WBTET

West Bengal Teachers Eligibility Test - 2012

বাংলা

Section -A                           Full Marks-30

নিম্নলিখিত পদ্যাংশটি ভালোমতো পড়ুন, পরবর্তী প্রশ্নগুলির উত্তর লিখুন ।

পাড়াগেঁয়ে কবি; - প্রভুর আদেশে শহরেতে তার আসা ;

বহু খুঁজে নিল মোহিনী রোডেতে ছোট্ট, একটি বাসা ।

খুঁজে নিলে বাসা, যথাসম্ভব মিলায়ে, কাব্য কোড,

অনতিদূরেই বকুল বাগান পাশ দিয়ে রসা রোড ।

বামে কারখানা, কোণে জঙ্গল, ছোট্ট বাসার কাছে বহু ভাষাভাষী খোট্টা-পাড়া ও মস্ত বাজার আছে ।

কারখানাটার ছোট সংসারে দিনরাত ঠোকাঠুকি,

West Bengal Teachers Eligibility Test - 2012

শিশু বিকাশ ও শিক্ষাবিজ্ঞান [Full Marks - 30]

1.  বংশগতির ‘একক’ কাকে বলা হয় ?

(ক) ক্রোমোজোম       (খ) জিন       (গ) নিষিক্ত কোশ       (ঘ) জাইগোট

উত্তর : (খ)

 

2.  পিঁয়াজের ভাবনা অনুযায়ী বৌদ্ধিক বিকাশের স্তরের সংখ্যা কয়টি ?

(ক) সাতটি স্তর       (খ) ছয়টি স্তর       (গ) চারটি স্তর      (ঘ) দুটি স্তর

উত্তর : (গ)

 

3.   শিখন বৌদ্ধিক বিকাশের ওপর নির্ভর করে -

(ক) সর্বদা        (খ) মাঝে মাঝে       (গ) কখনও নয়        (ঘ) গণনার সময়

উত্তর : (ক)