প্রশ্ন:- শিল্পবিপ্লব কী এবং এর ফলাফল আলোচনা কর ।
শিল্পবিপ্লব : সপ্তদশ শতকের শেষভাগে এবং অষ্টাদশ শতকের প্রথম ভাগে শিল্পক্ষেত্রে নানান বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে শিল্প ক্ষেত্রে—
(১) উন্নত যন্ত্রপাতির প্রচলন,
(২) কলকারখানায় লোহা ও বাষ্পশক্তির ব্যবহারে বড়ো বড়ো কলকারখানার উৎপত্তি,
(৩) যাতায়াত ব্যবস্থার উন্নতি,
(৪) আধুনিক প্রযুক্তি, মূলধন, কাঁচামাল ও অভিজ্ঞ শ্রমিকের সহায়তায় শিল্পোৎপাদনের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটে, এক কথায় তা শিল্পবিপ্লব নামে পরিচিত । ইংল্যান্ডেই সর্বপ্রথম শিল্পবিপ্লবের সূচনা হয় এবং পরে তা ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে ।
শিল্পবিপ্লবের ফল :
(১) উৎপাদনের পরিমাণ অভাবনীয় ভাবে বেড়ে যায় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে,
(২) ইংল্যান্ড ও ফ্রান্সে বড়ো বড়ো কলকারখানা গড়ে ওঠে,
(৩) রেলপথের প্রসার হয় এবং
(৪) বাষ্পীয় ইঞ্জিন চালিত জাহাজের প্রচলন শুরু হয় ।
*****