বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ইতিহাসের ধারণা ও আধুনিক ইতিহাসচর্চা

Submitted by avimanyu pramanik on Fri, 10/02/2020 - 14:26

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ইতিহাসের ধারণা ও আধুনিক ইতিহাসচর্চা

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন —                              [মাধ্যমিক - ২০১৭ ]

    (ক) ইংরেজরা        (খ) ওলন্দাজরা        (গ) ফরাসিরা        (ঘ) পোর্তুগিজরা ।

২. বিপিনচন্দ্র পাল লিখেছেন —                                            [মাধ্যমিক - ২০১৭ ]

    (ক) সত্তর বছর      (খ) জীবনস্মৃতি       (গ) এ নেশন ইন মেকিং      (ঘ) আনন্দমঠ ।

৩. 'জীবনের ঝরাপাতা' গ্রন্থটি হল একটি —                          [মাধ্যমিক - ২০১৮]

    (ক) উপন্যাস       (খ) কাব্যগ্রন্থ       (গ) জীবনীগ্রন্থ        (ঘ) আত্মজীবনী

৪. মোহনবাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল—         [মাধ্যমিক - ২০১৯]

    (ক) ১৮৯০ খ্রিঃ      (খ) ১৯০৫ খ্রিঃ      (গ) ১৯১১ খ্রিঃ      (ঘ) ১৯১৭ খ্রিঃ

৫. দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন—                               [মাধ্যমিক - ২০১৯]

     (ক) চলচ্চিত্রের সঙ্গে       (খ) ক্রীড়া জগতের সঙ্গে       (গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে       (ঘ) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে

 

***********

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার জনক হলেন —

    (ক) রণজিৎ গুহ       (খ) অমলেশ ত্রিপাঠী       (গ) রামচন্দ্র গুহ       (ঘ) সুমিত সরকার ।

২.  নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয় —

     (ক) ১৯৩০-৪০ -এর দশকে      (খ) ১৯৪০-৫০ -এর দশকে       (গ) ১৯৫০-৬০ এর দশকে       (ঘ) ১৯৬০-৭০ -এর দশকে

৩. 'History From Below' গ্রন্থটির রচয়িতা হলেন —

     (ক) ই. পি. থমসন       (খ) লুসিয়েন ফেবর      (গ) মার্ক ব্লখ     (ঘ) ফার্নান্দ ব্রদেল 

৪. 'Annal School' মতবাদের ঐতিহাসিকরা ইতিহাসচর্চা করেন —

      (ক) খেলার ইতিহাস       (খ) শিল্পচর্চার ইতিহাস      (গ) শহরের ইতিহাস      (ঘ) নতুন সামাজিক ইতিহাস

৫.  ইউরোপে খেলার ইতিহাসচর্চার সূচনা হয় —

     (ক) ১৯২০ -এর দশকে       (খ) ১৯৩০ -এর দশকে      (গ) ১৯৪০ -এর দশকে      (ঘ) ১৯৭০ -এর দশকে

৬. 'ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি' প্রতিষ্ঠিত হয় কোন সালে ? 

     (ক) ১৭৮২ খ্রিস্টাব্দে      (খ)  ১৮৮২ খ্রিস্টাব্দে       (গ)  ১৯৮২ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৭২ খ্রিস্টাব্দে  ।

৭.  ভারতীয় ক্রিকেটের ইতিহাস সংক্রান্ত গ্রন্থ "Twenty-two yards to Freedom' -এর রচয়িতা হলেন —

       (ক) বোরিয়া মজুমদার      (খ) আশিস নন্দী       (গ) রামচন্দ্র গুহ      (ঘ) মিহির বোস ।

৮. ১৯৮৮ খ্রিস্টাব্দে ভারতে খেলার ইতিহাস নিয়ে প্রথম গবেষণা করেন —

     (ক) আশিস নন্দী       (খ) রামচন্দ্র গুহ      (গ) মিহির বোস       (ঘ) সৌমেন মিত্র  ।

৯. 'দ্য ডেস্টিনি অব গেমস' গ্রন্থের রচয়িতা হলেন —

    (ক) আশিস নন্দী       (খ) রামচন্দ্র গুহ      (গ) মিহির বোস       (ঘ) কৌশিক বন্দোপাধ্যায় ।

১০. মোহনবাগান দল গঠিত হয় —

      (ক) ১৮৯৮ খ্রিস্টাব্দে      (খ) ১৮৯৯ খ্রিস্টাব্দে      (গ) ১৯০৯ খ্রিস্টাব্দে      (ঘ) ১৮৮৯ খ্রিস্টাব্দে

১১. ব্রিটিশ খেলোয়াড়দের হারিয়ে বাংলার মোহনবাগান দল আই এফ এ শিল্ড জিতেছিলেন —

     (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে      (খ) ১৯০৭ খ্রিস্টাব্দে      (গ) ১৮১১ খ্রিস্টাব্দে       (ঘ) ১৯১১ খ্রিস্টাব্দে

১২. 'ইন্ডিয়ান ফুড : এ হিস্টোরিক্যাল কমপ্যানিয়ান' গ্রন্থটির রচয়িতা হলেন —

      (ক) হরিপদ ভৌমিক       (খ) বিজয় চৌধুরি        (গ) কে টি আচয়       (ঘ) বরুণ চক্রবর্তী 

১৩. 'Food in History' গ্রন্থটি রচনা করেন—

      (ক) হরিপদ ভৌমিক       (খ) বিজয় চৌধুরি        (গ) বরুণ চক্রবর্তী       (ঘ) রিয়াই টান্নাহিল

১৪. 'এক্সপ্লোরিং ইমোশনাল হিস্ট্রি' বইটির লেখক কে ? 

      (ক) রজতকান্ত রায়      (খ) বিজয় চৌধুরি        (গ) বরুণ চক্রবর্তী       (ঘ) মীনাক্ষী মুখার্জি

১৫. 'রিয়্যালিজম অ্যান্ড রিয়ালিটি : দ্য নভেল অ্যান্ড সোসাইটি ইন ইন্ডিয়া' গ্রন্থটির রচয়িতা কে ?

      (ক) কপিলা বাৎসায়ন      (খ) মীনাক্ষী মুখার্জি       (গ) বরুণ চক্রবর্তী       (ঘ) বিজয় চৌধুরি

১৬. 'ভারতের নাট্য ঐতিহ্য' গ্রন্থটি কে রচনা করেছেন ?

      (ক) বিজয় চৌধুরি      (খ) মীনাক্ষী মুখার্জি       (গ) বরুণ চক্রবর্তী       (ঘ) কপিলা বাৎসায়ন

১৭. 'বঙ্গীয় নাট্যশালার ইতিহাস' বইটি কে রচনা করেছেন ?

      (ক) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়       (খ) শঙ্কর ভট্টাচার্য      (গ) বিজয় চৌধুরি      (ঘ) মীনাক্ষী মুখার্জি

১৮. 'বাংলা রঙ্গালয়ের ইতিহাসের উপাদান' গ্রন্থটির রচয়িতা হলেন —

      (ক) বরুণ চক্রবর্তী       (খ) শঙ্কর ভট্টাচার্য      (গ) বিজয় চৌধুরি      (ঘ) মীনাক্ষী মুখার্জি

১৯. 'আওয়ার ফিল্ম, দেয়ার ফিল্ম' গ্রন্থটির রচয়িতা কে ?

      (ক) সত্যজিৎ রায়       (খ) বিজয় চৌধুরি       (গ) রজতকান্ত রায়        (ঘ) বরুণ চক্রবর্তী

২০. ব্রিটিশ সরকার কবে 'নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন' জারি করে ?

      (ক) ১৪ই মার্চ, ১৮৭৬ খ্রিঃ      (খ) ১৪ই মার্চ, ১৮৫৬ খ্রিঃ      (গ) ১৪ই মার্চ, ১৮৬৬ খ্রিঃ      (ঘ) ১৪ই মে, ১৮৭৬ খ্রিঃ

২১. 'ভারত ও শিল্পের কথা' গ্রন্থটির রচয়িতা কে ?

      (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর      (খ) অক্ষয়়়কুমার মৈত্র       (গ) বিনোদবিহারী মুখোপাধ্যায়       (ঘ) গীতা কাপুর

২২. 'বাগেশ্বরী শিল্প প্রবন্ধাবলী' গ্রন্থটির রচয়িতা হলেন —

      (ক) জাহিদ চৌধুরি      (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর      (গ) রত্নাবলী চ্যাটার্জি      (ঘ) সোফি গর্ডন

২৩. 'ভারতের চিত্রকলা ও য়ুরোপের চিত্রকলা' গ্রন্থটি কে রচনা করেছেন ?

      (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর      (খ) অক্ষয়়়কুমার মৈত্র      (গ) বিনোদবিহারী মুখোপাধ্যায়      (ঘ) অশোক মিত্র

২৪. 'চিত্রকথা' গ্রন্থটির রচয়িতা কে ?

      (ক) বিনোদবিহারী মুখোপাধ্যায়        (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর       (গ) রত্নাবলী চ্যাটার্জি        (ঘ) সোফি গর্ডন

২৫. 'কনটেমপোরারি ইন্ডিয়া পেইন্টারস' গ্রন্থটির রচয়িতা হলেন —

      (ক) গীতা কাপুর       (খ) জাহিদ চৌধুরি      (গ) রত্নাবলী চ্যাটার্জি      (ঘ) সোফি গর্ডন        

২৬. 'ফ্রম দ্য কারখানা টু দ্য স্টুডিও : এ স্টাডি ইন চেঞ্জিং সোশ্যাল রুলস অফ প্যাট্রন অ্যান্ড আর্টিস্ট ইন বেঙ্গল' গ্রন্থটির রচয়িতা কে ?

       (ক) জাহিদ চৌধুরি      (খ) অবনীন্দ্রনাথ ঠাকুর      (গ) রত্নাবলী চ্যাটার্জি      (ঘ) সোফি গর্ডন

২৭.  'নাইনটিনথ সেঞ্চুরি ইন্ডিয়ান ফটোগ্রাফি' গ্রন্থটি কে রচনা করেছেন ?

       (ক) সোফি গর্ডন      (খ) অক্ষয়়়কুমার মৈত্র      (গ) বিনোদবিহারী মুখোপাধ্যায়      (ঘ) অশোক মিত্র

২৮. 'আফটারইমেজ অফ এম্পায়ার : ফটোগ্রাফি ইন নাইনটিনথ সেঞ্চুরি ইন্ডিয়া' গ্রন্থটির রচয়িতা হলেন —

      (ক) অবনীন্দ্রনাথ ঠাকুর      (খ) অক্ষয়়়কুমার মৈত্র      (গ) বিনোদবিহারী মুখোপাধ্যায়     (ঘ) জাহিদ চৌধুরি

২৯. বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা শাড়ি পরা চালু করে, তার নাম হয় 'ব্রাহ্মিকা শাড়ি' — এটি কোন রীতির অনুসরণে ?

      (ক) পারসিক রীতি     (খ) ফরাসি রীতি        (গ) ভারতীয় রীতি       (ঘ) ব্রিটিশ রীতি  ।

৩০. 'স্ত্রীলোকের পরিচ্ছদ' বইটির রচয়িতা কে ?

      (ক) সি. কেশব        (খ) এম্মা টারলো       (গ) রত্নাবলী চ্যাটার্জি       (ঘ) সৌদামিনি খাস্তগি 

৩১. 'জীবিত সমরম' কার আত্মজীবনী ?

       (ক) সি কেশব      (খ) জাহিদ চৌধুরি      (গ) রত্নাবলী চ্যাটার্জি      (ঘ) সোফি গর্ডন

৩২. 'ক্লোথিং ম্যাটারস ড্রেস অ্যান্ড আইডেনটিটি ইন ইন্ডিয়া' গ্রন্থটি কে রচনা করেছেন ?

      (ক) সি কেশব      (খ) জাহিদ চৌধুরি       (গ) এম্মা টারলো       (ঘ) রত্নাবলী চ্যাটার্জি

৩৩. 'মিলিটারি হিস্ট্রি অব ইন্ডিয়া' গ্রন্থটির রাচয়িতা হলেন কে ?

       (ক) সুবোধ ঘোষ       (খ) দীপ্তনীল রায়       (গ) নিখিলেশ ভট্টাচার্য       (ঘ) যদুনাথ সরকার 

৩৪. ১৮৫৩ খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় কোথায় ?

      (ক) বোম্বে থেকে থানে       (খ) বোম্বে থেকে দিল্লী        (গ) বোম্বে থেকে কলকাতা        (ঘ) বোম্বে থেকে গোয়া ।

 ৩৫. কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে —

       (ক) ফটোগ্রাফির ইতিহাসে      (খ) খেলাধুলার ইতিহাসে      (গ) বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে      (ঘ) পরিবেশের ইতিহাসে ।

৩৬. 'হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি' গ্রন্থটির রচয়িতা হলেন —

       (ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায়       (খ) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়       (গ) সি ডি ড্যামপিয়ার      (ঘ) আই গোল্ডস্টোন

৩৭. বিজ্ঞানচর্চার উল্লেখযোগ্য গ্রন্থ 'হিস্ট্রি অব সায়েন্স' গ্রন্থটি কে লিখেছেন ?

       (ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায়        (খ) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়       (গ) সি ডি ড্যামপিয়ার      (ঘ) আই গোল্ডস্টোন      

৩৮. 'সোশ্যাল মেডিসিন : ইটস ডেরিভেশানস অ্যান্ড অবজেকটিভস' বইটি কে লিখেছেন ?

       (ক) জে ডি বার্নাল       (খ) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়       (গ) সি ডি ড্যামপিয়ার      (ঘ) আই গোল্ডস্টোন

৩৯. 'সায়েন্স ইন হিস্ট্রি' বইটির লেখক কে ?

       (ক) জে ডি বার্নাল       (খ) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়       (গ) সি ডি ড্যামপিয়ার      (ঘ) আই গোল্ডস্টোন

৪০. 'সায়েন্স, টেকনোলজি অ্যান্ড মেডিসিন ইন কলোনিয়াল ইন্ডিয়া' গ্রন্থটির রচয়িতা হলেন —

      (ক) প্রতীক চক্রবর্তী     (খ) ডেভিড আর্নল্ড       (গ) বিনয়ভূষণ রায়     (ঘ) দীপক কুমার

৪১. 'ওয়েস্টার্ন সায়েন্স ইন মডার্ন ইন্ডিয়া' গ্রন্থটির লেখক হলেন —

      (ক) ডেভিড আর্নল্ড       (খ) প্রতীক চক্রবর্তী       (গ) বিনয়ভূষণ রায়     (ঘ) দীপক কুমার        

৪২. 'উনিশ শতকে বাংলা ভাষায় বিজ্ঞানচর্চা' গ্রন্থটি কে রচনা করেছেন ?

      (ক) প্রতীক চক্রবর্তী       (খ) রাজশেখর বসু      (গ) বিনয়ভূষণ রায়      (ঘ) দীপক কুমার

৪৩. 'সায়েন্স অ্যাণ্ড রাজ' গ্রন্থটি কার লেখা ?

      (ক) তপন চক্রবর্তী      (খ) প্রতীক চক্রবর্তী       (গ) বিনয়ভূষণ রায়     (ঘ) দীপক কুমার

৪৪. 'শতবর্ষে বাঙালির বিজ্ঞান সাধনা' গ্রন্থটির রচয়িতা হলেন —

      (ক) তপন চক্রবর্তী        (খ) প্রতীক চক্রবর্তী       (গ) বিনয়ভূষণ রায়     (ঘ) দীপক কুমার

৪৫. 'প্রাচীন ভারতে চিকিৎসাবিজ্ঞান' গ্রন্থটির লেখক কে ?

      (ক) তপন চক্রবর্তী      (খ) প্রতীক চক্রবর্তী      (গ) বিনয়ভূষণ রায়     (ঘ) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়

৪৬. ভারতের কোন অঞ্চলের পুজোয় ছানার তৈরি মিষ্টি ব্যবহার করা হয় ?

      (ক) উত্তরপ্রদেশ      (খ) গুজরাট      (গ) বাংলা     (ঘ) কেরালা ।

৪৭. 'মল্লভূম বিষ্ণুপুরের ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন ?

      (ক) কুমুদনাথ মল্লিক     (খ) সুধীর কুমার মিত্র     (গ) কেদারনাথ মজুমদার      (ঘ) মনোরঞ্জন চন্দ্র

৪৮. 'যশোর-খুলনার ইতিহাস' গ্রন্থটির রচয়িতা হলেন —

       (ক) সতীশচন্দ্র মিত্র       (খ) সুধীর কুমার মিত্র      (গ) কেদারনাথ মজুমদার      (ঘ) কুমুদনাথ মল্লিক

৪৯. 'মুরশিদাবাদের ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন ?

      (ক) আনন্দনাথ রায়      (খ) দীনেশচন্দ্র সেন       (গ) নিখিলনাথ রায়        (গ) মুন্সি মোহনলাল

৫০.'বৃহৎ বঙ্গ' গ্রন্থটি কে রচনা করেন ?

      (ক) আনন্দনাথ রায়       (খ) মুন্সি মোহনলাল       (গ) নীহাররঞ্জন রায়         (ঘ) দীনেশচন্দ্র সেন    

৫১. 'বাঙালীর ইতিহাস-আদিপর্ব' গ্রন্থটির রচয়িতা হলেন  —

      (ক) নীহাররঞ্জন রায়      (খ) সুধীর কুমার মিত্র      (গ) কেদারনাথ মজুমদার      (ঘ) কুমুদনাথ মল্লিক

৫২. 'ফরিদপুরের ইতিহাস' গ্রন্থটি রচনা করেন —

     (ক) কুমুদনাথ মল্লিক       (খ) মুন্সি মোহনলাল       (গ) নীহাররঞ্জন রায়        (ঘ) আনন্দনাথ রায়

৫৩. 'বাংলাদেশের ইতিহাস' গ্রন্থটি রচনা করেন —

     (ক) রমেশচন্দ্র মজুমদার       (খ) মুন্সি মোহনলাল       (গ) নীহাররঞ্জন রায়     (ঘ) আনন্দনাথ রায়

৫৪. 'উদয়পুরের ইতিহাস' গ্রন্থটি রচনা করেন —

      (ক) আনন্দনাথ রায়       (খ) মুন্সি মোহনলাল       (গ) নীহাররঞ্জন রায়     (ঘ) গৌরিশংকর হিরাচাঁদ ওঝা

৫৫. 'তারিখ-ই-বিকানির' গ্রন্থটি রচনা করেন —

       (ক) আনন্দনাথ রায়       (খ) নীহাররঞ্জন রায়       (গ) মুন্সি মোহনলাল      (ঘ) খুশওয়ান্ত সিং

৫৬. 'শিখদের ইতিহাস' গ্রন্থটি রচনা করেন —

       (ক) আনন্দনাথ রায়       (খ) নীহাররঞ্জন রায়      (গ) মুন্সি মোহনলাল      (ঘ) খুশওয়ান্ত সিং

৫৭. ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল —

     (ক) ১৯০৯ খ্রিস্টাব্দে       (খ) ১৯১০ খ্রিস্টাব্দে      (গ) ১৯১১ খ্রিস্টাব্দে       (ঘ) ১৯১২ খ্রিস্টাব্দে ।

৫৮  'Ecological Imperialism' গ্রন্থটি লিখেছেন —

       (ক) স্ট্যানলি জ্যাকসন      (খ) এলিজাবেথ হুইটকম্ব       (গ) রামচন্দ্র গুহ       (ঘ) আলফ্রেড ক্রসবি

৫৯. 'ম্যান অ্যান্ড দ্যা ন্যাচারাল ওয়ার্ল্ড' গ্রন্থটির রচয়িতা হলেন —

      (ক) কীথ টমাস      (খ) ডেভিড আর্নল্ড        (গ) রিচার্ড গ্রোভ       (ঘ) এলিজাবেথ হুইটকম্ব

৬০. 'ল্যান্ডস্কেপ অ্যান্ড মেমরি' গ্রন্থটির রচয়িতা হলেন —

     (ক) কীথ টমাস      (খ) ডেভিড আর্নল্ড      (গ) রিচার্ড গ্রোভ       (ঘ) সাইমন স্কামা   

৬১.'গ্রিন ইম্পিরিয়ালিজম' গ্রন্থটির লেখক হলেন —

       (ক) ডেভিড আর্নল্ড       (খ) রিচার্ড গ্রোভ      (গ) কীথ টমাস      (ঘ) আলফ্রেড ক্রসবি

৬২. 'দিস ফিসারডল্যান্ড : অ্যান ইকোলজিক্যাল হিস্ট্রি অব ইন্ডিয়া' গ্রন্থটির রচয়িতা হলেন —

       (ক) মাধব গ্যাডগিল এবং রামচন্দ্র গুহ      (খ) রিচার্ড গ্রোভ       (গ) ডেভিড আর্নল্ড      (ঘ) কীথ টমাস

৬৩. 'প্রাচীন ভারতে নারী' গ্রন্থটির লেখক হলেন —

       (ক) ক্ষিতিমোহন সেন      (খ) ভারতী রায়       (গ) দয়ারাম গিডুমাল      (ঘ) শমিতা সেন

৬৪.  'উওম্যান ইন মডার্ন ইন্ডিয়া' গ্রন্থটি লিখেছেন  —

       (ক) আলফ্রেড ক্রসবি       (খ) রিচার্ড গ্রোভ      (গ) কীথ টমাস       (ঘ) জেরাল্ডাইন ফর্বস       

৬৫. 'দ্য স্টেটাস অব উওম্যান ইন ইন্ডিয়া' গ্রন্থটির রচয়িতা হলেন —

        (ক) রিচার্ড গ্রোভ      (খ) কীথ টমাস       (গ) দয়ারাম গিডুমাল      (ঘ) শমিতা সেন

৬৬. 'উওম্যান ইন মডার্ন ইন্ডিয়া' গ্রন্থটির রচয়িতা কে ?

       (ক) নীরা দেশাই      (খ) ভারতী রায়      (গ) যশোধরা বাগচি       (ঘ) রত্নাবলী চট্টোপাধ্যায়

৬৭. বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথমে প্রকশিত হয় —

       (ক) বঙ্গদর্শনে        (খ) প্রবাসীতে       (গ) সন্ধ্যাতে        (ঘ) হিতবাদীতে ।

৬৮. সত্তর বছর কার অসম্পূর্ণ আত্মজীবনী —

     (ক) রবীন্দ্রনাথ ঠাকুর       (খ) সরলাদেবী চৌধুরানি       (গ) চিত্তরঞ্জন দাস       (ঘ) বিপিনচন্দ্র পাল

৬৯. 'জীবনস্মৃতি' নামক স্মৃতিকথা গ্রন্থটির রচয়িতা হলেন —

     (ক) মণিকুন্তলা সেন       (খ) নারায়ণ সান্যাল       (গ) রবীন্দ্রনাথ ঠাকুর       (ঘ) বিপিনচন্দ্র পাল ।

৭০. রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবনস্মৃতি' কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকশিত হয় —

       (ক) প্রবাসী পত্রিকায়      (খ) বঙ্গদর্শন পত্রিকায়      (গ) দেশ পত্রিকায়     (ঘ) সোমপ্রকাশ পত্রিকায় ।

৭১. 'জীবনের ঝরাপাতা' গ্রন্থটির রচয়িতা হলেন —

    (ক) সরলাদেবী চৌধুরানি        (খ) রবীন্দ্রনাথ ঠাকুর       (গ) স্বামী বিবেকানন্দ       (ঘ) লীলা নাগ ।

৭২. 'জীবনের ঝরাপাতা' গ্রন্থটি যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত সেটির নাম হল—

      (ক) বঙ্গদর্শন       (খ) দেশ        (গ) সোমপ্রকাশ       (ঘ) সংবাদ প্রভাকর ।

৭৩. ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল —

    (ক) বেঙ্গল গেজেট       (খ) সমাচার দর্পণ       (গ) সংবাদ প্রভাকর        (ঘ) দিগদর্শন ।

৭৪. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা হল—

     (ক) সোমপ্রকাশ       (খ) দিগদর্শন       (গ) সমাচার দর্পণ        (ঘ) বেঙ্গল গেজেট ।

৭৫. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র হল  —

      (ক) দিগদর্শন       (খ) সমাচার দর্পণ        (গ) বেঙ্গল গেজেট       (ঘ) সংবাদ প্রভাকর

৭৬. বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় —

    (ক) ১৮১৮ খ্রিস্টাব্দে      (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে      (গ) ১৮৭২ খ্রিস্টাব্দে       (ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে ।

৭৭. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন —

     (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়        (খ) প্রশান্তচন্দ্র মহলানবিশ       (গ) বিপিনচন্দ্র পাল         (ঘ) প্রমথনাথ মিত্র ।

৭৮. 'সোমপ্রকাশ' পত্রিকার প্রকাশক হলেন —

     (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়       (খ) দ্বারকানাথ বিদ্যাভূষণ       (গ) দীনবন্ধু মিত্র        (ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ।

৭৯. 'সোমপ্রকাশ' সাপ্তাহিক পত্রিকা প্রথম প্রকাশিত হয় —

     (ক) ১২ই মার্চ, ১৮৯৫ খ্রিঃ      (খ) ১৬ই আগস্ট, ১৮৩৭ খ্রিঃ      (গ) ১৫ই নভেম্বর, ১৮৫৮ খ্রিঃ     (ঘ) ১৫ই নভেম্বর ১৮৬২ খ্রিঃ ।

৮০. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট (১৮৭৮) প্রয়োগ করে ব্রিটিশ সরকার কোন পত্রিকাটির প্রকাশ বন্ধ করে দেয় ।

      (ক) সোমপ্রকাশ       (খ) দিগদর্শন      (গ) সমাচার দর্পণ       (ঘ) বেঙ্গল গেজেট ।

******

Comments

Related Items

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল ? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ?

প্রশ্ন : বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে নারীসমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল ? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ?

বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

প্রশ্ন : বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও ।

বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?

প্রশ্ন : বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও । বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন ?

কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?

প্রশ্ন : কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় ?

ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ?

প্রশ্ন : ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল ?