃথিবীর আবর্তন, (২) নিয়ত বায়ুপ্রবাহ, (৩) সমুদ্রজলের উষ্ণতা, (৪) সমুদ্রজলের ও লবণত্ব ও ঘনত্বের তারতম্য, (৫) বরফের গলন , (৬) উপকূলের আ