Polytechnic Exam- 2009 Chemistry

Submitted by Anonymous (not verified) on Thu, 09/01/2011 - 12:54

Polytechnic Exam - 2009  ( Chemistry )

Collected from memory

 

1.  যে অধাতুর কয়েকটির রূপভেদ তড়িৎ-পরবাহী তা হল-

    (a) বোরন      (b) কার্বন      (c) সিলিকন      (d)  কোনোটাই নয়

 

2.  কোনটি রাসায়নিক পরিবর্তন নয় -

    (a) চাল থেকে মুড়ি      (b) লোহায় মরচে পড়া     (c) প্লাটিনাম তার বুনসেন শিখায় ধরলে উজ্জ্বল আলো বেরোয়    (d) এর কোনোটাই নয়

 

3.  HCl -এর সাথে বিক্রিয়ায় যে ধাতু  H2 গ্যাস উৎপন্ন করে না সেটি হল -

     (a) সোডিয়াম      (b) তামা      (c) অ্যালুমিনিয়াম      (d)  কোনোটাই নয়

 

4. সবচয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস হলো -

     (a) রেডন     (b) আর্গন      (c) হিলিয়াম     (d) কোনোটাই নয়

 

5. অ্যাসিটিলিন বিয়োজিত হয়ে কার্বন ও হাইড্রোজেন -এ পরিণত হয় । এই রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হলো -  

     (a) তাপ     (b) চাপ      (c) শব্দ     (d)  কোনোটাই নয়

 

6.  ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রনের সংখ্যা --

     (a) 5      (b) 6      (c) 7     (d) 8

 

7.  যে যৌগের অণুতে ত্রি-বন্ধন দেখা যায় সেটি হলো -

     (a) C2H2     (b) CO2      (c) CH4      (d) Cl2

 

8.  সোডিয়াম ক্লোরাইড -

     (a) তড়িৎ-বিশ্লেষ্য     (b) তড়িৎ-অবিশ্লেষ্য     (c) তড়িৎ অপরিবাহী      (d) এর কোনোটাই নয়

 

9.   অক্সিজেনের ন্যায় তড়িৎ-ঋণাত্বক একটি মৌল হচ্ছে -       

     (a) হাইড্রোজেন       (b) নিয়ন       (c) নাইট্রোজেন      (d) কোনোটাই নয়

 

10.  [tex]Na - e \to N{a^ + }[/tex]

      (a) জারণ      (b) বিজারণ     (c) অনুঘটন      (d) কোনোটাই নয়

 

11.  অসম্পৃক্ত দ্রবনকে ঠান্ডা করতে থাকলে এক বিশেষ উষ্ণতায় -

     (a) দ্রবনটি  সম্পৃক্ত হয়     (b) দ্রবনটি  অসম্পৃক্তই থাকে      (c) দ্রবনটি  অতিপৃক্ত হয়    (d) এর কোনোটাই নয়

 

12.  ধোঁয়া একটি -

    (a) গ্যাসে গ্যাসের দ্রবন     (b) গ্যাসে কার্বনের দ্রবন      (c) কোলয়ডীয় দ্রবন     (d) এর কোনোটাই নয়

 

13.  নীচের কোন বক্তব্যটি সঠিক ?

       রাসায়নিক সমীকরণ থেকে আমরা বলতে পারি -

    (a) বিক্রিয়াটি তাপমোচী না তাপগ্রাহী      (b) বিক্রিয়ায় কী কী বিক্রিয়ক বিক্রিয়া করে     (c) বিক্রিয়াটি একমুখী না উভমুখী      (d) কোনোটাই নয়

 

14.  [tex]FeC{l_3} + SnC{l_2} \to FeC{l_2} + SnC{l_4}[/tex]

      উপরিস্থিত রাসায়নিক সমীকরণটির শমিত সমীকরণ হলো --

     (a) 2FeCl3 + SnCl2 = 2FeCl2 + SnCl4

     (b) FeCl3 + 2SnCl2 = FeCl2 + 2SnCl4

     (c) 3FeCl3 + SnCl2 = 3FeCl2 + SnCl4

     (d) এর কোনোটাই নয়

 

15.  বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করতে হলে ওই জলে মেশাতে হয় -

    (a) H2SO4     (b) পটাশিয়াম পারম্যাঙ্গানেট      (c) চুন     (d) এর কোনোটাই নয়

 

16. তড়িৎলেপনের একটি উদ্দেশ্য হলো -

    (a) তড়িৎ এর অপচয় কমানো     (b) বস্তুর সৌন্দর্য বৃদ্ধি করা      (c) বস্তুকে আরো ভারী ও মোটা করা     (d) এর কোনোটাই নয়

 

17.  একটি মৃদু তড়িৎবিশ্লেষ্য পদার্থ হলো - 

    (a) সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH)    (b) হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl)     (c) অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড (NH4OH)      (d) এর কোনোটাই  নয়

 

18.  অক্সিজেন শোষণ করে --

    (a) জল      (b) সালফিউরিক অ্যাসিড      (c) ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবন      (d) এর কোনোটাই নয়

 

19.   Na2SO4  একটি --

    (a) অ্যাসিড লবন      (b) শমিত লবন      (c) ক্ষারীয় লবন      (d) কোনোটাই নয়

 

20.  কস্টিক সোডার সাথে সালফিউরিক অ্যাসিডের টাইট্রেশনে নির্দেশক হতে পারে

    (a) মিথাইল অরেঞ্জ      (b) ফেনলপথ্যালিন      (c) যে কোনো নির্দেশক     (d) এর কোনোটাই নয়

 

21.  অ্যাসিড দ্রবনে মিথাইল অরেঞ্জের বর্ণ হয় -

    (a) লাল      (b) হলুদ      (c) কমলা    (d) কোনোটাই নয়

 

22.   যে জলে বেশ কিছুটা সাবান ঘষার পর সামান্য ফেনা উৎপন্ন হয় তাকে বলে

     (a) মৃদু জল      (b) খর জল       (c) পানীয় জল     (d)  কোনোটাই নয়

 

23.   সর্বজনীন ও বহুমুখী দ্রাবক হলো- 

    (a) অ্যালকোহল      (b) ইথার      (c) জল      (d) কোনোটাই নয়

 

24.  বর্তমানে পশ্চিমবঙ্গে জলে যে পদার্থটি মিশ্রণের ফলে জলদূষণ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হলো-

    (a) ফ্লুওরাইড যৌগ      (b) আর্সেনিক       (c) রাসায়নিক সার     (d) ইথার 

 

25. পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি হলো- 

    (a) অ্যামোনিয়াম ক্লোরাইড ও শুস্ক কলিচুন     (b) সোডিয়াম নাইট্রেট ও অ্যামোনিয়াম ক্লোরাইড 

    (c) অ্যামোনিয়াম সালফেট ও সোডিয়াম হাইড্রাইড     (d) এর কোনোটাই নয়

 

26.  পরীক্ষাগারে উৎপন্ন নাইট্রোজেন গ্যাসজারে সংগ্রহ করা হয় -

    (a) জলের নিম্নাপসারণ দ্বারা     (b) বায়ুর নিম্নাপসারণ দ্বারা     (c) বায়ুর ঊর্ধ্বাপসারণ দ্বারা    (d) এর কোনোটাই

নয়

 

27.   বজ্রপাতের ফলে বায়ুমন্ডলে উৎপন্ন অ্যাসিডটির উৎপাদনে বায়ুমণ্ডলের যে দুটি গ্যাস মুখ্য ভুমিকা নেয় তাদের একটি হলো-

    (a) নাইট্রোজেন      (b) কার্বন ডাই-অক্সাইড       (c) হিলিয়াম      (d) এর কোনোটাই নয়

 

28.   সিক্ত লাল লিটমাস কাগজকে নীল করে যে গ্যাস তা হলো-

    (a) CO2      (b) NH3       (c) H2S     (d) কোনোটাই নয়

 

29.  অ্যামোনিয়া শুষ্ককরণে ব্যবহার করা হয় -

    (a) পোড়াচুন      (b) সালফিউরিক অ্যাসিড      (c) ফসফরাস পেন্টাক্সাইড     (d) এর কোনোটাই নয়

 

30.  জলে অ্যামোনিয়ার দ্রাব্যতা -

    (a) খুব বেশি      (b) খুব কম       (c) কম      (d) বেশি

 

31.  H2S গ্যাসের গন্ধ হলো-

    (a) পচা ডিমের মতো      (b) তীব্র ঝাঁঝালো      (c) গন্ধহীন      (d) এর কোনোটাই নয়

 

32.   যে গ্যাস সিক্ত নীল লিটমাসকে লাল করে তা হলো-

     (a) H2S       (b) NH4       (c) H2     (d) কোনোটাই নয়

 

33.  বেশ কিছুদিন ব্যবহারের পর রুপোর গয়নার ওপর কালো রং -এর আস্তরণ পড়ে রুপোর ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায় । আস্তরিত পদার্থটির সংকেত হলো-

     (a) HgS     (b) Ag2S      (c) Ag2O    (d) কোনোটাই নয়

 

34.  ত্রয়ী সূত্রের প্রবক্তা হলেন -

    (a) মেন্ডেলিফ      (b) নিউল্যান্ড      (c) ডোবেনিয়ার      (d) কোনোটাই নয়

 

35.  পর্যায় সারণীতে পটাশিয়ামের অবস্থান হলো-

     (a) চতুর্থ পর্যায়ের প্রথম শ্রেণীতে     (b) দ্বিতীয় পর্যায়ের সপ্তম শ্রেণীতে    (c) তৃতীয় পর্যায়ের প্রথম শ্রেণীতে    (d) এর কোনোটাই নয়

 

36.  শক্তিশালী জল বলা হয় যে অ্যাসিডকে সেটি হল- 

     (a) NHO3      (b) H2SO4       (c) HCl      (d) H2O

 

37.  অ্যালুমিনিয়াম পাত্রে থাকে -

     (a) HCl      (b) HNO3      (c) H2SO4      (d) H2O  

 

38.  AgNO3  দ্রবন দ্বারা শনাক্ত করা যায় যে অ্যাসিডটিকে সেটি হলো-

     (a) HCl      (b) H2SO4     (c) HNO3      (d) CaO

 

39.   কার্বনের একটি নিয়তাকার রূপভেদ হলো- 

     (a) কেক      (b) গ্রাফাইট       (c) রক্ত অঙ্গার     (d) কোনোটাই নয়

 

40.  পৃথিবীতে গ্রিনহাউস এফেক্ট সৃষ্টিতে বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাসের ভুমিকা আছে তাদের মধ্যে অন্যতম হলো- 

     (a) কার্বন ডাই-অক্সাইড      (b) মিথেন       (c) নাইট্রাস অক্সাইড      (d) এর কোনোটাই নয়

 

41.  খাদ্যলবণ জলকর্ষী কারণ এতে মিশে আছে - 

      (a) ম্যাগনেশিয়াম ক্লোরাইড     (b)  ফেরিক ক্লোরাইড     (c) স্ট্যানাস ক্লোরাইড     (d) এর কোনোটাই নয়

 

42.  জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় -

     (a) কলিচুন      (b) ব্লিচিং পাউডার      (c) অ্যামোনিয়াম সালফেট     (d) এর কোনোটাই নয়

 

43. খাদ্যলবণ হলো-

     (a) সোডিয়াম কার্বনেট     (b) অ্যামোনিয়াম সালফেট      (c) সোডিয়াম ক্লোরাইড     (d) এর কোনোটাই নয়

 

44.  অ্যামালগামে অবশ্যই যে ধাতু থাকে, সেটি হলো-

    (a) Al      (b) Hg     (c) Fe    (d) Cu

 

45.   নিষ্ক্রিয় লোহা তৈরি হয় লোহার সাথে -

    (a) গাঢ় HNO3 -এর বিক্রিয়ায়     (b) গাঢ় HCl -এর বিক্রিয়ায়     (c) গাঢ় H2SO4 -এর বিক্রিয়ায়   (d) এর কোনোটাই নয়

 

46. ব্রোঞ্জ হলো একটি সংকর ধাতু যাতে থাকে -

     (a) Cu ,  Zu     (b) Fe ,  Cu      (c) Cu ,  Sn    (d) কোনোটাই নয়

 

47.  রান্নার বাসনপত্র নির্মাণে ব্যবহার করা হয় -

     (a) অ্যালুমিনিয়াম     (b) জিঙ্ক      (c) ম্যাগনেশিয়াম    (d) কোনোটাই নয়

 

48.  অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো- 

    (a) মিথেন      (b) ইথেন      (c) অ্যাসিটিলিন     (d) কোনোটাই নয়

 

49. দ্বি-বন্ধনযুক্ত হাইড্রোকার্বন হলো- 

    (a) মিথেন      (b) ইথিলিন      (c) অ্যাসিটিলিন     (d) কোনোটাই নয়

 

50.  -COOH মূলকটিকে বলা হয় -

    (a) কার্বক্সিল      (b) কিটোন      (c) অ্যালডিহাইড      (d) কোনোটাই নয়

 

****

 

Comments

Related Items

JEXPO 2011 Physics question paper

WB Polytechnic Entrance Exam - 2011 Physics question paper 1. একটি মাপনী চোঙে 15 মিলি জল আছে । 13 গ্রাম ভরের একটি পাথরের টুকরোকে ঐ চোঙের মধ্যে জলে সম্পূর্ণরূপে ডোবালে জলের আয়তনের পাঠ হয় 20 মিলি । পাথরের ঘনত্ব-, (a) 2.5 গ্রাম/মিলি (b) 2.6 গ্রাম/মিলি (c) 5.2 গ্রাম/মিলি (d) 1.3 গ্রাম/মিলি ...

JEXPO 2010 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2010 Mathetatics question paper. 1. একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 21 সেমি. ও ভূমির ব্যাসার্ধ 12 সেমি. হলে শঙ্কুটির ঘনফল হবে : , 2. একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি বালতি যার উচ্চতা 32 সেমি এবং ভূমির ব্যাসার্ধ 18 সেমি. বালিতে এক চতুর্থাংশ ভর্তি আছে । বালতিটি খালি করে ভূমিতে সমস্ত বালিগুলি ...