জটিল রাশির সংক্ষিপ্তকরণ ( Complex Numbers Summary )

Submitted by arpita pramanik on Thu, 08/27/2020 - 15:55

জটিল রাশির সংক্ষিপ্তকরণ ( Complex Numbers Summary )

(1) দুটি বাস্তব রাশি x এবং y এর ক্রমযুগলকে  (x , y) যদি x + iy আকারে প্রকাশ করা হয় , যেখানে [tex]i = \sqrt { - 1} [/tex] , তবে (x , y) এর ক্রমযুগলকে জটিল রাশি বলা হয়। x কে জটিল রাশির বাস্তব অংশ এবং y কে জটিল রাশির অবাস্তব অংশ বলে । 

(2) x , y বাস্তব এবং [tex]i = \sqrt { - 1} [/tex] হলে [tex]\left( {x + iy} \right)[/tex] ও [tex]\left( {x - iy} \right)[/tex] দুটি জটিল রাশিকে একে অন্যটির প্রতিযোগী বা অনুবন্দি জটিল রাশি বলা হয়। z জটিল রাশির প্রতিযোগী জটিল রাশিকে [tex]\overline z [/tex] দ্বারা প্রকাশ করা হয় । 

(3) [tex]z = x + iy[/tex] জটিল রাশির মডিউলাস কে ।z। দ্বারা প্রকাশ করা হয় এবং [tex]\left| z \right| = \sqrt {{x^2} + {y^2}} [/tex] . z এর অনুবন্দি জটিল রাশি [tex]\overline z [/tex] হলে [tex]\left| z \right| = \sqrt {z \cdot \overline z } [/tex] হবে । 

(4) [tex]z = x + iy[/tex] জটিল রাশির আরগুমেন্ট বা অ্যামপ্লিচিউড [tex]\theta [/tex] হলে [tex]\tan \theta  = \frac{y}{x}[/tex] হবে । আরগুমেন্ট [tex]\theta [/tex] এর অসংখ্য মানের মধ্যে যে মান [tex] - \pi  < \theta  \le \pi [/tex] এর মধ্যে থাকবে তাকে আরগুমেন্ট এর মুখ্যমান ( Principal Value ) বলে । এই মানকে [tex]\arg z[/tex] প্রতীক দ্বারা প্রকাশ করা হয় । 

যদি [tex]z = x + iy[/tex] হয় এবং জটিল তলে 

  • (x , y) বিন্দু প্রথম পদে থাকে তবে , [tex]0 < \theta [/tex] এর মুখ্যমান [tex] < \frac{\pi }{2}[/tex] হবে ,
  • (x , y) বিন্দু দ্বিতীয় পদে থাকে তবে , [tex]\frac{\pi }{2} < \theta [/tex] এর মুখ্যমান [tex] < \pi [/tex] হবে ,
  • (x , y) বিন্দু তৃতীয় পদে থাকে তবে , [tex] - \pi  < \theta [/tex] এর মুখ্যমান [tex] <  - \frac{\pi }{2}[/tex] হবে ,
  • (x , y) বিন্দু চতুর্থ পদে থাকে তবে , [tex] - \frac{\pi }{2} < \theta [/tex] এর মুখ্যমান < 0 হবে । 

(5) [tex]z = r\left( {\cos \theta  + i\sin \theta } \right)[/tex] আকারকে z জটিল রাশির মডিউলাস - অ্যামপ্লিচিউড আকার বলা হয় । এখানে r = ।z। এবং [tex]\theta  = \arg z[/tex] যেখানে [tex] - \pi  < \theta  \le \pi [/tex] 

(6) দুটি জটিল রাশির যোগফল , বিয়োগফল , গুণফল ও ভাগফলকে X + iY আকারে প্রকাশ করা যায়। যেখানে X , Y বাস্তব । 

(7) কোনো জটিল রাশির যেকোনো অখন্ড ঘাত এবং যেকোনো মূল একটি জটিল রাশি । 

(8) x + iy = 0 হলে , x = 0  ও y = 0 হবে । 

(9) x + iy = p +iq হলে x = p ও y = q হবে । 

(10) [tex]\left| {{z_1} + {z_2}} \right| \le \left| {{z_1}} \right| + \left| {{z_2}} \right|[/tex]

(11) [tex]\left| {{z_1}{z_2}} \right| = \left| {{z_1}} \right|\left| {{z_2}} \right|[/tex]

(12) [tex]\left| {\frac{{{z_1}}}{{{z_2}}}} \right| = \frac{{\left| {{z_1}} \right|}}{{\left| {{z_2}} \right|}}[/tex]

(13) [tex]\arg \left( {{z_1}{z_2}} \right) = \arg {z_1} + \arg {z_2} + m[/tex]

এবং [tex]\arg \left( {\frac{{{z_1}}}{{{z_2}}}} \right) = \arg {z_1} - \arg {z_2} + m[/tex]

যেখানে m = 0 অথবা [tex]2\pi [/tex] অথবা [tex] - 2\pi [/tex]

(14) 1 এর ঘনমূল তিনটি হয় [tex]1,\omega ,{\omega ^2}[/tex] 

যেখানে [tex]\omega  = \frac{{ - 1 + i\sqrt 3 }}{2}[/tex] এবং [tex]{\omega ^2} = \frac{{ - 1 - i\sqrt 3 }}{2}[/tex] . [tex]\omega [/tex] এবং [tex]{\omega ^2}[/tex] কে 1 এর অবাস্তব ঘনমূল । 

(15) [tex]\omega [/tex] এবং [tex]{\omega ^2}[/tex] কে 1 এর অবাস্তব ঘনমূল হলে [tex]{\omega ^3} = 1[/tex] এবং [tex]1 + \omega  + {\omega ^2} = 0[/tex] হবে । 

 

 

Comments

Related Items

করণীর কার্যপ্রণালী (Operations with Surds)

করণীর যোগফল ও বিয়োগফল(Addition and subtraction of Surds): করণীর যোগফল বা বিয়োগফল নির্ণয় করতে হলে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে ।

বিভিন্ন প্রকার করণী (Different types of Surds)

সমমূলীয় ও অসমমূলীয় করণী (Equiradical and unequiradical surds): একাধিক করণী ক্রম সমান হলে তাদের সমমূলীয় করণী বলে ।

দ্বিঘাত করণীর কয়েকটি ধর্ম (Properties of Quadratic Surds)

1. দুটি অসদৃশ দ্বিঘাত করণীর গুণফল মূলদ রাশি হতে পারে না, 2. একটি সরল দ্বিঘাত করণী কখনও একটি মূলদ রাশি ও একটি দ্বিঘাত করণীর যোগফল বা অন্তরফল সমান হতে পারে না ।, 3. একটি সরল দ্বিঘাত করণী কখনও দুটি অসদৃশ সরল দ্বিঘাত করণীর যোগফল বা অন্তরফলের সমান হতে পারে না ।

করণীর সংক্ষিপ্তকরণ (Summary of Surds)

করণীর সংক্ষিপ্তকরণ (Summary of Surds) 1. একটি ধনাত্মক রাশি কোনো মূল সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না হলে সেই মূলকে করণী বলে । 2. কোনো করণীর মূল সূচক সংখ্যা n হলে তাকে nতম ক্রমের করণী বলে ।

সূচক সংক্রান্ত সমীকরণ ও অভেদ

সূচক সংক্রান্ত সমীকরণ ও অভেদ গুলির আলোচনা [Equations and Identities Involving Indices]