WBCS(Main)-2010 Bengali Paper-I Question Paper

Submitted by Anonymous (not verified) on Sat, 10/15/2011 - 08:56

                                       W.B Civil Service Examination (Main), 2010

                                                            (Optional Papers)

                                                           BENGALI  Paper-I

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

                                     

                            [ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]                                           

                                                                 ‘ক’ বিভাগ

 

১।  যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন :         ২৫

    (ক)  ভাষা কী ? ভাষার লক্ষন কী ?     

    (খ)  একটি রেখাচিত্র সহযোগে প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসটি লিপিবদ্ধ করুন ।

    (গ)  বাংলা শব্দভান্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করুন ।

    (ঘ)  উদাহরণ সহ সংক্ষিপ্ত টীকা লিখুন : ( যে-কোনো পাঁচটি )

           বর্ণবিকার, বর্ণবিপর্যয়, অভিশ্রুতি , মিশ্রণ , স্বতোনাসিক্যীভবন, স্পৃষ্টব্যঞ্জন, স্বরভক্তি , বর্ণলোপ  ।

 

                                                                  ‘খ’বিভাগ

 

২।  যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে :             ২৫ x ২

     (ক)  বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনের আনুমানিক রচনাকাল , রচনা বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন ।

     (খ)  মধ্যযুগের অনুবাদ সাহিত্যের বৈশিষ্ট্য কী ?  " কৃত্তিবাস বিরচিত রামায়ন মহাকাব্য, কাশীরাম দাসের মহাভারত অপেক্ষা অধিক জনপ্রিয় " -- এই মন্তব্যের কারণ নিরুপণ করুন ।

     (গ)  বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্যজীবনী কাব্য কোনটি ? গ্রন্থটির সম্যক পরিচয় দিন এবং মধ্যযুগের জীবনী সাহিত্যের ইতিহাসে এটির গুরুত্ব নির্ণয় করুন ।

     (ঘ)  মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য ও সাধারণ লক্ষন নির্দেশ করুন এবং মনসামঙ্গল কাব্যের যে-কোনো একজন প্রধান কবির জীবন ও কবিকৃতি সম্পর্কে লিখুন ।

 

                                                                   ‘গ’ বিভাগ

 

৩।  যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখুন :         ২৫

     (ক) " ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে আধুনিক যুগের পূর্বাভাস সূচিত " -- আলোচনা করুন ।

     (খ)  সাধক কবি রামপ্রসাদ সেনের কাব্য বৈশিষ্ট্য আলোচনা করে তাঁর জনপ্রিয়তার কারণ নির্দেশ করুন ।

     (গ)  ' কবি ঈশ্বরগুপ্ত যুগসন্ধির কবি ' -- মন্তব্যটির সত্যতা বিচার করুন ।

****

 

Comments

Related Items

WBCS Exam Main Compulsory Question Paper - 2008 [The Constitution of India and The Five-Year Plans]

1. Discuss the constitutional powers of the Indian President. Is she/ he always bound by the advice of the council of Ministers ? 16 2. Analyze the right to liberty as embodied in Article 19 of the Constitution of India. 16

WBCS Main Examination Paper - i (Bengali) - 2008

                                                       WEST BENGAL CIVIL SERVICE

                                                                EXAMINATION-2008

COMPULSORY PAPER BENGALI ESSAY, PRECIS WRITING, COMPOSITION AND TRANSLATION