সংক্ষিপ্ত আকারে ভারতীয় সংবিধান [ Indian Constitution in a nutshell ]
PREAMBLE:
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:
- JUSTICE, social, economic and political;
- LIBERTY of thought, expression, belief, faith and worship;
- EQUALITY of status and of opportunity; and to promote among them all
- FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;
IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.
" আমরা , ভারতের জনগণ , ভারতকে সার্বভৌম,সমাজতান্ত্রিক ,ধর্মনিরপেক্ষ,গণতান্ত্রিক ,সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক , অর্থনৈতিক ও রাজনৈতিক , ন্যায়বিচার , চিন্তা ,মতপ্রকাশ , বিশ্বাস , ধর্ম এবং উপাসনার স্বাধীনতা , সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহন করে , আমাদের গণপরিষদে আজ , ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর , এতদ্বারা এই সংবিধান গ্রহন , বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি । "
* সংবিধান রচনার বিভিন্ন পর্যায়:-
১) ৬ ডিসেম্বর , ১৯৪৬ -- ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদের (Constituent Assembly ) প্রতিষ্ঠা ।
২) ৯ ডিসেম্বর , ১৯৪৬ -- নিউ দিল্লিতে গনপরিষদের প্রথম অধিবেশন (ওই অধিবেশনে মুসলিমলীগ যোগদান করেনি ।
৩) ১১ ডিসেম্বর , ১৯৪৬ -- ড . রাজেন্দ্র প্রসাদ গনপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ।
৪) ১৩ ডিসেম্বর ,১৯৪৬ -- জওহরলাল নেহরু গনপরিষদে সংবিধানের উদ্দেশ্য সম্বলিত প্রস্তাব পেশ করেন ।
৫) ২২ জানুয়ারী, ১৯৪৭ -- গনপরিষদ পন্ডিত জওহর লাল নেহরুর প্রস্তাব অনুমোদন করে ।
৬) ১৮ আগস্ট , ১৯৪৭ -- ভারত শাসনের জন্য গনপরিষদ পুনর্গঠিত হয়ে ' সার্বভৌম গনপরিষদে ' পরিনত হয় ।
৭) ২৯ আগস্ট ১৯৪৭ -- সংবিধানের খসড়া রচনার জন্য গনপরিষদ ড. বি. আর. আম্বেদকারের সভাপতিত্বে ' ড্রাফটিং কমিটি ' গঠন করে ।
৮) ২৬ নভেম্বর , ১৯৪৯ -- সংবিধান রচনার কাজ শেষ এবং রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে গনপরিষদ কর্তৃক সংবিধান গৃহিত ।
৯) ২৬ জানুয়ারী ১৯৫০ -- ভারতীয় সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।
১০) ১৯৫০ এর ২৬ জানুয়ারীতে লিখিত ছিল " সার্বভৌম , গনতান্ত্রিক প্রজাতন্ত্র " রাষ্ট্র ।
১১) ১৯৭৬ সালের ৪২ তম সংশোধনীতে 'সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ ' শব্দ দুটি যোগ করার পার থেকে রাষ্ট্র হিসাবে ভারতের বর্ণনা --" সার্বভৌম , সমাজতান্ত্রিক ,ধর্মনিরপেক্ষ , গনতান্ত্রিক প্রজাতন্ত্র ' ।
১২) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা একবার মাত্র সংশোধিত হয়েছে ।
১৩) সংবিধানের প্রস্তাবনায় চারটি মূলনীতি -- ন্যায় , স্বাধীনতা , সাম্য ও সৌভ্রাতৃত্ব ।
* ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য :-
১) বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান ,
২) আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দূস্পরিবর্তনীয় ,
৩) সংসদীয় শাসনব্যবস্থা ,
৪) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা ,
৫) মৌলিক অধিকার ,
৬) নির্দেশমূলক নীতি
৭) মৌলিক কর্তব্য ,
৮) ধর্মনিরপেক্ষতা ,
৯) স্বাধীন বিচার ব্যবস্থা ,
১০) জনগণ ক্ষমতার উৎস ,
১১) সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার ,
১২) জরুরি অবস্থার প্রয়োগের ক্ষমতা,
১৩) একক নাগরিকত্ব ,
১৪) সার্বভৌম , গনতান্ত্রিক প্রজাতন্ত্র ,
১৫) অনুন্নত শ্রেনীর জন্য বিশেষ সংরক্ষন ,
১৬) পঞ্চায়েত রাজ
* নাগরিকতা অর্জনের পদ্ধতি পাঁচটি :-
১) জন্মসুত্রে নাগরিকতা অর্জন
২) লিপিবদ্ধ্ব অনুমোদন দ্বারা নাগরিকতা অর্জন
৩) রক্তের সম্পর্ক সুত্রে নাগরিকতা অর্জন
৪) দেশীয় করনের মাধ্যমে নাগরিকতা অর্জন
৫) ভারত ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন
* নাগরিকতা বিলোপের পদ্ধতি :-
১) প্রত্যাহার
২) সমাপ্তি ( Termination ) ,
৩) বাতিল
* সংবিধানের অধ্যায় :-
পার্ট - ১/১ - ৪ নং ধারা - ভারতের রাজ্য গঠন , সীমানা পরিবর্তন
পার্ট - ২/ ৫ - ১ নং ধারা - নাগরিকত্ব
পার্ট - ৩/ ১২ - ৩৫ নং ধারা - মৌলিক অধিকার সমূহ
পার্ট - ৪/ ৩৬ - ৫০ নং ধারা - নির্দেশ মূলক নীতি সমূহ
পার্ট - ৪ক/ ৫১ নং ধারা - নাগরিকদের কর্তব্য
পার্ট - ৫/ ৫২ - ১৫১ নং ধারা - কেন্দ্রীয় নির্বাহক বর্গ
পার্ট - ৬/ ১৫২ - ২৩৭ নং ধারা - রাজ্য নির্বাহক বর্গ
পার্ট - ৭/ ২৩৮ নং ধারা - ১৯৫৬ সালে ৭ম সংবিধান সংশোধনে বাদ দেওয়া
পার্ট - ৮/ ২৩৯ - ২৪১ নং ধারা - কার্য নির্বাহী বিচারালয়
পার্ট - ৯/ ২৪২ - ২৪৩ নং ধারা - ১৯৫৬ সালে ৭ম সংবিধান সংশোধনে বাদ দেওয়া
পার্ট - ১০/ ২৪৪ নং ধারা - তফশিলি এবং উপজাতি এলাকা বিষয়ক
পার্ট - ১১/ ২৪৫ - ২৬৩ নং ধারা - কেন্দ্র রাজ্য সম্পর্ক
পার্ট - ১২/ ২৬৪ - ৩০০ নং ধারা - অর্থ সংক্রান্ত , সম্পত্তি বিষয়ক ইত্যাদি
পার্ট - ১৩/ ৩০১ - ৩০৭ নং ধারা - ব্যবসা বানিজ্য ও পরিবহন বিষয়ক
পার্ট - ১৪/ ৩০৮ - ৩২৩ নং ধারা - কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি বিষয়ক
পার্ট - ১৪ক/৩২৩ক - ৩২৩খ নং ধারা - প্রশাসনিক ট্রাইবুনালের এই ধারাটি ৪২তম সংবিধান সংশোধনে সংযোজিত হয়েছে
পার্ট - ১৫/ ৩২৪ - ৩২৯ নং ধারা - নির্বাচন ও নির্বাচন কমিশন
পার্ট - ১৬/ ৩৩০ - ৩৪২ নং ধারা - নির্দিষ্ট শ্রেণী তফশিলি জাতি-উপজাতি ও অ্যংলো ইন্ডিয়ানদের জন্য বিশেষ ব্যবস্থা
পার্ট - ১৭/ ৩৪৩ - ৩৫১ নং ধারা - সরকারি ভাষা সমূহ
পার্ট - ১৮/ ৩৫২ - ৩৬০ নং ধারা - আপৎকালীন ব্যবস্থা / জরুরি ব্যবস্থা
পার্ট - ১৯/ ৩৬১ - ৩৬৭ নং ধারা - বিবিধ ব্যবস্থা
পার্ট - ২০/ ৩৬৮ নং ধারা - সংবিধানের সংশোধন
পার্ট - ২১/ ৩৬৯ - ৩৯২ নং ধারা - অস্থায়ী , পরিবর্তনশীল এবং বিশেষ ব্যবস্থা
পার্ট - ২২/ ৩৯৩ - ৩৯৫ নং ধারা - ছোটো ধরনের খেতাব ও সংবিধান বাতিল বিষয়ক
* ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সমূহ ( Fundamental Rights ):-
১) সাম্যের অধিকার
২) স্বাধীনতার অধিকার
৩) শোষনের অধিকার
৪) ধর্মীয় স্বাধীনতার অধিকার
৫) সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার
৬) শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ।
* ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য ( Fundamental Duties ):-
১) সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠান সমূহ , জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন
২) স্বাধীনতা সংগ্রামের সমুহান আদর্শগুলি সযত্নে সংরক্ষন ও অনুসরণ ,
৩) ভারতের সার্বভৌমত্ব , একতা ও সংহতি সংরক্ষণ ও অনুসরণ ,
৪) দেশরক্ষা ও জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া ,
৫) ধর্মগত , ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে জনগনের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারীর মর্যাদা হানিকর প্রথার বিলোপ ।
৬) জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ ,
৭) বনভূমি , হ্রদ ও নদ-নদী এবং বন্যপ্রানীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ , উন্নয়ন এবং জীবন্ত প্রানীদের প্রতি মমত্ব বোধ ,
৮) বৈজ্ঞানিক মানসিকতা , মানবিকতা , অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসারসাধান ,
৯) সরকারি সম্পত্তি সংরক্ষণ ও হিংসা বর্জন এবং
১০) ক্রমবর্ধমান জাতীয় উন্নতি ও সমৃদ্ধির জন্য ব্যক্তিগত , সমষ্টিগত উৎকর্ষ বৃদ্ধির চেষ্টা ।