বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - হারিয়ে যাওয়া কালি কলম

Submitted by avimanyu pramanik on Tue, 05/26/2020 - 12:34

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১.  "সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন" তার পোশাকি নাম— [মাধ্যমিক-২০১৭]

     (ক) রিজার্ভার        (খ) স্টাইলাস        (গ) পার্কার        (ঘ) পাইলট

২. নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম —        [ মাধ্যমিক-২০১৭ ]

     (ক) বনফুল       (খ) পরশুরাম       (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়       (ঘ) শৈলজানন্দ

৩. চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন ?   [মাধ্যমিক-২০১৮]

    (ক) সাত টাকা        (খ) আট টাকা        (গ) ন-টাকা        (ঘ) দশ টাকা

৪. 'শ্রীপান্থ' ছদ্মনামে লিখেছেন —            [মাধ্যমিক-২০১৮]

     (ক) অন্নদাশঙ্কর রায়      (খ) বলাইচাঁদ মুখোপাধ্যায়       (গ) সুনীল গঙ্গোপাধ্যায়       (ঘ) নিখিল সরকার

৫. চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে —    [মাধ্যমিক-২০১৯]

    (ক) তুলি      (খ) ব্রোঞ্জের শলাকা      (গ) হাড়     (ঘ) নল-খাগড়া

৬. 'আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতুকী ঘষত ।' — বাক্যটি কোন শ্রেণির  ?  [মাধ্যমিক-২০১৯]

    (ক) সরল বাক্য       (খ) জটিল বাক্য        (গ) যৌগিক বাক্য        (ঘ) মিশ্র বাক্য   

৭. পালকের কলমের ইংরেজি নাম হল —          [মাধ্যমিক-২০২০]

    (ক) স্টাইলাস        (খ) ফাউন্টেন পেন       (গ) কুইল       (ঘ) রিজার্ভার পেন

৮. কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন  —           [মাধ্যমিক-২০২০]

    (ক) প্রাবন্ধিক        (খ) দার্শনিক       (গ) গল্পকার       (ঘ) নাট্যকার

***********

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. সত্যজিৎ রায় লেখালেখির জন্য ব্যবহার করতেন—

      (ক) খাগের কলম        (খ) পালকের কলম        (গ) বলপেন        (ঘ) নিবের কলম

২. প্রাবন্ধিক শ্রীপান্থ যখন কলেজে পড়তেন তখন পড়ুয়াদের পকেটে থাকত —

      (ক) নিব পেন       (খ) ফাউন্টেন পেন       (গ) বলপেন       (ঘ) স্টাইলাস পেন

৩. লেখক ফাউন্টেন পেনের কত রকম নিবের বিজ্ঞাপন দেখেছিলেন ?

       (ক) তিনশো রকম      (খ) চারশো রকম      (গ) পাঁচশো রকম       (ঘ) সাতশো রকম

৪. বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল —

      (ক) এক ডজন         (খ) পাঁচটি        (গ) দুই ডজন        (ঘ) দশটি

৫. 'ডমরুচরিত' গ্রন্থটি কার লেখা ?

      (ক) শ্রীপান্থ        (খ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়       (গ) অখিল নিয়োগী        (ঘ) সত্যজিৎ রায় 

৬. 'কালির অক্ষর নাইকো পেটে, চণ্ডী পড়েন —  ।

       (ক) পথে ঘাটে        (খ) গড়িয়াহাটে       (গ) কালীঘাটে       (ঘ) বাজার হাটে

৭. বলপেনের আর এক নাম —

      (ক) কুইল       (খ) ফাউন্টেন পেন      (গ) ডট পেন       (ঘ) রিজার্ভার পেন

৮. তিল ত্রিফলা সিমুল ছালা / ছাগ দুগ্ধে করি মেলা / লৌহ পাত্রে লোহায় ঘসি — পরবর্তী পঙক্তিটি কী ?

      (ক) তাহাতে কলম ঘসি       (খ) পাকা হয় তবে মসি       (গ) ছিঁড়ে পত্র না ছাড়ে মসি       (ঘ) ইহার নামই আসল মসি    

৯. 'অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন ।'— তিনি হলেন —

    (ক) সত্যজিৎ রায়       (খ) অন্নদাশঙ্কর রায়       (গ) রাজশেখর বসু       (ঘ) সুবোধ ঘোষ

১০. ওস্তাদ কলমবাজদের বলা হয় —

      (ক) লিপিকর       (খ) ক্যালিগ্রাফিস্ট        (গ) শ্রুতিলেখক       (ঘ) পেশকার

১১. ফাউন্টেন পেন সংগ্রহ করতেন —

      (ক) রবীন্দ্রনাথ        (খ) জীবনানন্দ        (গ) শৈলজানন্দ মুখোপাধ্যায়        (ঘ) সত্যজিৎ রায়

১২. 'আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল'—

     (ক) ঝরনা কলম      (খ) রিজার্ভার পেন       (গ) বলপেন      (ঘ) পাইলট পেন

১৩. রোম সাম্রাজ্যে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম —

      (ক) স্টাইল      (খ) ফাউন্টেন      (গ) স্টাইলাস      (ঘ) বলপেন  

১৪. প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম হল—

      (ক) সলিল সরকার       (খ) নিখিল সরকার       (গ) অসীম সরকার       (ঘ) সুশীল কর্মকার

১৫. বাঙালি সাংবাদিকদের কে বলতেন 'বাবু কুইল ড্রাইভারস' ?—

      (ক) লর্ড কার্জন        (খ) লর্ড রিপন        (গ) লর্ড লিটন      (ঘ) লর্ড ক্লাইভ

১৬. লেখক দার্শনিক বলেছেন তাকে যিনি —

       (ক) কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন

       (খ) বইয়ের মধ্যে মুখ গুঁজে থাকেন

       (গ) সব সময় চশমা পরে থাকেন

       (ঘ) সবসময় ভাবনার জগতে থাকেন

১৭. ত্রিফলা বলতে যে তিনটি ফলকে বোঝায় সেগুলি হল —

      (ক) বহেড়া, সুপারি, আমলকী      (খ) বহেড়া, হরীতকী, আমলকী      (গ) হরীতকী ,সুপারি, আমলকী      (ঘ) হরীতকী, সুপারি, এলাচ

১৮. চারখন্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে নগদ পেয়েছিলেন —

       (ক) তিন টাকা        (খ) সাত টাকা       (গ) দশ টাকা         (ঘ) আট টাকা

১৯. বিদেশে নিব তৈরি হত—

      (ক) মহিষের শিং দিয়ে       (খ) টিন দিয়ে       (গ) লোহা দিয়ে       (ঘ) কচ্ছপের খোল কেটে

২০. ছেলেবেলায় দেখা দারোগাবাবুর কলমটি গোঁজা ছিল —

       (ক) মোজায়      (খ) কানে       (গ) কোমরে      (ঘ) পকেটে

২১. দোকানি লেখককে নিতে বলেছিলেন— 

      (ক) বলপেন       (খ) সোয়ন        (গ) পাইলট       (ঘ) ঝরনা কলম 

২২. ফাউন্টেন পেনের বাংলা হল— 

      (ক) ঝরনা কলম       (খ) নিবযুক্ত কলম       (গ) ফোয়ারা কলম       (ঘ) পালকের কলম

২৩. উন্নত মানের ফাউন্টেন পেনের নির্মাতা কে ছিলেন ?

      (ক) আন্ডারসন        (খ) জন স্টিভেনসন       (গ) ওয়াটারম্যান        (ঘ) লুইস ওয়াল্টার

২৪. 'লাঠি তোমার দিন ফুরাইয়াছে'  — কথাটি লিখেছিলেন —

      (ক) রবীন্দ্রনাথ       (খ) বঙ্কিমচন্দ্র       (গ) শরৎচন্দ্র       (ঘ) তারাশঙ্কর

২৫. 'ঝরনা কলম' নামটি দেন —

      (ক) বিদ্যাসাগর       (খ) রাজশেখর বসু       (গ) মধুসূদন দত্ত       (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

২৬. উনিশ শতকে কত আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত ?

       (ক) চার আনায়       (খ) আট আনায়      (গ) বারো আনায়       (ঘ) ষোলো আনায়

২৭. 'একটি কলমের দাম ধার্য হয়েছে ______ পাউন্ড ।'

      (ক) আড়াই হাজার পাউন্ড       (খ) তিন হাজার পাউন্ড       (গ) আড়াইশো পাউন্ড       (ঘ) তিনশো পাউন্ড

২৮. 'শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন' —

       (ক) সত্যজিৎ রায়      (খ) রবীন্দ্রনাথ ঠাকুর       (গ) অন্নদাশঙ্কর রায়       (ঘ) সুভাষ মুখোপাধ্যায়

২৯. 'কঙ্কাবতী' -র লেখক হলেন —

      (ক) ত্রৈোলক্যনাথ বন্দ্যোপাধ্যায়       (খ) অন্নদাশঙ্কর রায়        (গ) সুভাষ মুখোপাধ্যায়        (ঘ) ত্রৈোলক্যনাথ মুখোপাধ্যায়

৩০. 'কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত' - কথাটি লোকসাহিত্যে যে শাখায় রয়েছে তা হল —

      (ক) প্রবাদে       (খ) লোকসংগীতে        (গ) ছড়ায়        (ঘ) ধাঁধায়

৩১. কথায় বলে —

      (ক) কালি নেই, কলম নেই, বলে আমি মুনশি

      (খ) রত্নের মূল্য জহুরির কাছে

      (গ) কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত

      (ঘ) কালি কলম মন, লেখে তিন জন

৩২. প্রতিটি বোতামে ছাপা রয়েছে — ।

      (ক) একটি করে অক্ষর       (খ) একটি করে বর্ণ       (গ) একটি করে হরফ       (ঘ) একটি করে বাক্য

৩৩. 'বাণ্ডিল করে নিয়ে যেতাম স্কুলে'  — কি বাণ্ডিল করে নিয়ে যেতেন ?

       (ক) কলাপাতায় লেখা হোমটাস্ক      (খ) কলাপাতায় লেখা গল্প       (গ) কলাপাতায় লেখা কবিতা      (ঘ) হোমটাস্ক 

৩৪. কড়াইয়ের তলার কালি তুলে নিতে হত —

      (ক) পাথরের বাটিতে রাখা জলে

      (খ) কাঁসার বাটিতে রাখা জলে

      (গ) কলাইয়ের বাটিতে রাখা জলে 

      (ঘ) পিতলের বাটিতে রাখা জলে

৩৫. 'ফাউন্টেন পেন এক বিপদ' — বিপদ কী ?

       (ক) পয়সাওয়ালা ছাড়া কিনতে পারে না

       (খ) লেখককে নেশাগ্রস্ত করে

       (গ) লিখতে লিখতে খারাপ হয়ে যায়

       (ঘ) প্রচুর পাওয়া যায় না

৩৬. সত্যজিৎ রায়ের অনেক সুন্দর সুন্দর নেশার একটি ছিল —

       (ক) ছবি আঁকা        (খ) রং শিল্প        (গ) হস্তশিল্প        (ঘ) লিপিশিল্প

৩৭. 'কলমকে বলা হয় ______ -এর চেয়েও শক্তিধর ।'

       (ক) তলোয়ার       (খ) ছোরা        (গ) ক্ষুর        (ঘ) বঁটি

৩৮. 'বাংলায় একটা কথা চালু ছিল' —

       (ক) কালি-কলম-মন লেখে তিনজন

       (খ) তিল-ত্রিফলা-শিমুল ছালা, ছাগ দুগ্ধে করি মেলা

       (গ) কালি নেই, কলম নেই, বলে আমি মুনশি 

       (ঘ) কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত

৩৯. পাইলট কোন দেশের কলম —

       (ক) রাশিয়া        (খ) জাপান       (গ) চিন       (ঘ) ফ্রান্স

৪০. সোনার দোয়াতকলম যে সত্যিই হতো তা লেখক জেনেছিলেন কীভাবে ?

     (ক) রবীন্দ্রনাথের দোয়া সংগ্রহ দেখতে গিয়ে

     (খ) সুভো ঠাকুরের দোয়ার সংগ্রহ দেখতে গিয়ে

     (গ) শৈলজানন্দের দোয়াত সংগ্রহ দেখতে গিয়ে

     (ঘ) তারাশঙ্করের দোয়ার সংগ্রহ দেখতে গিয়ে

৪১. এখন লেখা হয় পাতায় নয়, লেখা হয়  —

      (ক) কাচের স্ক্রিন বা পর্দায়      (খ) মাঠে      (গ) দেয়ালে       (ঘ) মাটির পাত্রে

৪২. সরস্বতী পুজোর সময় কাচের দোয়াতে কালির বদলে যা থাকে —

      (ক) দুধ        (খ) জল        (গ) ফলমূল        (ঘ) ফলের রস

৪৩. পণ্ডিতেরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা —

      (ক) খাগের কলম       (খ) কুইল      (গ) ফাউন্টেন পেন       (ঘ) ডট পেন

৪৪. খাগের কলম দেখা যায় একমাত্র —

       (ক) কালি পুজোর সময়       (খ) সরস্বতী পুজোর সময়        (গ) দুর্গা পূজোর সময়       (ঘ) বাসন্তী পুজোর সময়

৪৫. লেখক শ্রীপান্থ সোনার দোয়াত দেখেছিলেন —

      (ক) রবীন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহে

      (খ) অবনীন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহে

      (গ) দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সংগ্রহে

      (ঘ) সুভো ঠাকুরের সংগ্রহে

৪৬. কলমের দুনিয়ায় সত্যিকারে বিপ্লব ঘটায় —

      (ক) বলপেন        (খ) খাগের কলম        (গ) ফাউন্টেন পেন        (ঘ) স্টাইলাস

৪৭. লেখার পাত বলতে শৈশবে লেখকদের ছিল —

      (ক) তালপাতা       (খ) কলাপাতা        (গ) স্লেট       (ঘ) কচুপাতা

৪৮. কালি শুকানোর জন্য ব্যবহৃত হত —

      (ক) ছাই        (খ) ন্যাকড়া        (গ) আটা        (ঘ) ব্লটিং পেপার

৪৯. লেখক ছেলেবেলায় কলম তৈরি করতেন —

       (ক) ঘাস বুনে       (খ) রোগা বাঁশের কঞ্চি কেটে        (গ) কলাপাতা দিয়ে        (ঘ) পালক দিয়ে

৫০. হাড় থেকে কলম বানাতেন—

       (ক) ফিনিসীয়রা        (খ) প্রাচীন রোমানরা         (গ) প্রাচীন মঙ্গোলীয়রা        (ঘ) আধুনিক যুগের স্টাইলিস্ট লেখকরা 

৫১. লর্ড কার্জন 'বাবু কুইল ড্রাইভারস'  বলতেন—

       (ক) যারা পালকের কলমে লিখতেন      (খ) সাংবাদিকদের         (গ) বাঙালি সাংবাদিকদের        (ঘ) যারা কুইল কলমে লিখতেন

৫২. কলকাতার নামি কলমের দোকান কোথায় ছিল ?

       (ক) কলেজ স্ট্রিটে       (খ) বড়োবাজারে        (গ) শ্যামবাজারে       (ঘ) সুপার মার্কেটে
***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 Bengali (First Language)

২০২২

বাংলা - প্রথম ভাষা

সময় — ৩ ঘন্টা 15 মিনিট

বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর ।

প্রশ্ন : বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর

 উত্তর:- 

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর ।

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর 

উত্তর:-

বঙ্গানুবাদ (Translate into Bengali)

ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষাতে অনুবাদ করাকে বঙ্গানুবাদ বলে । মাধ্যমিক পরীক্ষায় আগত বিভিন্ন বঙ্গানুবাদ নিচে তুলে ধরা হলো --

"পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?

প্রশ্ন:- "পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?