Air Temperature

আবহাওয়া ও জলবায়ুর উপাদান

☼ আবহাওয়া  [Defination of Weather] :- কোনও নির্দিষ্ট জায়গার কোনও নির্দিষ্ট দিনের বা কয়েকদিনের বায়ুর তাপ, চাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির অবস্থাকে আবহাওয়া [Weather] বলে ।  বিভিন্ন দিনে, এমনকি যে কোনো দিনের বিভিন্ন সময়ে, আবহাওয়ার পরিবর্তন ঘটে ।

☼ জলবায়ুর সংজ্ঞা [Defination of Climate]:- দিনের বিভিন্ন সময়ের আবহাওয়ার অবস্থা লক্ষ করে দৈনিক গড় অবস্থা নির্ণয় করা হয় । এইভাবে মাসের বিভিন্ন দিনের আবহাওয়ার গড় অবস্থা থেকে মাসিক গড় অবস্থা নিরূপণ করা হয় । সাধারণত কোনও জায়গায় 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে সেই জায়গার জলবায়ু [Climate] বলা হয় ।

বায়ুমন্ডলের তাপ ও তাপের তারতম্যের কারণ

বায়ুমন্ডলের তাপ ও তাপের তারতম্যের কারণ:-

 

বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ [Major factors influencing Air Temperature]:- সূর্য পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস । সুর্যরশ্মি ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে । বায়ুমন্ডল প্রধানত তিনটি প্রণালীতে উত্তপ্ত হয় ; যথা —  [i] বিকিরণ [Radiation] , [ii] পরিবহন [Conduction] ও  [iii] পরিচলন [Convection] প্রণালীতে ।

 

ছোটো প্রশ্ন ও উত্তর:[পঞ্চম অধ্যায়]

প্রশ্ন:- প্রতি ১ হাজার মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায় ?

উত্তর:- প্রতি ১ হাজার মিটার উচ্চতায় ৬.৪o ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় ।

 

প্রশ্ন:- নিরক্ষীয় অঞ্চল থেকে উভয় মেরুর দিকে সাধারণত প্রতি ১o অক্ষাংশের ব্যবধানে কত ডিগ্রী তাপমাত্রার পার্থক্য ঘটে ?

উত্তর:- নিরক্ষীয় অঞ্চল থেকে উভয় মেরুর দিকে সাধারণত প্রতি ১o অক্ষাংশের ব্যবধানে ০.২৮o সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য ঘটে ।

 

ছোটো প্রশ্ন ও উত্তর:[চতুর্থ অধ্যায়]

প্রশ্ন:- বায়ুমণ্ডলের ঊর্ধসীমা কত ?

উত্তর:- বায়ুমণ্ডলের ঊর্ধসীমা হল ১০,০০০ কি.মি.

 

প্রশ্ন:- হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত দূর উচ্চতা পর্যন্ত বিস্তৃত  ?

উত্তর:- হোমোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে ৯০ কি.মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।

 

প্রশ্ন:- হেটেরোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত ?

উত্তর:- হেটেরোস্ফিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে ৯০ কিমি উপরে ও ১০,০০০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত ।

 

পঞ্চম অধ্যায়ঃ বায়ুমন্ডলের তাপ ও চাপের তারতম্যের কারণ

বায়ুমন্ডলের তাপ ও চাপের তারতম্যের কারণ:-

 

বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ

[i] বিকিরণ [Radiation] ,

[ii] পরিবহন [Conduction]  

[iii] পরিচলন [Convection] ।

 

বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ :-

[i] অক্ষাংশ,

[ii] সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা,

[iii] সমুদ্র থেকে দুরত্ব

[iv] বায়ুপ্রভাব,