সংক্ষিপ্ত আকারে ভারতীয় সংবিধানের বিষয়সমূহ ( Indian Constitution in a nutshell)

Submitted by avimanyu pramanik on Tue, 05/17/2011 - 10:11

সংক্ষিপ্ত আকারে ভারতীয় সংবিধান [ Indian Constitution in a nutshell ]

PREAMBLE:

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:

  • JUSTICE, social, economic and political;
  • LIBERTY of thought, expression, belief, faith and worship;
  • EQUALITY of status and of opportunity; and to promote among them all
  • FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;

 

IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.

 

" আমরা , ভারতের জনগণ , ভারতকে সার্বভৌম,সমাজতান্ত্রিক ,ধর্মনিরপেক্ষ,গণতান্ত্রিক ,সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক , অর্থনৈতিক ও রাজনৈতিক , ন্যায়বিচার , চিন্তা ,মতপ্রকাশ , বিশ্বাস , ধর্ম এবং উপাসনার স্বাধীনতা , সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহন করে , আমাদের গণপরিষদে আজ , ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর , এতদ্বারা এই সংবিধান গ্রহন , বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি । "

 

* সংবিধান রচনার বিভিন্ন পর্যায়:-

১) ৬ ডিসেম্বর , ১৯৪৬ -- ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদের (Constituent Assembly ) প্রতিষ্ঠা ।

২) ৯ ডিসেম্বর , ১৯৪৬ -- নিউ দিল্লিতে গনপরিষদের প্রথম অধিবেশন (ওই অধিবেশনে মুসলিমলীগ যোগদান করেনি ।

৩) ১১ ডিসেম্বর , ১৯৪৬ -- ড . রাজেন্দ্র প্রসাদ গনপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ।

৪) ১৩ ডিসেম্বর ,১৯৪৬ -- জওহরলাল নেহরু গনপরিষদে সংবিধানের উদ্দেশ্য সম্বলিত প্রস্তাব পেশ করেন ।

৫) ২২ জানুয়ারী, ১৯৪৭ -- গনপরিষদ পন্ডিত জওহর লাল নেহরুর প্রস্তাব অনুমোদন করে ।

৬) ১৮ আগস্ট , ১৯৪৭ -- ভারত শাসনের জন্য গনপরিষদ পুনর্গঠিত হয়ে ' সার্বভৌম গনপরিষদে ' পরিনত হয় ।

৭) ২৯ আগস্ট ১৯৪৭ -- সংবিধানের খসড়া রচনার জন্য গনপরিষদ ড. বি. আর. আম্বেদকারের সভাপতিত্বে ' ড্রাফটিং কমিটি ' গঠন করে ।

৮) ২৬ নভেম্বর , ১৯৪৯ -- সংবিধান রচনার কাজ শেষ এবং রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে গনপরিষদ কর্তৃক সংবিধান গৃহিত ।

৯) ২৬ জানুয়ারী ১৯৫০ -- ভারতীয় সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

১০) ১৯৫০ এর ২৬ জানুয়ারীতে লিখিত ছিল " সার্বভৌম , গনতান্ত্রিক প্রজাতন্ত্র " রাষ্ট্র ।

১১) ১৯৭৬ সালের ৪২ তম সংশোধনীতে 'সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ ' শব্দ দুটি যোগ করার পার থেকে রাষ্ট্র হিসাবে ভারতের বর্ণনা --" সার্বভৌম , সমাজতান্ত্রিক ,ধর্মনিরপেক্ষ , গনতান্ত্রিক প্রজাতন্ত্র ' ।

১২) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা একবার মাত্র সংশোধিত হয়েছে ।

১৩) সংবিধানের প্রস্তাবনায় চারটি মূলনীতি -- ন্যায় , স্বাধীনতা , সাম্য ও সৌভ্রাতৃত্ব ।

 

* ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য :-

১) বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান ,

২) আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দূস্পরিবর্তনীয় ,

৩) সংসদীয় শাসনব্যবস্থা ,

৪) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা ,

৫) মৌলিক অধিকার ,

৬) নির্দেশমূলক নীতি

৭) মৌলিক কর্তব্য ,

৮) ধর্মনিরপেক্ষতা ,

৯) স্বাধীন বিচার ব্যবস্থা ,

১০) জনগণ ক্ষমতার উৎস ,

১১) সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার ,

১২) জরুরি অবস্থার প্রয়োগের ক্ষমতা,

১৩) একক নাগরিকত্ব ,

১৪) সার্বভৌম , গনতান্ত্রিক প্রজাতন্ত্র ,

১৫) অনুন্নত শ্রেনীর জন্য বিশেষ সংরক্ষন ,

১৬) পঞ্চায়েত রাজ

 

* নাগরিকতা অর্জনের পদ্ধতি পাঁচটি :-

১) জন্মসুত্রে নাগরিকতা অর্জন

২) লিপিবদ্ধ্ব অনুমোদন দ্বারা নাগরিকতা অর্জন

৩) রক্তের সম্পর্ক সুত্রে নাগরিকতা অর্জন

৪) দেশীয় করনের মাধ্যমে নাগরিকতা অর্জন

৫) ভারত ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন

 

* নাগরিকতা বিলোপের পদ্ধতি :-

১) প্রত্যাহার

২) সমাপ্তি ( Termination ) ,

৩) বাতিল

 

* সংবিধানের অধ্যায় :-

পার্ট - ১/১ - ৪ নং ধারা - ভারতের রাজ্য গঠন , সীমানা পরিবর্তন

পার্ট - ২/ ৫ - ১ নং ধারা - নাগরিকত্ব

পার্ট - ৩/ ১২ - ৩৫ নং ধারা - মৌলিক অধিকার সমূহ

পার্ট - ৪/ ৩৬ - ৫০ নং ধারা - নির্দেশ মূলক নীতি সমূহ

পার্ট - ৪ক/ ৫১ নং ধারা - নাগরিকদের কর্তব্য

পার্ট - ৫/ ৫২ - ১৫১ নং ধারা - কেন্দ্রীয় নির্বাহক বর্গ

পার্ট - ৬/ ১৫২ - ২৩৭ নং ধারা - রাজ্য নির্বাহক বর্গ

পার্ট - ৭/ ২৩৮ নং ধারা - ১৯৫৬ সালে ৭ম সংবিধান সংশোধনে বাদ দেওয়া

পার্ট - ৮/ ২৩৯ - ২৪১ নং ধারা - কার্য নির্বাহী বিচারালয়

পার্ট - ৯/ ২৪২ - ২৪৩ নং ধারা - ১৯৫৬ সালে ৭ম সংবিধান সংশোধনে বাদ দেওয়া

পার্ট - ১০/ ২৪৪ নং ধারা - তফশিলি এবং উপজাতি এলাকা বিষয়ক

পার্ট - ১১/ ২৪৫ - ২৬৩ নং ধারা - কেন্দ্র রাজ্য সম্পর্ক

পার্ট - ১২/ ২৬৪ - ৩০০ নং ধারা - অর্থ সংক্রান্ত , সম্পত্তি বিষয়ক ইত্যাদি

পার্ট - ১৩/ ৩০১ - ৩০৭ নং ধারা - ব্যবসা বানিজ্য ও পরিবহন বিষয়ক

পার্ট - ১৪/ ৩০৮ - ৩২৩ নং ধারা - কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি বিষয়ক

পার্ট - ১৪ক/৩২৩ক - ৩২৩খ নং ধারা - প্রশাসনিক ট্রাইবুনালের এই ধারাটি ৪২তম সংবিধান সংশোধনে সংযোজিত হয়েছে

পার্ট - ১৫/ ৩২৪ - ৩২৯ নং ধারা - নির্বাচন ও নির্বাচন কমিশন

পার্ট - ১৬/ ৩৩০ - ৩৪২ নং ধারা - নির্দিষ্ট শ্রেণী তফশিলি জাতি-উপজাতি ও অ্যংলো ইন্ডিয়ানদের জন্য বিশেষ ব্যবস্থা

পার্ট - ১৭/ ৩৪৩ - ৩৫১ নং ধারা - সরকারি ভাষা সমূহ

পার্ট - ১৮/ ৩৫২ - ৩৬০ নং ধারা - আপৎকালীন ব্যবস্থা / জরুরি ব্যবস্থা

পার্ট - ১৯/ ৩৬১ - ৩৬৭ নং ধারা - বিবিধ ব্যবস্থা

পার্ট - ২০/ ৩৬৮ নং ধারা - সংবিধানের সংশোধন

পার্ট - ২১/ ৩৬৯ - ৩৯২ নং ধারা - অস্থায়ী , পরিবর্তনশীল এবং বিশেষ ব্যবস্থা

পার্ট - ২২/ ৩৯৩ - ৩৯৫ নং ধারা - ছোটো ধরনের খেতাব ও সংবিধান বাতিল বিষয়ক

 

* ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সমূহ ( Fundamental Rights ):-

১) সাম্যের অধিকার

২) স্বাধীনতার অধিকার

৩) শোষনের অধিকার

৪) ধর্মীয় স্বাধীনতার অধিকার

৫) সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার 

৬) শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ।

 

* ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য ( Fundamental Duties ):-

১) সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠান সমূহ , জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন

২) স্বাধীনতা সংগ্রামের সমুহান আদর্শগুলি সযত্নে সংরক্ষন ও অনুসরণ ,

৩) ভারতের সার্বভৌমত্ব , একতা ও সংহতি সংরক্ষণ ও অনুসরণ ,

৪) দেশরক্ষা ও জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া ,

৫) ধর্মগত , ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে জনগনের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারীর মর্যাদা হানিকর প্রথার বিলোপ ।

৬) জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ ,

৭) বনভূমি , হ্রদ ও নদ-নদী এবং বন্যপ্রানীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ , উন্নয়ন এবং জীবন্ত প্রানীদের প্রতি মমত্ব বোধ ,

৮) বৈজ্ঞানিক মানসিকতা , মানবিকতা , অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসারসাধান ,

৯) সরকারি সম্পত্তি সংরক্ষণ ও হিংসা বর্জন এবং

১০) ক্রমবর্ধমান জাতীয় উন্নতি ও সমৃদ্ধির জন্য ব্যক্তিগত , সমষ্টিগত উৎকর্ষ বৃদ্ধির চেষ্টা ।

 

 

Comments

Related Items

The Background of the Indian Constitution & the features borrowed from Foreign Constitutions

During World War II and under the stress of international conditions Sir Stafford Cripps was sent over to India on March 24, 1942 to win over the support of Indian political leaders. Sir Stafford Cripps proposed for setting up a body for preparing the Constitution of India after the termination of the War.