মানবদেহের রেচন ক্রিয়া

Submitted by arpita pramanik on Sat, 11/24/2012 - 14:05

মানবদেহের রেচন ক্রিয়া (Excretion in Man)

মানব দেহের রেচন অঙ্গ হল বৃক্ক । এছাড়া চর্ম, ফুসফুস, যকৃৎ ইত্যাদি রেচনে সাহায্য করে বলে এদের সহায়ককারী রেচন অঙ্গ বলে ।

মানবদেহের রেচন তন্ত্র (Excretory system of Man):- মানবদেহের রেচন তন্ত্র এক জোড়া বৃক্ক, এক জোড়া গবিনী, একটি মুত্রাশায়, এবং একটি মুত্রনালী নিয়ে গঠিত । মানুষের বৃক্ক দুটি দেখতে শিমের বীজের মতো এবং ওজনে প্রায় 125-170 gm. । বৃক্ক দুটি মানবদেহের উদর গহ্বরের কটি অঞ্চলে (lumber region), মেরুদন্ডের উভয় পাশে ও পেরিটোনিয়ামের নীচে পৃষ্ঠপ্রাচীর সংলগ্ন অবস্থায় অবস্থিত । প্রতিটি বৃক্ক থেকে একটি করে সরু নালী নির্গত হয়ে মেরুদন্ডের দু'পাশ দিয়ে নীচের দিকে বিস্তৃত থাকে, এই নালী দু'টিকে গবিনী বা ইউরেটার (Ureter) বলে । এদের মাধ্যমে বৃক্ক থেকে নিঃসৃত মুত্র নির্গত হয় । গবিনী দুটি বস্তি গহ্বরে বা শ্রোণি গহ্বরে অবস্থিত একটি পেশিময় থলির সঙ্গে যুক্ত থাকে । এই থলিকে মুত্রথলি (urinary bludder) বলে । মুত্রথলির মধ্যে মুত্র সাময়িকভাবে সঞ্চিত থাকে । মুত্র থলিটি একটি মুত্রনালীর (urethra)    সাহায্যে দেহের বাইরে উন্মুক্ত থাকে । মুত্রথলি ও মুত্রনালীর সংযোগ স্থলে একটি স্ফিংটার পেশি (sphincter muscle) থাকে, যার ফলে আমরা ইচ্ছানুযায়ী মুত্রত্যাগ করতে পারি ।

বৃক্কের গঠন ও কাজ (Structure and function of kidney)

মানবদেহের বৃক্কের গঠন : গঠন অনুযায়ী মানব দেহের বৃক্ককে দু'ভাগে ভাগ করা যায়, যথা: বহির্গঠন ও অন্তর্গঠন ।

[i] বহির্গঠন:-

[a]  মানুষের বৃক্ক দেখতে অনেকটা শিম বীজের মতো । পরিণত মানুষের ক্ষেত্রে এটি লম্বায় 11 cm. প্রস্থে 5 cm. এবং 3 cm. পুরু হয়ে থাকে ।

[b]  প্রতিটি বৃক্ক তন্তুময় যোগকলা নিয়ে গঠিত 'ক্যাপসুল' দিয়ে ঢাকা থাকে ।

[c]  বৃক্কের পিঠের দিকটি উত্তল এবং ভিতরের দিকটি অবতল ।  বৃক্কের অবতল খাঁজটিকে বৃক্কীয় নাভী বা হাইলাম বলে ।

[d]  হাইলাম অংশটি বৃক্কীয় ধমনী, বৃক্কীয় শিরা ও গাবিনীর সঙ্গে যুক্ত থাকে ।

 

[ii]  অন্তর্গঠন:-

[a]  লম্বচ্ছেদ করলে প্রতিটি বৃক্কের দুটি অংশ লক্ষ করা যায় —বাইরের গাঢ় লাল রং -এর অংশটিকে বহিঃস্তর বা কর্টেক্স এবং ভিতরের অপেক্ষাকৃত হালকা লাল অংশটিকে অন্তঃস্তর বা মেডালা বলে ।

[b]  বৃক্কের কর্টেক্স অংশটি স্থানে স্থানে মেডালার গভীরে প্রবেশ করে পিরামিডের মতো গঠন রচনা করে, এগুলিকে বৃক্কীয় পিরামিড বলে ।

[c]  বৃক্কের কর্টেক্স ও মেডালা প্রায় সম্পূর্ণভাবে একটি গহ্বরকে ঘিরে অবস্থান করে । এই গহ্বরটিকে বৃক্কীয় পেলভিস বলে । 

[d]  ফানেলের মতো দেখতে এই অংশ থেকে গবিনী উত্পন্ন হয়েছে । গবিনী পেলভিসে ঢোকার পর কয়েকটি মেজর ক্যালিক্স বা প্রধান বৃতি গঠন করে । প্রতিটি মেজর ক্যালিক্স আবার কিছু মাইনর ক্যালিক্স বা শাখা বৃতিতে বিভক্ত হয় ।

[e]  মাইনর ক্যালিক্স যে অংশে বৃক্কীয় পিরামিডের সঙ্গে যুক্ত হয় তাকে বিক্কীয় পীড়কা বলে ।

[f]  প্রতিটি বৃক্ক অসংখ্য সুক্ষ্ম চুলের মতো কুণ্ডলীকৃত নালিকা নিয়ে গঠিত, এদের নেফ্রন বলে । এই নেফ্রনই  হল বৃক্কের গঠনগতকার্যগত একক । এক একটি বৃক্কে প্রায় দশ লক্ষ নেফ্রন থাকে ।

*****

 

 

Related Items

টীকাকরণ এবং অনাক্রম্যতাকরণ

দেহে জীবাণু বা জীবাণুসৃষ্ট পদার্থ কৃত্রিমভাবে প্রবেশ করিয়ে ওই রোগের সাপেক্ষে দেহের প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা বৃদ্ধি করার প্রক্রিয়াকে টীকাকরণ বলে, এবং যে পদার্থকে দেহে প্রবেশ করানো হয়, তাকে টীকা বলে। ইঞ্জেকশনের মাধ্যমে অথবা খাওয়ানোর দ্বারা প্রতিষেধক টীকা দেহে প্রবেশ ...

সাধারণ জীবাণু নাশকের ব্যবহার

বিভিন্ন রোগ-জীবাণু প্রতিরোধের জন্য নানা ধরনের জীবাণুনাশক ব্যবহার করা হয় । সাধারণত জীবাণুনাশকগুলি প্রধানত তিন ধরনের হতে পারে, যেমন : প্রাকৃতিক, ভৌত এবং রাসায়নিক। সূর্যালোক এবং বাতাস স্বাভাবিক জীবাণুনাশক হিসেবে কাজ করে । সূর্যালোকের অতিবেগুনি রশ্মির ...

রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রামিত রোগ সমূহ

কোনো রোগের কারণে অথবা ক্ষতের মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত রক্ত নির্গত হয়ে গেলে, রক্ত সঞ্চালনের মাধ্যমে তা প্রতিস্থাপিত করা যেতে পারে । বর্তমানে বিভিন্ন বড় বড় হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক, নার্সিং হোম অথবা বেসরকারি সংস্থার মাধ্যমে রক্ত সঞ্চালনের জন্য রক্ত পাওয়া যায় ...

পতঙ্গ বাহকের মাধ্যমে সংক্রামিত রোগসমূহ

রোগ সৃষ্টিকারী জীবাণুদের সংক্রমণের ধরন বিভিন্ন রকম হতে পারে । মানবদেহে খাদ্যের সাথে, জলের সাথে, বাতাসের মাধ্যমে, বিভিন্ন পতঙ্গ অথবা অপর জীবের দেহের সাথে সংলগ্ন হয়ে অথবা তাদের দংশনের মাধ্যমে জীবাণু সংক্রমণ হয় । এছাড়াও রোগাক্রান্ত অথবা প্রাণীর প্রত্যক্ষ সংস্পর্শ ...

প্রোটোজোয়া (Protozoa)

এককোশী আণুবীক্ষণিক প্রাণীদের প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী বলা হয় । আদ্যপ্রাণীদের মধ্যে কিছু প্রাণী মানবদেহে পরজীবীরূপে বসবাস করে এবং নানারকম রোগ সৃষ্টি করে । এখানে পাঠক্রমভুক্ত কয়েকটি আদ্যপ্রাণীর সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করা হল - প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স