ভারতের প্রধান ঋতু — গ্রীষ্মকাল

Submitted by avimanyu pramanik on Sat, 11/15/2014 - 10:43

গ্রীষ্মকাল (Summer) :

(১) এপ্রিল থেকে জুন মাসে ভারতের সর্বত্র বেশি তাপমাত্রা অনুভুত হয়, এই সময়টি তাই গ্রীষ্মকাল নামে পরিচিত ।

(২) মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে ভারতে তাপমাত্রা বাড়তে থাকে এবং জুন মাসের শুরুতে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ হয় । উত্তর-পশ্চিম ভারতের রাজস্থানে ৪৫° থেকে ৫৫° সেলসিয়াস এবং দিল্লি ও মধ্যভারতে ৪০° থেকে ৪৫° সেলসিয়াস এবং দক্ষিণ ভারতে ৩৫° থেকে ৪৫° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা দেখা যায় । এই সময় উচ্চতা এবং সমুদ্রের সমভাবাপন্ন জলবায়ুর প্রভাবে দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলে উত্তর ভারতের সমভূমির তুলনায় কিছুটা কম তাপমাত্রা থাকে । মোটামুটি ৩৫° থেকে ৪০° সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকে ।

(৩) গ্রীষ্মকালে উত্তর ভারতের থর মরুভূমি থেকে শুরু করে ছোটনাগপুর মালভূমি পর্যন্ত স্থানের বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয় । কিন্তু এই সময় উত্তর ভারতের সমভূমির তুলনায় কিছুটা শীতল হওয়ায় দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের বায়ুতে খানিকটা উচ্চচাপ বজায় থাকে যা আরব সাগর থেকে ভারতে জলীয়বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে ।

(৪) এই সময় পার্শ্ববর্তী অঞ্চলগুলি থেকে উত্তর ভারতের সমভূমি অঞ্চলে মাঝে মাঝে কালবৈশাখীর মতো প্রবল ঘূর্ণিঝড় ধেয়ে আসে ।

লু (loo) : গ্রীষ্মকালে বৈশাখ-জৈষ্ঠ্য মাসে ভারতের উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার প্রভৃতি অঞ্চলে মাথার উপর লম্বভাবে প্রচন্ড সূর্য কিরণের ফলে ভুপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার জন্য শোঁ শোঁ শব্দ করে উত্তপ্ত বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়, তাকে লু বলে । এই বায়ুর প্রচন্ড উত্তাপের ফলে প্রতি বছর বহু মানুষ ও গবাদি পশু মারা যায় । 

*****

Related Items

মেঘমুক্ত রাত্রি থেকে মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উত্তপ্ত হয় কেন ?

প্রশ্ন : মেঘমুক্ত রাত্রি থেকে মেঘাচ্ছন্ন রাত্রি বেশি উত্তপ্ত হয় কেন ?

থর মরুভূমিতে শীত ও গ্রীষ্মের পার্থক্য খুব বেশি কেন ?

প্রশ্ন : থর মরুভূমিতে শীত ও গ্রীষ্মের পার্থক্য খুব বেশি কেন ?

নিম্নলিখিত কারণগুলির জন্য মরুভূমি অঞ্চলে শীত ও গ্রীষ্মের উষ্ণতার পার্থক্য বেশি হয়—

ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন ?

প্রশ্ন : ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে কেন ?

ভূ-পৃষ্ঠ থেকে ওপরের দিকে বায়ুর চাপ ক্রমশ কমে যায়, কারণ—

অক্ষাংশের তারতম্যে পৃথিবীপৃষ্ঠে উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা কর ।

প্রশ্ন :- অক্ষাংশের তারতম্যে পৃথিবীপৃষ্ঠে উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা কর

ভূপৃষ্ঠের সব স্থানে এবং সব সময়ে বায়ুমণ্ডলের উষ্ণতা একই রকম থাকে না । অক্ষাংশ ভেদে পৃথিবীপৃষ্ঠে উষ্ণতার তারতম্য ঘটে, যেমন—

একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে বরফ জমে না, অথচ ল্যাব্রাডর উপকূলে বরফ জমে — এর কারণ কী ?

প্রশ্ন : একই অক্ষাংশে অবস্থিত হলেও ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে বরফ জমে না, অথচ ল্যাব্রাডর উপকূলে বরফ জমে — এর কারণ কী ?