Letter Writting

Letter Writing [ চিঠি লেখা ]

 আমাদের দৈনন্দিন জীবনে অফিসে, আদালতে, পঞ্চায়েত অফিসে, কর্পোরেশন অফিসে, স্কুল-কলেজে, ব্যাঙ্কে, বা আত্মীয় স্বজনের কাছে বিভিন্ন প্রয়োজনে চিঠি বা দরখাস্ত লিখতে হয় । আমরা যারা সাধারণত গ্রাম বাংলায় বা বাংলা মাধ্যমে পড়াশুনা শিখি বা শিখেছি বেশীর ভাগ ক্ষেত্রেই ইংরেজিতে চিঠি বা দরখাস্ত লিখতে গেলে কিভাবে লেখা শুরু করব তা ভাবতে ভাবতে প্রচুর সময় চলে যায় । এমনকি ঠিক সময়ে লেখা হয়েও ওঠেনা । যদিও সব ক্ষেত্রে ইংরেজিতেই লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই । তবুও মনে হয় যেন ইংরেজিতে লিখলে বোধ হয় ভাল হয় । বাজারে চিঠি লেখার বই ইংরেজিতে ও বাংলায় বহু পাওয়া যায় । আমরা বিভিন্ন বই থেকে কিছু কিছু  চিঠি/দরখাস্ত