Fascism

ইতালিতে ফ্যাসিবাদ ও মুসোলিনির পররাষ্ট্র নীতি

ইতালিতে ফ্যাসিবাদ (Fascism in Italy):- প্যারিস শান্তি সম্মেলনে সম্পাদিত চুক্তিগুলির দ্বারা স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হয় নি । প্রথম বিশ্বযুদ্ধের সর্বনাশা পরিণাম যথা— লোকক্ষয়, সম্পত্তিবিনাশ, শিল্পের ধ্বংস, ব্যবসা-বাণিজ্যের ক্ষতি, বেকারত্ব প্রভৃতি ইউরোপের নানা দেশে সমস্যা তীব্রতর করে তোলে । ফলে ওই সব দেশে প্রতিক্রিয়াশীল শক্তির উদ্ভব হয় । সমসাময়িক কালে এই প্রতিক্রিয়াশীল শক্তি ইটালি ও জার্মানিতে প্রবল হয়ে উঠেছিল ।