"চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।"-অষ্ট গজরাজের পরিচয় দাও ।

Submitted by avimanyu pramanik on Mon, 02/07/2022 - 22:56

প্রশ্ন: "চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ ।" অষ্ট গজরাজের পরিচয় দাও

উঃ- উদ্ধৃত লাইনটি 'কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি' কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে । এখানে চারি মেঘ হল সম্বর্ত, আবর্ত, পুষ্কর ও দ্রোণ । অষ্ট গজরাজ বলতে আটটি হাতির কথা বলা হয়েছে । ভারতীয় পুরাণ অনুযায়ী আটটি দিকের রক্ষাকর্তা আটটি গজ বা হাতি । এই হাতিগুলো হল- ঐরাবত, পুণ্ডরীক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম ও সুপ্রতীক । এই আটটি হাতির সাহায্যে জল যোগান দেয় চারটি মেঘে । তার ফলে প্রবল বৃষ্টি হয় । আর এই বৃষ্টিপাতে কলিঙ্গদেশ ভেসে যায় । চারিদিক জলময় হয়ে যায় ,ঘর-বাড়ি ভেঙে যায়, মঠ-মন্দির, অট্টালিকা সব ধুলিস্যাৎ হয়ে যায় । সমস্ত ফসল নষ্ট হয়ে যায় । সাতদিন ধরে অনর্গল বৃষ্টি হওয়ায় কলিঙ্গের প্রজাগণ নিরাপদ আশ্রয়ের খোঁজে কলিঙ্গ ছেড়ে পালিয়ে যায় অন্য অন্য জায়গায় ।

****

Comments

Related Items

প্রশ্ন : 'বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর' —মন্তব্যটি কোন প্রসঙ্গে বলা হয়েছে ? মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও ।

প্রশ্ন : 'বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর' —মন্তব্যটি কোন প্রসঙ্গে বলা হয়েছে ? মন্তব্যটির তাৎপর্য বুঝিয়ে দাও ।

প্রশ্ন : বাংলা ভাষায় আগন্তক বা বিদেশি শব্দ কোনগুলি ? সংস্কৃত ও ইংরেজি নিয়ে লেখক কী মন্তব্য করেছেন তা লেখ ।

প্রশ্ন : বাংলা ভাষায় আগন্তক বা বিদেশি শব্দ কোনগুলি ? সংস্কৃত ও ইংরেজি নিয়ে লেখক কী মন্তব্য করেছেন তা লেখ ।

রচনাধর্মী প্রশ্নোওর — নব নব সৃষ্টি

রচনাধর্মী প্রশ্নোওর — নব নব সৃষ্টি

প্রশ্ন : ১।  বাংলা ভাষায় আগন্তক বা বিদেশি শব্দ কোনগুলি ? সংস্কৃত ও ইংরেজি নিয়ে লেখক কী মন্তব্য করেছেন তা লেখ ।

উত্তর :-

ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর —নব নব সৃষ্টি

ব্যাখ্যা ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর ।

১. 'সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল'— সংস্কৃত ভাষাকে কেন আত্মনির্ভরশীল বলা হয়েছে ?

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর — নব নব সৃষ্টি

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর — নব নব সৃষ্টি

১.১ 'নব নব সৃষ্টি' প্রবন্ধটির রচয়িতা কে ?

উঃ 'নব নব সৃষ্টি' প্রবন্ধটির রচয়িতা হলেন সৈয়দ মুজতবা আলী

১. ২  সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কি ?