H.S Exam 2008: Accountancy ( Beng Ver)

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 14:33

HIGHER SECONDARY EXAM, 2008 Accountancy (New Syllabus) (Bengali Version)

 

১. সঠিক উত্তরটি চিহ্নিত করঃ  ১ x ১০ = ১০

(i) কু-ঋণ হল প্রকৃতপক্ষে একধরনের

 (ক) আয়    (খ) সম্পত্তি    (গ) দায়     (ঘ) ক্ষতি  ।

 

অথবা, সাধারণ সঞ্চিতি যাতে ডেবিট করা হয়   

(ক) ক্রয়-বিক্রয়ের হিসাব    (খ) লাভ-ক্ষতির হিসাব   (গ)  লাভ-ক্ষতির বন্টনের হিসাব  (ঘ)  উদ্বর্তপত্র ।

 

(ii) কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান চূড়ান্ত হিসাবে যে অংশটি তৈরি করে না তা হল  

(ক) ক্রয়বিক্রয়ের হিসাব  (খ) উৎপাদনের হিসাব   (গ) লাভক্ষতির হিসাব   (ঘ) লাভক্ষতির বন্টনের হিসাব ।

 

অথবা, প্রারম্ভিক ব্যয়ের জন্য অর্থপ্রদান হল

 (ক) মূলধনজাতীয় ব্যয়   (খ) মুনাফাজাতীয় ব্যয়    (গ) বিলম্বিত মুনাফাজাতীয় ব্যয়  (ঘ) কোনটিই নয় ।

 

(iii)  কার্যকর অনুপাতটি হল একটি  

(ক) উদ্বর্তপত্র সম্পর্কিত অনুপাত   (খ) রেভিনিউ স্টেটমেন্ট-অনুপাত   (গ) মিশ্র অনুপাত    (ঘ) নগদ অনুপাত ।

 

(iv) চলতি দায় অপেক্ষা চলতি সম্পত্তির বাড়তি অংশকে বলা হয়  

(ক) কার্যকরী মূলধন  (খ) নিয়োজিত মূলধন   (গ) আবর্তিত মূলধন  (ঘ) স্থির মূলধন,

 

সঠিক না ভুল বলঃ

(v)  লাভ হোক বা না হোক, স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্য করা আবশ্যিক । অথবা, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে স্থায়ী সম্পত্তির ক্রয়মূল্যের ওপর অবচয় ধার্য করা হয় ।

(vi) বিক্রয় ফেরত বইয়ের যোগফল ৫,০০০ টাকা কম হল । এই ভুল রেওয়ামিলের সমতাকে প্রভাবিত করে না ।

(vii)  অংশীদারি চুক্তিপত্রের নিবন্ধন বাধ্যতামূলক ।  অথবা, অংশীদারি কারবারে অংশীদারদের দায় অসীম ।

 

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:

****

Comments

Related Items