WBCS(Main)-2004 Bengali Paper-I Question Paper

Submitted by Anonymous (not verified) on Tue, 12/21/2010 - 06:53

                                       W.B Civil Service Examination (Main), 2004

                                                            (Optional Papers)

                                                           BENGALI  Paper-I

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

 

                                   ( উত্তর সাধু অথবা চলিত যে কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয়।)

                                                                 ‘ক’ বিভাগ

 

১।  প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসটি উদাহরণ সহযোগে সংক্ষেপে বিবৃত করুন ।

                 অথবা

     নূন্যতম শব্দজোড়ের সাহায্যে (minimal pair) আদর্শ চলিত বাংলার স্বরধ্বনিগুলি কীভাবে নির্ণয় করা যায় তা দেখিয়ে দিন । বাংলার মৌখিক স্বরধ্বনির সঙ্গে আনুনাসিক স্বরধ্বনির স্বনিমীয় বিরোধ যে আছে তা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন ।

 

২।  বাংলা ভাষায় ধ্বনির লোপ, ধ্বনির আগমন এবং ধ্বনির রূপান্তরের ক্ষেত্রে গুরুত্ত্বপূর্ণ সূত্রগুলি উল্লেখ করে উদাহরণ দিয়ে দেখিয়ে দিন ।

                    অথবা

     বাংলা বাক্যের পদক্রম ও তার বৈচিত্র্য সম্পর্কে উদাহরণ সহযোগে আলোচনা করুন।

                    অথবা

     সংক্ষেপে আলোচনা করুন: (যে কোনো চারটি)

     বাংলা উপভাষা, সাধু ও চলিত ভাষা, অন-আর্যভাষা ও বাংলা, ভাষা-ঋণ, শব্দবিভ্রম (malapropism), বিষমচ্ছেদ ।

 

                                                                ‘খ’ বিভাগ

 

৩।  আদি যুগের বাংলা সাহিত্যের যে সমস্ত নিদর্শন পাওয়া যায় সেগুলির সঙ্গে মধ্য যুগের বাংলা সাহিত্যধারার যোগসুত্রগুলি কোথায় কতটুকু তা বুঝিয়ে দিন।

 

৪।  আরাকান রাজসভার কবিদের কাব্যকৃতির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তাঁদের কাব্যরচনার ঐতিহাসিক গুরুত্বটি কোথায় তা নির্দেশ করুন ।

                   অথবা

     শাক্ত পদাবলীর সামাজিক প্রেক্ষাপটটি স্পষ্ট করে রামপ্রসাদের কাব্যরচনার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লিখুন ।

        

                                                                   গ- বিভাগ

 

৫।  'শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মধ্যে নাট্যগুণ, গীতিগুণ ও পাঁচালির বৈশিষ্ট্য সহাবস্থান করছে ।' - আলোচনা করুন ।

             অথবা

      চৈতন্য ভাগবত চৈতন্যদেবের জীবনচরিত হিসেবে কতখানি গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করে বুঝিয়ে দিন ।

 

৬।  পদাবলীর রচয়িতা হিসেবে বিদ্যাপতির বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ বুঝিয়ে দিন ।  কোন পর্যায়ের পদে বিদ্যাপতি তাঁর দক্ষতা সবচেয়ে বেশি দেখাতে পেরেছেন তা বিশ্লেষণ করে বুঝিয়ে দিন ।

            অথবা

      ব্যালাড বা গীতিকার লক্ষণগুলি উল্লেখ করে পূর্ববঙ্গ-গীতিকার যে কোন একটি কাহিনীর মধ্যে গীতিকার গুণ কতখানি আছে তা বিশ্লেষণ করে দেখান ।

***

 

Comments

Related Items

WBCS Exam Main Compulsory Question Paper - 2008 [The Constitution of India and The Five-Year Plans]

1. Discuss the constitutional powers of the Indian President. Is she/ he always bound by the advice of the council of Ministers ? 16 2. Analyze the right to liberty as embodied in Article 19 of the Constitution of India. 16

WBCS Main Examination Paper - i (Bengali) - 2008

                                                       WEST BENGAL CIVIL SERVICE

                                                                EXAMINATION-2008

COMPULSORY PAPER BENGALI ESSAY, PRECIS WRITING, COMPOSITION AND TRANSLATION