Out-Wash-Plain

সমভূমি [Plains]

Submitted by administrator on Fri, 05/11/2012 - 07:52

► সমভূমি [Plains]

সমভূমির সংজ্ঞা:- সমুদ্রপৃষ্ঠের একই সমতলে বা সামান্য উঁচুতে (৩০০ মিটারের মধ্যে) অবস্থিত সমতল স্থলভাগকে সমভূমি [Plain] বলে।

 

সমভূমির [Plain] প্রকৃতি ও বৈশিষ্ট :- 

১) সমভূমির [Plain] উপরিভাগ সাধারণত সমতল হয়;

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[প্রথম অধ্যায়-৩য় অংশ]

Submitted by administrator on Tue, 05/08/2012 - 09:36

প্রশ্ন-১. সমভূমি [Plain] সৃষ্টির কারণ গুলি  সংক্ষেপে বর্ণনা করো ।

উত্তর:  উৎপত্তি অনুসারে বিভিন্ন সমভূমিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, যথা—

১) সঞ্চয়জাত সমভূমি,

২) ক্ষয়জাত সমভূমি এবং

৩) ভূ-আন্দোলনের ফলে গঠিত সমভূমি।