ছোট প্রশ্ন ও উত্তর : রাসায়নিক বন্ধনী

Submitted by arpita pramanik on Sat, 11/10/2012 - 22:31

ছোট প্রশ্ন ও উত্তর - রাসায়নিক বন্ধনী (Chemical Bonding) :

প্রশ্ন:- যোজক ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন কাকে বলে ?

উত্তর:- পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনগুলিকে যোজক ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন বলে ।

 

প্রশ্ন:- যোজ্যতা কক্ষ কী ?

উত্তর:- পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষকে যোজ্যতা কক্ষ বলে ।

 

প্রশ্ন:- সমাবয়বতা ধর্ম কোন প্রকার যৌগে দেখা যায় ?

উত্তর:-  সমযোজী যৌগে সমাবয়বতা ধর্ম দেখা যায় ।

 

প্রশ্ন:- কোন সমযোজী যৌগ আয়নে বিভক্ত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে ?

উত্তর:-  HCl গ্যাস একটি সমযোজী যৌগ ।  HCl গ্যাস জলে দ্রবীভূত হয়ে আয়নে বিয়োজিত হয়ে তড়িৎ পরিবহন করতে পারে ।

 

প্রশ্ন:-  NaCl এবং CCl4 যৌগ দুটির কোনটি অণু গঠনে সক্ষম ?

উত্তর:-  NaCl এবং CCl4 যৌগ দুটির মধ্যে CCl4 অণু গঠনে সক্ষম ।

 

প্রশ্ন:-  MgCl2 এবং CHCl3 -এর মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য ?

উত্তর:-  MgCl2 এবং CHCl3 -এর মধ্যে MgCl2 তড়িৎ বিশ্লেষ্য ।

 

প্রশ্ন:-  CH4 যৌগে কার্বনের যোজ্যতা কত হবে এবং কেন ?

উত্তর:- CH4 যৌগে কার্বনের যোজ্যতা = 4; এই যৌগে কার্বন পরমাণু 4টি ইলেকট্রন জোড় গঠন করে বলে কার্বনের যোজ্যতা 4 হয় ।

 

প্রশ্ন:-  নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে কয়টি ইলেকট্রন থাকে ?

উত্তর:-  হিলিয়ামের ক্ষেত্রে 2টি এবং বাকি নিষ্ক্রিয় মৌলের পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে 8 টি ইলেকট্রন থাকে ।

 

প্রশ্ন:-  কার্বনের নিকটতম নিষ্ক্রিয় মৌল কোনটি ?

উত্তর:- কার্বনের নিকটতম নিষ্ক্রিয় মৌলটি হল নিয়ন (Ne) ।

 

প্রশ্ন:- H2O এবং CaH2 যৌগ দুটির কোনটি অণু গঠনে সক্ষম ?

উত্তর:- H2O এবং CaH2 যৌগ দুটির মধ্যে H2O অণু গঠনে সক্ষম ।

 

প্রশ্ন:-  অষ্টক সুত্র কী  ?

উত্তর:- মৌলগুলিকে যদি ক্রমবর্ধমান পারমাণবিক ওজন হিসাবে সাজানো হয়, তবে প্রত্যেক অষ্টক মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে । 1863 সালে বিজ্ঞানী নিউল্য্যান্ড অষ্টক সূত্রের অবতারণা করেন ।  

 

প্রশ্ন:- তড়িৎযোজি যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি কেন ? 

উত্তর:-  তড়িৎযোজি যৌগের আয়নগুলির মধ্যে আকর্ষণ তীব্র হওয়ায় এদের বিচ্ছিন্ন করতে বেশি তাপশক্তির প্রয়োজন হয় । তাই তড়িৎযোজি যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত বেশি হয় ।

*****

Related Items

সমযোজী যৌগগুলির বৈশিষ্ট্য

সাধারণ তাপমাত্রায় বেশির ভাগ সমযোজী যৌগ সাধারণত তরল কিংবা গ্যাসীয় অবস্থায় থাকে কিন্তু বেশি আণবিক গুরুত্ববিশিষ্ট সমযোজী মৌল বা যৌগগুলি কঠিন বা তরল হয় । সমযোজী যৌগে সমযোজী বন্ধন দৃঢ় প্রকৃতির, তার ফলে অণুগুলি স্থায়ী হয় । ...

ইলেক্ট্রনীয় যোজ্যতা বা তড়িৎ-যোজ্যতা

সাধারণ অবস্থায় পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান হওয়ার জন্য পরমাণু নিস্তড়িৎ হয় । সাধারণ নিয়মে পরমাণুর সংযোগ হওয়ার সময় ধাতুর পরমাণু ইলেকট্রন বর্জন এবং অধাতুর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে । ফলে কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয় ...

সমযোজ্যতা (Covalent)

সমযোজ্যতা: অনেকক্ষেত্রে দুটি পরমাণু সংযোগের সময় প্রত্যেক পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষ থেকে একটি করে ইলেকট্রন এসে ইলেকট্রন জোড় সৃষ্টি করে । এই রকম এক বা একাধিক ইলেকট্রন জোড় উভয় পরমাণুর মধ্যে সাধারণভাবে থেকে যৌগ গঠন করে । এই ধরনের যৌগ তৈরি হওয়ার ...

রাসায়নিক বন্ধন, আয়নীয় যোজ্যতা, সমযোজ্যতা

দুই বা ততোধিক পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রন গুলির সুনির্দিষ্ট সমাবেশের ফলে পরমাণু গুলির মধ্যে যে মিলনের বা বন্ধনের সৃষ্টি হয় সেই বন্ধনকে রাসায়নিক বন্ধন বলে । রাসায়নিক বন্ধন এ অংশগ্রহণকারী প্রত্যেকটি পরমাণুর সর্বশেষ কক্ষের ইলেকট্রন গুলির ...