Cause of Soil Erosion in India

ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ

ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ [Cause of Soil Erosion in India ]:- মৃত্তিকা ক্ষয় ভারতের একটি অন্যতম প্রধান সমস্যা । ভারতে ভুমি ক্ষয় সাধারণত দুই ধরনের হয়ে থাকে । যথা (ক) প্রাকৃতিক কারণে ভূমিক্ষয় (খ) মানবিক কারণে ভূমিক্ষয় ।

(ক) (ক) প্রাকৃতিক কারণে ভূমিক্ষয় :- (১) বায়ুপ্রবাহ, (২) ঝড়, (৩) বৃষ্টিপাত, (৪) নদী-প্রবাহ, (৫) বন্যা, (৬) নদী ও সমুদ্র স্রোতের পরিবর্তন প্রভৃতি প্রাকৃতিক কারণের ফলে ভূমিক্ষয় হয় ।

(খ) মানবিক কারণে ভূমিক্ষয় :-