Geography of India with special reference to West Bengal

Geography of India with special reference to West Bengal [Marks-25]

 

    Questions on the Geography of India will relate to Physical, Social and Economic Geography of the country, including the main features of Indian Agricultural and Natural Resources with special reference to West Bengal.

   The standard of the paper will be of the level of knowledge as expected of a graduate of any faculty of a recognized University.

 

1. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত

   (A) সার      (B)  লোকোমোটিভ     (C)  লোহা ও ইস্পাত     (D)  উপরের কোনটিই নয়

 

2. লাটুরের ভূমিকম্প হয়েছিল নিম্নোক্ত কারণে

  (A) অতিরিক্ত জলরাশির চাপে    (B)  প্লেটের সঞ্চালনে    (C) জলধারের নীচের চ্যুতির জন্য     (D)  ভঙ্গিল পর্বত সৃষ্টি থেকে

 

3. টোডা উপজাতি দেখতে পাওয়া যায়

    (A) ঝাড়খন্ডে     (B)  ছত্তিশগড়ে      (C)  উত্তরাখন্ডে     (D)  নীলগিরি পর্বতে

 

4. ভারতে প্রয়োজনীয় খনিজ তেলের কত শতাংশ আমদানি করা হয় ?

    (A) 65 শতাংশ     (B)  70 শতাংশ      (C)  75  শতাংশ      (D)  80  শতাংশ

 

5.  কপিলধারা ফলসের অবস্থান

    (A)  সোন নদীর উপর     (B)  চম্বল নদীর উপর      (C)  নর্মদা নদীর উপর      (D) কৃষ্ণা নদীর উপর

 

6. হিমালয় হচ্ছে

   (A) ভঙ্গিল পর্বত     (B) স্তুপ পর্বত      (C) অবশিষ্ট পর্বত      (D) টেবিল ল্যান্ড

 

7. সুনামির উৎপত্তি নিম্নলিখিত কারণে

   (A) সমুদ্রতলের প্লেটের সঞ্চালনে    (B)  সমুদ্রতলের অগ্নুৎপাত    (C)  জোয়ারের পরিবর্তন    (D) উপরের কোনটিই নয়

 

8. শাল এক ধরনের

     (A)  কনিফেরাস গাছ      (B)  পর্ণমোচি গাছ       (C)  চিরহরিৎ গাছ      (D) জোরোফাইটিক গাছ

 

9. পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ’ নামে নিমোক্ত সালে ঘোষনা করা হয়েছে ?

    (A) 1999     (B)  1989     (C)  1979    (D)  1969

 

10. ভাকরা নাঙ্গাল জলাধার নিম্নোক্ত নদীর উপরে অবস্থিত :

    (A) ঝিলাম      (B)  শতদ্রু      (C) বিপাশা     (D) সিন্ধু

 

11. ভারতের বায়লদিলা পর্বত বিখ্যাত উৎপাদনের জন্য :

    (A) অ্যালুমিনিয়াম     (B)  লৌহ আকরিক      (C)  বক্সাইট    (D)  মাইকা

 

12. মধ্যপ্রদেশে উৎপন্ন ‘বক্সাইট’ ব্যবহৃত হয়  

   (A)  ব্রোঞ্জ উৎপাদনে     (B)  অ্যালুমিনিয়াম উৎপাদনে     (C)  তামা উৎপাদনে      (D)  অভ্র উৎপাদনে

 

13. বন সংরক্ষণ কমিটির সদস্য হচ্ছে

   (A)  বন দপ্তরের গার্ডরা      (B) পঞ্চায়েত সদস্য     (C)  বনের গ্রাস, বন দপ্তর ও পঞ্চায়েত     (D)  বন দপ্তরের আধিকারিকেরা

 

14. জলবন্টন সংক্রান্ত সমস্যা নিম্নলিখিত রাজ্যের মধ্যে সৃষ্টি হয়েছে 

   (A) মধ্যপ্রদেশ ও উড়িষ্যা     (B) কর্ণাটক ও তামিলনাডু    (C)  উত্তরপ্রদেশ ও বিহার    (D)  গুজরাট ও মহারাষ্ট্র

 

15. ভারতে বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়

   (A) লাক্ষাদ্বীপে     (B) দমন ও দিউ-এ    (C)  সুন্দরবনে      (D)  নর্মদা নদীর মোহনায়

 

16. বাঁকুড়ায় মৃত্তিকা হচ্ছে

   (A)  ‘পডজলিক মৃত্তিকা     (B)   অ্যালুভিয়াল মৃত্তিকা     (C) ল্যাটারিটিক মৃত্তিকা     (D) সিল্টি মৃত্তিকা

 

17.  নাগার্জুনাসার বহুমুখী প্রকল্পের বাঁধ নিম্নলিখিত নদীর উপর অবস্থিত :

    (A) কৃষ্ণা    (B) কাবেরী    (C) তুঙ্গভদ্রা     (D) সোন 

 

18. গঙ্গানদী সমুদ্রে প্রবাহিত হয় 

    (A) মোহনার মাধ্যমে     (B)  ব-দ্বীপের মাধ্যমে     (C)  পাখির পায়ের মত মোহনার মাধ্যমে  (D) উপরের কোনটিই নয়

 

19. নিম্নোক্ত ভারতীয় রাজ্যগুলির কোনটিতে জনঘনত্ব সর্বাপেক্ষা বেশী ?

    (A) পশ্চিমবঙ্গ      (B) মহারাষ্ট্র      (C) উত্তরপ্রদেশ      (D) বিহার

 

20. পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত জেলার বৈশিষ্ট্য

    (A) মালদা      (B)  দার্জিলিং     (C)  বাঁকুড়া     (D)  হাওড়া

 

21. ‘আঁধি’ নামক ঝড় নিম্নলিখিত স্থানে ঘটে । 

    (A) পাঞ্জাব      (B)  পশ্চিমবঙ্গ      (C) আসাম     (D) উত্তরপ্রদেশ 

 

22. দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে 

    (A) গঙ্গোত্রী     (B) মৈত্রী     (C) ভারতী     (D) অলকা

 

23. চীন সম্প্রতি যে টাইফুনের শিকার হয়েছে

    (A) মোরাকট     (B) লুংওয়াং     (C) য়ুকং    (D) রাম্বিয়া

 

24. 2008 সালের মে মাসের প্রথম সপ্তাহে যে নিরক্ষীয় ঘূর্ণিঝড় মায়্নামারের দক্ষিণ উপকূলস্থ ইরাবতী নদী উপত্যকার উপর দিয়ে বয়ে গিয়েছিল তার নাম কি ?

    (A) ফানুস     (B) নার্গিস     (C) লাইলা     (D)  নীলম

 

25. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল

      (A) গাঙ্গেয় বদ্বীপ    (B)  মিসিসিপি বদ্বীপ     (C)  ইরাবতী দ্বীপ     (D)  গোদাবরী  বদ্বীপ

 

26. ছোটনাগপুরের মালভূমি এই শিলায় গঠিত

    (A) প্রাচীন আগ্নেয়া শীলা ও রুপান্তরিত শীলা     (B) পাললিক শীলা      (C) পলিমাটি      (D) লাভাপ্রবাহ

 

27. পশ্চিমবঙ্গের মোট জেলা কটি ?

    (A) 18        (B) 19        (C)  17       (D) 16

 

28. ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে

    (A) হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করা জন্য     (B) জল বিদ্যুত উৎপাদন করার জন্য      (C) চাষের জমিতে জল সরবরাহ করার জন্য      (D) উপরের কোনটিই নয় 

 

29. জনবসতির ঘনত্ব (2000 আদমসুমারী )  সর্বাধিক দেখা যায়

     (A) কেরালা       (B) পশ্চিমবঙ্গ      (C) মহারাষ্ট্র      (D) উত্তরপ্রদেশ 

 

30. বছরের কোন সময় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবাহ হয় ?

     (A) জানুয়ারী থেকে  ফেব্রুয়ারী      (B) মার্চ থেকে জুনের মাঝামাঝি      (C) জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর      (D) অক্টোবর থেকে ডিসেম্বর ।

 

31. ভারতে তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল

    (A) ব্রহ্মপুত্র উপত্যকা      (B) সিন্ধু-গাঙ্গেয় সমভূমি      (C) দাক্ষিনাত্যের লাভা গঠিত অঞ্চল      (D) কচ্ছের রান অঞ্চল

 

32. নিম্নলিখিত কাঁচা মালগুলির মধ্যে কোনটি ভারতে কাগজ তৈরীর ক্ষেত্রে ব্যাপক ভাবে ব্যবহৃত হয় ?

   (A) সালাই কাঠ     (B) সাবাই ঘাস      (C) ছেঁড়া কাপড়      (D) বাঁশ 

 

33. নিম্নলিখিত এলাকা গুলির মধ্যে কোথায় ভারতের মোট চা উৎপাদনের তিন-চতুর্থাংশ উৎপন্ন হয় ?

   (A) উত্তর ভারত      (B) দক্ষিণ ভারত       (C) উত্তর-পূর্ব ভারত       (D) উত্তর-পশ্চিম ভারত

 

34. সিংকোনা গাছের কোন অংশ থেকে কুইনিন পাওয়া যায় ?

   (A) বীজ      (B) পাতা       (C)  ফুল      (D)  ছাল

 

35. ভারতে স্থায়ী গবেষণাকেন্দ্র ‘দক্ষিণ গঙ্গোত্রী ’ কোথায় অবস্থিত ?

   (A) উচ্চ হিমালয়ে      (B) ভারত মহাসাগরে       (C) আন্টর্কটিকায়      (D) আরব সাগরে

 

36. নিম্নলিখিত জলবিদ্যুত প্রকল্পগুলির মধ্যে কোনটির বিদ্যুত উৎপাদন ক্ষমতা সব চেয়েবেশী ( M.W.) ? 

    (A) সবরী গিরি (কেরল)      (B) কয়না (মহারাষ্ট্র)      (C) ভাকরা-নাঙ্গাল (পাঞ্জাব)       (D) কুন্ডা (তামিলনাড়ু)

 

37. দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম ভারতীয় রাজ্যটি হল

    (A) অন্ধ্রপ্রদেশ    (B) আসাম      (C) তামিলনাড়ু      (D) কর্ণাটক 

 

38. ভারতবর্ষের এই অঞ্চলটি জীব বৈচিত্রের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ

    (A) পূর্ব হিমালয়      (B) পূর্ব ঘাট      (C) পাঁচমারি পর্বত      (D) কাশ্মির উপত্যকা

 

39. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পুরুষ জনসংখ্যার অনুপাতে মহিলা জনসংখ্যা সবচেয়ে কম  ?  

   (A) অরুণাচল প্রদেশ      (B) ত্রিপুরা       (C) সিকিম       (D) মণিপুর 

 

40. ভারতের কোন পৌরবসতির জনসংখ্যা 100000 অতিক্রম করলে তাকে বলা হয়  

   (A) শহর      (B) নগর      (C)  মহানগর      (D) পৌর মহাপুঞ্জ 

 

41. পশ্চিম উপকুলের কোন বন্দরে কৃত্রিম পোতাশ্রয় আছে ?

   (A) কোচিন     (B) কান্দালা      (C) মার্মাগাঁও      (D) নিউ ম্যাঙ্গালোর

 

42. ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সুত্র হল 

    (A) কৃষি ও কৃষি সম্পর্কিত কাজকর্ম     (B) বহির্বাণিজ্য    (C) যন্ত্র ও নির্মাণ শিল্প, বিদ্যুত এবং গ্যাস    (D) পরিষেবা ক্ষেত্র

 

43. নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোন রাজ্যের উপকূল করমন্ডল উপকূল নামে পরিচিত ?

    (A) কর্ণাটক     (B) কেরালা      (C) উড়িষ্যা      (D) তামিলনাড়ু

 

44. এন্থেরা আসাম থেকে সংগৃহিত রেশম  

    (A) তসর      (B) মুগা      (C)  এরি      (D) তুঁত রেশম

 

45. ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশী সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে ?  

    (A)  অন্ধ্রপ্রদেশ     (B) বিহার      (C) মধ্যপ্রদেশ       (D) উত্তরপ্রদেশ

 

46. কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে ?

     (A) অন্ধ্র প্রদেশ       (B) উত্তর প্রদেশ       (C) মহারাষ্ট্র      (D) মধ্যপ্রদেশ

 

47. ছত্তিশগড় রাজ্যটি 1লা নভেম্বর 2000 সালে গঠিত হয়েছে । এটি কোন রাজ্যের অংশ থেকে নেওয়া হয়েছিল ?

    (A) মধ্যপ্রদেশ       (B) উড়িষ্যা      (C) উত্তরপ্রদেশ       (D) বিহার

 

48. জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যটি হল 

    (A) মধ্যপ্রদেশ       (B) মহারাষ্ট্র        (C) উত্তরপ্রদেশ       (D) পশ্চিমবঙ্গ 

 

49. সরকারি নিয়মানুসারে বর্তমান বিশেষ অর্থনৈতিক অঞ্চল ( সেজ ) এর জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ হল

    (A) 2000 হেক্টর       (B) 3000 হেক্টর       (C) 4000 হেক্টর      (D) 5000 হেক্টর

 

50. হিমালয় পর্বত শ্রেণী হল

   (A) নবীন ভঙ্গিল পর্বত      (B) অবশিষ্ট পর্বত      (C) আগ্নেয়গিরি      (D) স্তুপ পর্বত

 

51. নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয় নি ?

     (A) মহানদী       (B) নর্মদা       (C) তাপ্তী      (D) সারাবতী

 

52. উত্তর-পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয়

    (A) রাডক্লিফ লাইন       (B) ডুরান্ড লাইন      (C) ম্যাকমোহন লাইন      (D) সিগফ্রিড লাইন

 

53. নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কোনটি সঠিক নয় ?

   (A) দাক্ষিণাত্য মালভূমির ঢাল পশ্চিম দিকে  

   (B) পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে 

   (C) পশ্চিমঘাট পর্বতের উচ্চতা পূর্বঘাট পর্বতের থেকে বেশী 

   (D) দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিম অংশ লাভা গঠিত

 

54.  1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল ?  

     (A) বিহার      (B) পাঞ্জাব     (C) গুজরাট    (D) বাংলা

 

55.  কলকাতা বিশ্ববিদ্যালয় কোন্‌ সালে স্থাপিত হ্য় ?

     (A) 1855     (B) 1856      (C) 1857      (D) 1858

 

56.  পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়

    (A) জলপাইগুড়িতে       (B) বাঁকুড়াতে     (C) দার্জিলিং-এ     (D) উত্তর চব্বিশ-পরগনায়

 

57.  পূর্ব কলকাতার জলাভূমিকে নিম্নলিখিত আখ্যা দেওয়া হয়েছেঃ    

    (A) রামসর স্থান     (B) বায়োস্ফিয়ার রিজার্ভ     (C) সংরক্ষিত বনভূমি       (D) জাতীয় পার্ক

 

58.  ভারতবর্ষের কোন্‌ রাজ্যে গুজ্জর সম্প্রদায় তপশীলী উপজাতির পদমর্যাদার জন্য প্রচণ্ড বিক্ষোভ করে ?   

      (A) গুজরাট      (B) মহারাষ্ট্র       (C) রাজস্থান     (D) হরিয়ানা

 

59.  কলকাতা মেট্রোপলিটন অঞ্চলকে বলা যায়  

    (A) সমপ্রকৃতি অঞ্চল (homogeneous region)    (B) রীতিসিদ্ধ অঞ্চল (Formal region)    (C) কার্যকরী অঞ্চল (Functional region)    (D) প্রাকৃতিক অঞ্চল

 

60.  গ্রীনহাউস গ্যাস নীচের কোন্‌ বিকিরণের তাপ শোষণ করে ?

      (A) অতিবেগুনী বিকিরণের    (B) ইনফ্রারেড বিকিরণের     (C) সৌর বিকিরণের     (D) (A) এবং (B) উভয়ের

 

61.  ভারত-বাংলাদেশের জলবন্টন নিয়ে বিতর্কের কারণ হল নিম্নলিখিত জলাধার থেকে জল ছাড়ার বৈষম্যঃ

     (A) মাইথন ড্যাম    (B) ফরাক্কা ব্যারেজ       (C) দুর্গাপুর ব্যারেজ      (D) ব্রম্ভপুত্র নদী

 

62.  সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত রাজ্যে অবস্থিতঃ

     (A) তামিলনাড়ু     (B) কর্ণাটক      (C) ওড়িষ্যা        (D) অন্ধ্রপ্রদেশ

 

63.  শালগাছ হল একটি  

     (A) পর্ণমোচী গাছ (deciduous)    (B) চিরসবুজ গাছ (Evergreen)    (C) জেরোফাইট (Xerophyte)    (D) কনিফেরাস(coniferous)

 

64.  নীচের কোন্‌টি নুনমাটিতে অবস্থিত ?

      (A) সরকারী খনিজতেল শোধনগার    (B) বেসরকারী কয়লা খনি   (C) বেসরকারী তেল শোধনগার    (D) সরকারী কয়লা খনি

 

65.  ইউরেনিয়ামের রেডিও অ্যাকটিভ ক্ষয়ে তৈরী হয়

      (A) আর্সেনিক     (B) বিসমাথ       (C) সীসা        (D) টিন

 

66.  সুন্দরবনকে ‘World Heritage Site ‘ আখ্যা দেওয়ার কারণ হল

     (A) চিংড়ি চাষ     (B) বাঘ     (C) Tidal bores     (D) ম্যানগ্রোভ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য (Bio-diversity)

 

67.  হিমালয়ের উৎপত্তি হয়

     (A) ভারত মহাসাগর থেকে    (B) হারসিনিয়ান জিওসিনক্লাইন থেকে     (C) টেথিস জিওসিনক্লাইন থেকে     (D) উপরের কোন্‌টি থেকেই নয়

 

68.   লিগনাইট এক ধরনের  

     (A) লোহা (আকরিক)    (B) তামা   (C) কয়লা     (D) চুনাপাথর

 

69.  নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত স্থানের মধ্যে দিয়েঃ

      (A)বরফের নদী দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে

      (B) V-আকৃতির দ্বারা সৃষ্ট উপত্যকা দিয়ে 

      (C) চ্যুতি দ্বারা সৃষ্ট লম্বাসর উপত্যকার মধ্যে দিয়ে 

      (D) বদ্বীপ অঞ্চল দিয়ে

 

70.   আরাবল্লী একটি পুরানো

     (A) ভঙ্গিল পর্বত     (B) হর্স্ট     (C) আগ্নেয়গিরি     (D) ব্লক পর্বত

 

71.  পশিচমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হল

      (A) পুরুলিয়া     (B) কুচবিহার     (C) মুর্শিদাবাদ       (D) হুগলি

 

72. বাংলার বদ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে

      (A) জমি উঠছে     (B) ভঙ্গিল পর্বতের সৃষ্টি হচ্ছে    (C) চ্যুতি সৃষ্টি হচ্ছে     (D) জমি বসে যাচ্ছে

 

73.  ভারতে কার্পাস চাষ সবথেকে ভাল হয়

      (A) ল্যাটেরাইট মৃত্তিকায়     (B) পলিমাটিতে     (C) কৃষ্ণ মৃত্তিকায়     (D) তরাই

 

74.  রাউরকেল্লা ও দূর্গাপুরের লৌহ ও ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের

      (A) প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 

      (B) দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়  

      (C) তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 

      (D) চতুর্থ  পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

 

75.  ভারতের সেচের দ্বিতীয় বৃহত্তম উৎস হ’ল

     (A) কুপ    (B) খাল     (C) পুকুর / ডোবা      (D) সমুদ্র

 

76. পালঘাট ফাঁকের মধ্য দিয়ে –- বন্দর থেকে মাদ্রাজ পর্যন্ত আভ্যন্তরীণ বাণিজ্য চলে।

     (A) গোয়া     (B) ম্যাঙ্গালোর     (C) মুম্বাই      (D) কোচিন

 

77.  পশ্চিম বঙ্গের বর্তমানে পৌর নগরের সংখ্যা

      (A) 119    (B) 104      (C) 256     (D) 191

 

78.   নিম্নলিখিত গুলির মধ্যে কোন্‌টির সাথে AGMARK  সম্পর্কিত ?

       (A) কৃষিদ্রব্য      (B) রত্ন ও অলঙ্কার    (C) মূলধনী দ্রব্য        (D) উপরের কোন্‌টিই নয়

 

79.  ভারতের সবুজ বিপ্লবের ফলে

     (A) আন্তঃ-অঞ্চল অসাম্য বেড়েছে    (B) আন্তঃ-শস্য অসাম্য বেড়েছে   (C) আন্তঃ-শ্রেণী অসাম্য বেড়েছে     (D) উপরের সবকটিই বেড়েছে

 

80.  ভারতে কৃষিজাতের গড় আয়তন  

    (A) 2 হেক্টরের কম      (B) 2-4 হেক্টর     (C) 3-5 হেক্টর     (D) 4-5 হেক্টর

 

81.  খাদার ––- নয়।

      (A) চুনমিশ্রিত       (B) নবীন      (C) প্লাবিত     (D) ঘনবর্ণের

 

82.    ––- ‘র মধ্যে উর্বর বড়ি দোয়াব অবস্থিত।

      (A) বিপাশা ও ইরাবতী নদী      (B) বিপাশা ও শতদ্রু নদী     (C) বিপাশা ও চন্দ্রভাগা নদী    (D) উপরের কোনটিই নয়

 

83.  কৃষি ও গ্রামোন্নয়নের জাতীয় ব্যাঙ্ক (NABARD) –সালে প্রতিষ্ঠিত হয়েছিল।  

       (A) 1981     (B) 1982    (C) 1983     (D) 1984

 

84.  বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত সমিতির সংখ্যা

     (A) 341    (B) 344     (C) 333    (D) 334

 

85.  ভারতে উৎপন্ন ফসলের –— শতাংশ খাদ্যশস্য।

       (A) 76    (B) 65    (C) 80     (D) 85

 

86.  চার্নোকাইট হল

     (A) নীলগিরি নাইস     (B) মণিশিলা     (C) ঝাড়খণ্ডে পাওয়া যায়    (D) হিমবাহ

 

87.  শীতল আবহাওয়া ঋতুতে ––— র জন্য বৃষ্টিপাত হয়।

      (A) কালবৈশাখী      (B) পশ্চিমী ঝঞ্ঝা      (C) হিম তরঙ্গ     (D) আরব সাগরের নিম্নচাপ

 

88.  ভারতীয় পরিকল্পনাকালে নিম্নলিখিতগুলির মধ্যে কোন্‌টির দ্রুততম বৃদ্ধি হয়েছে ?

      (A) কৃষিক্ষেত্র     (B) শিল্পক্ষেত্র      (C) সেবাক্ষেত্র      (D) উপরের কোন্‌টিই নয়

 

89.  ভারতে সবচেয়ে শিল্পোন্নত রাজ্য হল

     (A) মহারাষ্ট্র       (B) পাঞ্জাব     (C) গুজরাট     (D) তামিলনাডু

 

90.  ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

       (A) জোড়হাট     (B) ব্যাঙ্গালোর     (C) দেরাদুন     (D) এলাহাবাদ

 

91.  পশ্চিমবঙ্গে –- জেলার নারী সাক্ষরতার হার সর্বনিম্ন।

      (A) বাঁকুড়া     (B) উত্তর দিনাজপুর     (C) পুরুলিয়া     (D) মালদা

 

92.  ভারত ভাগের সময় ভারতে দেশীয় রাজ্য কতগুলি ছিল ?

       (A) 555      (B) 558        (C) 560     (D) 562

 

93.  ভারতে বৃষ্টিপাত বণ্টনের মুখ্য বৈশিষ্ট্য হল

      (A) অপ্রতুলতা      (B) ঋতু কেন্দ্রিকতা       (C) আঞ্চলিকতা      (D) প্রতুলতা

 

94.  বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা

      (A) 18    (B) 19    (C) 17     (D) 16

 

95. ––- জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সবচেয়ে বেশী ।

     (A) ব্রম্ভপুত্র অব্বাহিকা অঞ্চলে     (B) গঙ্গা অব্বাহিকা অঞ্চলে     (C) দক্ষিণ ভারতের পূর্বপ্রবাহী নদীসমুহে    (D) দক্ষিণ ভারতের পশ্চিমপ্রবাহী নদীসমুহে

 

96.   –— এর মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত।

     (A) আন্দামান ও নিকোবর     (B) দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান

     (C) আমিনদিভি ও লাক্ষাদ্বীপপুঞ্জ    (D) ক্ষুদ্র আন্দামান ও নিকোবর

 

97. ভারতের অর্থনীতির উদারীকরণ কোন সময় থেকে শুরু হয় ?

     (a)  1991     (b) 1985    (c) 1995    (d) 1980

 

98. মাজুলী দ্বীপ কোথায় অবস্থিত ?

     (a) বহ্মপুত্র নদীতে , আসামে      (b) গঙ্গা নদীতে, বিহারে    (c) কাবেরী নদীতে, কর্নাটকে    (d) মহানন্দা নদীতে, পশ্চিমবঙ্গে

 

99.  বর্গাদার প্রথা প্রথমে প্রয়োগ করা হয়

     (a) কর্নাটকে      (b) পশ্চিমবঙ্গে     (c) কেরালায়    (d) বিহারে

 

100. ইউরো মুদ্রা হল

     (a) মার্কিন যুক্তরাষ্ট্রের    (b) ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি      (c) ব্রিটিশ যুক্তরাজ্যের      (d) জাপানের

 

101. লাক্ষাদ্বীপ কী দ্বারা গঠিত ?

      (a) নিমজ্জিত পর্বত     (b) প্রবাল     (c) লবনাক্ত জলাভূমি    (d) মৃত আগ্নেয়গিরি

 

102. কোন রাস্তাটিকে NH2 বলা হয় ?  

     (a) বম্বে রোড     (b) ব্যারাকপুর ট্রাঙ্ক রোড      (c) দিল্লী রোড     (d) গ্র্যান্ড ট্রাঙ্ক রোড

 

103. ভু-পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান  

      (a)  কমে যায়     (b) বেড়ে যায়     (c) একই থাকে     (d) উপরের কোনটিই নয়

 

104.   দামোদর উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লাখনি কোন্‌টি ?

        (a) তালচের       (b) বোকারো       (c) রাণীগঞ্জ      (d) বিসরামপুর

 

105. পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত ?

       (a) মৎস্য শিল্প      (b) রেল জংশন      (c) জেলা সদর     (d) স্বাস্থ্যকর স্থান 

 

106. ও.এন.জি.সি. পুরো কথাটি কি ?

      (a) অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কোম্পানী      (b) অয়েল অ্যান্ড ন্যাচারেল গ্যাস কমিশন     (c) অর্গানাইজেশন অফ নন গভর্নমেন্ট কোম্পানীজ     (d) অর্গানাইজেশন অফ নন গভর্নমেন্ট কো-অপারেটিভস

 

107. ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কি ?

     (a) মোরান      (b) বম্বে-হাই     (c) ডিগবয়     (d) আংক্লেশ্বর

 

108. পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ? 

      (a) জলপাইগুড়ি      (b) কোচবিহার      (c) শিলিগুড়ি     (d) আলিপুরদুয়ার 

 

109.  ‘সমঝোতা এক্সপ্রেস’ ভারত এবং কোন্‌ দেশের মধ্যে চালু হয় ?

     (a) পাকিস্তান     (b) বাংলাদেশ     (c) মায়ানমার      (d) নেপাল

 

110. 2001 সালে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ?

      (a) 877 / বর্গ কিলোমিটার     (b) 904 / বর্গ কিলোমিটার     (c) 934 / বর্গ কিলোমিটার   (d) 957 / বর্গ কিলোমিটার

 

111.  হ্যারিকেন ক্যাটরিনায় ক্ষতিগ্রস্ত হয়

       (a) মার্কিন যুক্ত্রারাষ্ট্র       (b) রাশিয়া      (c) চিন    (d) ভারত

 

112.  সিকিম কবে ভারতবর্ষের অংশ হল ?

     (a) 1975      (b) 1978      (c) 1782    (d) 1990

 

113. অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে ?

    (a) কলকাতা     (b) আসানসোল     (c) মেদনীপুর     (d) হলদিয়া

 

114. ল্যাটেরিটিক মৃত্তিকা কোথায় পাওয়া যায় ? 

    (a) বিহার (সমভূমি অঞ্চল)     (b) পশ্চিমবঙ্গ (মালভূমি অঞ্চল)     (c) তামিলনাড়ু (উপকূলীয় অঞ্চল)     (d) উত্তর-পশ্চিম ঘাট

 

115. সিঙ্কোনা চাষ প্রধানতঃ কোথায় হয় ?

    (a) মংপু ও মুংসুং      (b) দার্জিলিং      (c) কালিম্পং    (d) বক্সার

 

116.   কোন্‌ নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত ?

    (a) মাহী নদী, ওয়ানাকবরী        (b) তাপ্তী নদী, গুজরাট     (c) কৃষ্ণা নদী, কর্ণাটক       (d) কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ

 

117.   সল্টলেক কোন্‌ শিল্পের কেন্দ্র হয়েছে ?

      (a) কম্পুটার      (b) আই.টি     (c) ইলেকট্রনিক্স     (d) ইঞ্জিনীয়ারিং

 

118. নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি ?  

    (a) ভাগীরথী     (b) হুগলী     (c) গঙ্গা     (d) ইছামতী

 

119. বালুরঘাট কোন জেলার সদর ?

    (a) উত্তর দিনাজপুর    (b)  দক্ষিণ দিনাজপুর     (c)  মালদা     (d)  কোচবিহার

 

120. বরাকর কোন নদীর প্রধান শাখা ?

    (a) মহানদী     (b) গঙ্গা     (c) দামোদর     (d) অজয়

 

121. নারিকেলের পুষ্পবিন্যাসটি হল 

     (a) অনিয়ত      (b) উদুম্বর বিন্যাস      (c) সায়াথিয়াম      (d) চমসামঞ্জরী

 

122. বারানসী কোথায় অবস্থিত

    (a) নিম্ন গঙ্গা সমতল ভূমি     (b)  মধ্য গঙ্গা সমতল ভূমি     (c)  উচ্চ গঙ্গা সমতল ভূমি    (d) গঙ্গা-শতদ্রু দোয়াব

 

123. পশ্চিমবঙ্গে রপ্তানী প্রক্রিয়াকরণ  অঞ্চল কোথায় কার্যকরী হয়েছে ? 

    (a) রায়চক      (b) হলদিয়া     (c) ফলতা     (d) কাকদ্বীপ 

 

****

1.  হুগলী শিল্পাঞ্চলের কোথায় জাহাজ নির্মাণ কারখানা রয়েছে ?

    (a) হলদিয়া    (b) চিত্তরঞ্জন    (c) গার্ডেনরিচ     (d) হাওড়া

 

2.  পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রাঢ় বলা হয় ?

    (a) হাওড়া     (b) দুর্গাপুর     (c) খরগপুর     (d) আসানসোল

 

3.  সুন্দরবনের উত্তর সীমানা দিয়ে কোন লাইনটি গেছে ?

    (a) ডুরান্ডলাই    (b) কর্কটক্রান্তি রেখা     (c) ড্যাম্পিয়ার হজেস লাইন     (d) কোনটিই নয়

 

4.  পশ্চিমবঙ্গে কোথায় লাক্ষা চাষ বেশি হয় ?

    (a) হুড়া অঞ্চলে     (b) তুলিন     (c) সবং    (d) মান বাজার

 

5.  ত্রাসের নদী নামে বিখ্যাত কোনটি ?

    (a) দামোদর     (b) সুবর্ণরেখা     (c) তিস্তা    (d) তোর্সা

 

6.  পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দ্বীপটির নাম কী ?

     (a) সুন্দরবন     (b) সাগরদ্বীপ    (c) মাজুলি    (d) কোনটিই নয়

 

7.  বর্ষাকালে বৃষ্টির জলের উপর নির্ভর করে যে সব ফসলের চাষ করা হয় তাকে কী বলে ?

    (a) রবি শস্য     (b) শস্যবীজ     (c) খরিফ শস্য    (d) আউস

 

8.  পশ্চিমবঙ্গে দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন জেলা ?

   (a) পশ্চিম মেদনীপুর     (b) বীরভূম    (c) হাওড়া    (d) নদিয়া

 

9.  মামা ভাগ্নে পাহাড়টি কোন জেলায় অবস্থিত ?

   (a) বাঁকুড়া     (b) পুরুলিয়া    (c) বীরভূম    (d) মালদা

 

10.  পশ্চিমবঙ্গে গঙ্গা দ্বিধা বিভক্ত হয়েছে কোন জেলায় ? 

    (a) নদিয়া    (b) মুর্শিদাবাদ    (c) বীরভূম    (d) কোচবিহার

 

11.  পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা ?  

     (a) কার্শিয়াং     (b) কালিম্পং    (c) সিংগাশিলা     (d) ঘুম

 

12.  পশ্চিমবঙ্গের লেদার কমপ্লেক্সটি কোথায় অবস্থিত ?  

     (a) ঘাটশিলা     (b) বানতলা     (c) ক্যানিং    (d) দুর্গাপুর

 

13.  পশ্চিমবঙ্গের বরফ গলা জলে পুষ্ট নদীটির নাম কী ?

    (a) তিস্তা     (b) তোর্সা    (c) সুবর্ণরেখা     (d) গঙ্গা

 

14.   বর্ষাকালে পশ্চিমবঙ্গেসবচেয়ে বৃষ্টিপাত বেশি হয় কোথায় ?

    (a) ইসলামপুর     (b) শিলিগুড়ি    (c) দার্জিলিং    (d) জলপাইগুরি

 

15.  কোলকাতা পুরনিগম স্থাপিত হয় কত খৃষ্টাব্দে ?

    (a) ১৯১০     (b) ১৯১২    (c) ১৯২১    (d) ১৯১৪

 

16.  পশ্চিমবঙ্গের কোথায় কাজু বাদামের চাষ হয় ?

    (a) সবং     (b) ঝালদা    (c) দিঘা    (d) মানবাজার

 

17.  দুঃখের নদ নামে বিখ্যাত কোনটি ?

     (a) তিস্তা     (b) রূপনারায়ান     (c) সুবর্ণরেখা     (d) দামোদর

 

18.   পশ্চিমবঙ্গে প্রশাসনিক ক্ষেত্রে ডিভিশনের সংখ্যা কয়টি  ?

     (a) ৫ টি     (b) ৩ টি    (c) ৭ টি     (d) ১ টি

 

19.  পশ্চিমবঙ্গে মোট কতকগুলি বিশ্ববিদ্যালয় রয়েছে ?

     (a) ৯ টি     (b) ৭ টি    (c) ১৬ টি    (d) ১৪ টি

 

20.  হাতি সুমারি অনুসারে পশ্চিমবঙ্গে মোট হাতির সংখ্যা কতগুলি ? 

    (a) ১৫০ টি      (b) ৯১ টি     (c) ৭৫ টি    (d) ৩৫ টি

 

21.  পশ্চিমবঙ্গে ধান উৎপাদনের প্রথম স্থান কোন জেলার ?

    (a) বর্ধমান     (b) পূর্ব মেদিনীপুর     (c) পশ্চিম মেদিনীপুর     (d) হুগলী

 

22.  পশ্চিমবঙ্গে আলু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন জেলা ?

    (a)  হুগলী      (b) নদিয়া    (c) পশ্চিম মেদিনীপুর    (d) বর্ধমান

 

23.  পশ্চিমবঙ্গে মোট শৈলশিরা সংখ্যা কয়টি ?

    (a) ৫ টি     (b) ৩ টি     (c) ৭ টি     (d) ৯ টি

 

24.  পশ্চিমবঙ্গের পর্বত শৃঙ্গের সংখ্যা কয়টি ?

    (a) ৯ টি     (b) ১১ টি     (c) ১৪ টি     (d) ৭ টি

 

25.  মীন দ্বীপ কোন জেলার অন্তর্ভুক্ত হয়েছে ?

    (a) উঃ ২৪ পরগণা      (b) দঃ ২৪ পরগণা     (c) পূর্ব মেদিনীপুর     (d) পশ্চিম মেদিনীপুর

 

26.  জনসংখ্যা বৃদ্ধির হার কোন জেলার সবচেয়ে কম ?

     (a) হাওড়া      (b) কলকাতা      (c) বীরভূম     (d) নদীয়া

 

27.  ভারতের গ্লাসগো নামে পরিচিত কোন শহর ?

     (a) দুর্গাপুর     (b)  খরগপুর     (c) হলদিয়া    (d) হাওড়া

 

28.  সারা ভারতে মাথা পিছু আয়ে পশ্চিমবঙ্গের স্থান কত ?

     (a) একাদশ     (b) নবম     (c) চতুর্দশ     (d) দ্বাদশ

 

29.  জনসংখ্যার ভিত্তিতে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত ?

    (a) ষষ্ঠ     (b) চতুর্থ     (c) নবম     (d) তৃতীয়

 

30.  পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো আয়তনের জেলা কোনটি ?

    (a) মালদা     (b) কলকাতা     (c) হাওড়া    (d) পুরুলিয়া

 

31.

(a)     (b)   (c)   (d)

32.

(a)     (b)   (c)   (d)

33.

(a)     (b)   (c)   (d)

34.

(a)     (b)   (c)   (d)

35.

(a)     (b)   (c)   (d)

36.

(a)     (b)   (c)   (d)

37.

(a)     (b)   (c)   (d)

38.

(a)     (b)   (c)   (d)

39.

(a)     (b)   (c)   (d)

40.

(a)     (b)   (c)   (d)

41.

(a)     (b)   (c)   (d)

42.

(a)     (b)   (c)   (d)

43.

(a)     (b)   (c)   (d)

44.

(a)     (b)   (c)   (d)

45.

(a)     (b)   (c)   (d)

46.

(a)     (b)   (c)   (d)

47.

(a)     (b)   (c)   (d)

48.

(a)     (b)   (c)   (d)

49.

(a)     (b)   (c)   (d)

50.

(a)     (b)   (c)   (d)